জেএসসি-জেডিসি পরীক্ষা গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ

জেএসসি-জেডিসি পরীক্ষা গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ এবং জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

দৈনিকশিক্ষার হাতে থাকা তথ্য মতে সম্মিলিতভাবে পাস করেছে : ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। পরীক্ষা দিয়েছিলো : ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন।

জেএসসি-জেডিসি মিলিয়ে এ বছর মোট ১ লাখ  ৯১ হাজার ৬২৮ জন সর্বোচ্চ ফল জিপিএ ৫ পেয়েছে।  এদের মধ্যে জেএসসিতে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন ও  জেডিসিতে ৭ হাজার ২৩১ জন।

গতবছর জিপিএ ফাইভের সংখ্যা ছিল মোট ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। ২০১৫ সালে জিপিএ ৫  পেয়েছিল ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। ওই বছর ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরাও তার সঙ্গে ছিলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরাও তার সঙ্গে ছিলেন।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর।

নভেম্বরের শুরুতে দেশব্যাপী দুই হাজার ৮৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২৮ হাজার ৬২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী এবং ছাত্রী ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬ হাজারেরও বেশি। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১০০টি বাড়ানো হয়। তাছাড়া বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬৫৯ জন শিক্ষার্থী এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিয়েছে।

এবার থেকে জেএসসির পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে এই বিষয়গুলোর ওপর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নম্বর পাঠায় সংশ্লিষ্ট কেন্দ্রে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্র পরীক্ষার সময় বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠায়। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের এই তিন বিষয়ের পরীক্ষা দিতে হয়েছে।

 

আরো পড়ুন:

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

মূল বই থেকে উত্তর লিখে বিপাকে পড়েছেন জেএসসি পরীক্ষার্থীরা

জেএসসির ইংরেজী ভার্সন প্রশ্নপত্রে অসংখ্য ভুল

জেএসসি পরীক্ষার নবম দিনে বহিষ্কার ৬২ জন পরীক্ষার্থী

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline