জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 154
জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 1531. বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে-
- শিক্ষা
- প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণকৃষি
- শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকারদক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
A,B
1532. কোন ক্ষেত্রে সাফল্য লাভের জন্যে বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করেছে?
- নারী শিক্ষার হার বৃদ্ধি
- জনসংখ্যা হ্রাস
- সাক্ষরতার হার বৃদ্ধি
- শিশুমৃত্যু হ্রাস
1533. বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি?
- ভারত
- চীন
- পাকিস্তান
- মায়ানমার
1534. বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
- অল্প বয়সে বিয়ে
- উপজাতিদের বিয়ে
- শহরাঞ্চলের বিয়ে
- গ্রামাঞ্চলের বিয়ে
1535. কোনটি নিয়ন্ত্রণে বেসরকারির সংস্থার রয়েছে দক্ষকর্মী?
- ডায়াবেটিস
- জনসংখ্যা
- প্রাকৃতিক দুর্যোগ
- মহামারি
1536. আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
- H2
- N2
- CO2
- SO2
1537. মুন্নী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত এ উপবৃত্তি পাবে?
- ১০ম
- দ্বাদশ
- 80
- ৫ম
1538. কোন শ্রেণি থেকে কোন শ্রেণি পর্যন্ত সরকার মেয়েদের উপবৃত্তি প্রদান করছে?
- পঞ্চম থেকে ষষ্ঠ
- সপ্তম থেকে অষ্টম
- নবম থেকে দশম
- ষষ্ঠ থেকে দ্বাদশ
1539. বাংলাদেশের জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো-
- বর্তমান নাগরিকদের জীবনমান উন্নয়ন
- ভবিষ্যৎ নাগরিকদের জীবনমান উন্নয়ন
- বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জীবনমানের উৎকর্ষ সাধন
A,B,C
1540. রিতা সপ্তম শ্রেণিতে পড়ে। সে সরকার থেকে উপবৃত্তি পায়। রিতা কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তি পাবে?
- অষ্টম
- নবম
- দশম
- দ্বাদশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি মডেল টেস্ট"