জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1
1. পূর্ববঙ্গ বাংলাদেশের একটি পরিচয়। এই পরিচয়ের সাথে কোনটি সম্পৃক্ত?
- ভারত শাসন আইন
- বঙ্গভঙ্গ
- বঙ্গভঙ্গ রদ
- সাইমন কমিশন
2. ইউরোপীয় জাতিগুলোর কাছে ভারতবর্ষের যে জিনিসগুলো আকর্ষণীয় হয়ে উঠে সেগুলো হলো-
- বাংলার সিল্ক
- কয়লা সম্পদ
- মসলা
A,C
3. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল-
- ফারসি চর্চা বাড়ানো
- মুসলমানদের খুশি করা
- অনুগত শ্রেণি তৈরি করা
B,C
4. ১৮২১ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কোথায়?
- চন্ডিনগরে
- পশ্চিমবঙ্গে
- কলকাতায়
- শ্রীরামপুরে
5. কাদের সূত্রে বাংলার রাজদরবারের ভাষা হয় ফারসি?
- সেনদের সূত্রে
- পালদের সূত্রে
- সুলতানিদের সূত্রে‘
- আফগানদের সূত্রে
6. শায়েস্তা খানের দৈনিক আর্ন ছিল-
- পাঁচ লক্ষ টাকা
- চার লক্ষ টাকা
- দুই লক্ষ টাকা
- এক লক্ষ টাকা
7. ফরাসিরা ইংরেজদের সাথে যুদ্ধে হেরে কোথায় চলে যায়?
- ইন্দোনেশিয়ায়
- মালয়েশিয়ায়
- সিরিয়ায়
- ইন্দো চীনে
8. বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছল স্থায়ী হয়েছিল?
- একশ বছর
- দুইশ বছর
- তিনশ বছর
- চারশ বছর
9. বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র কী ছিল?
- স্বদেশি আন্দোলন
- সশস্ত্র আন্দোলন
- বঙ্গভঙ্গ আন্দোলন
- স্বরাজ আন্দোলন
10. কাসিমবাজারে ওলন্দাজদের ফ্যাক্টরি ছিল-
- তাঁতের
- বস্ত্রের
- সিল্কের
- পাটের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1"