জেডিসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ২০ হাজার ও বহিষ্কার ১২ শিক্ষার্থী

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার তৃতীয় দিনের আরবী ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের কারণে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোথাও শিক্ষক বহিষ্কারের কোন খবর পাওয়া যায় নি।

শনিবার (৪ঠা নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জেএসসি-জেডিসি পরীক্ষা কন্ট্রলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার জেএসসির কোন পরীক্ষা না থাকলেও জেডিসির আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩ লাখ ৭০ হাজার ৮০৮ জন অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৩৯৮ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৫ দশমিক ৭৭ শতাংশ। এ ছাড়া অসদুপায় অবলম্বন করায় ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। দেশের ৭৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, চলতি বছরের অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিন আটটি সাধারণ ও মাদরাসা বোর্ডে অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ জন। দ্বিতীয় দিনে এ সংখ্যা ৬১ হাজার ৯৮৯ জনে দাঁড়ায়। মাত্র দু’দিনেই অনুপিস্থিতির সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার।

প্রথমদিন জেএসসিতে বাংলা প্রথম পত্র ও জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ এবং দ্বিতীয় দিন জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা হয়। তৃতীয় দিন শুধুমাত্র জেডিসির কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষা হয়।

বিগত বছরগুলোতেও দেখা যায়, প্রথম দিনেই পরীক্ষার্থী অনুপস্থিত ছিল অর্ধলাখ। ২০১৩ সালে প্রথমদিন জেএসসি-জেডিসিতে অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৫১৭ জন, ২০১৪ প্রথম দিন অনুপস্থিত ছিল ৪৬ হাজার, ২০১৫ সালে প্রথম দিন অনুপস্থিত ৪১ হাজার ৮০৯ এবং ২০১৬ সালে প্রথম দিনে ৫৯ হাজার ৬৬১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

আরো পড়ুন:

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্ন ফাঁস

প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা একসঙ্গে দিচ্ছে নানি ও নাতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline