
ওয়াই-ফাই কানেকশন দিয়ে তো অনেক ইন্টারনেট ব্যবহার করেছেন। এবার ওয়াই-ফাই এর কথা ভুলে যান। কারণ বাজারে আসছে লাই-ফাই। ভাবছেন, এটা আবার কি ?
লাই-ফাই কি?
লাই-ফাই এর পুরো অর্থ হল লাইট ফিডেলিটি (Light Fidelity)। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যেটি আলোর মাধ্যমে কোনও তথ্য সঞ্চার ঘটাতে সক্ষম । এমনকি প্রচুর তথ্যও এই নতুন প্রযুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি ডাউনলোড করা যাবে। তাছাড়া এর মাধ্যমে অনেক বড় তথ্যও অনায়াসে অল্প সময়ের মধ্যে ওয়াই-ফাই এর থেকে অনেক তাড়াতাড়ি ডাউনলোড করা যাবে। দুই থেকে তিন জিবি পর্যন্ত সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড।
জার্মান প্রকৃতিবিজ্ঞানী হ্যারেল্ড হাস প্রথম এই প্রযুক্তির কথা চিন্তা করেন যেখানে লাইট বাল্বকে ওয়্যারলেস রাউটার হিসেবে কাজে লাগানোর কথা তিনি ভেবেছিলেন।
এই নতুন প্রযুক্তি নিঃসন্দেহে একটি সাড়া জাগানো প্রযুক্তি। একবার ভেবে দেখুন, সমস্ত লাইট বাল্ব ওয়্যারলেস হটস্পট হিসেবে কাজ করছে। কি দারুণ বিষয় হবে তাইনা ! গবেষণাগারে এই প্রযুক্তির পরীক্ষা চালানোর সময় সেকেন্ডে ২২৪ গিগাবাইট পর্যন্ত স্পিড পাওয়া গিয়েছে । তবে নতুন এই লাইট প্রযুক্তির ভবিষ্যৎ কতোটা উজ্জ্বল হবে তা হয়তো সময়ই বলে দেবে ।