জীব-প্রযুক্তি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1847
18461. পনির উৎপাদনের জন্য বিখ্যাত নয়-
- ফ্রান্স
- ইতালি
- ব্রাজিল
- যুক্তরাজ্য
18462. আজ থেকে কত বছর পূর্বে আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে উঠেছিল?
- ১০০ বছর পূর্বে
- ১৫০ বছর পূর্বে
- ২০০ বছর পূর্বে
- ৩০০ বছর পূর্বে
18463. ক্লিনিফেলটার সিনড্রোমবিশিষ্ট বালকদের বৈশিষ্ট্য হলো-
- তাদের কন্ঠস্বর খুব কর্কশ হয়
- তাদের স্তনগুলো বড় আকারের হয়
- তাদের বৃদ্ধি কম হয়
A,B,C
18464. মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
- ২০ জোড়া
- ২২ জোড়া
- ২৩ জোড়া
- ২৫ জোড়া
18465. দুইটি প্রকট জিন একসাথে থাকলে তাকে বলে –
- প্রচ্ছন্ন জিন
- প্রকট জিন
- হোমোজাইগাস
- হেটারোজাইগাস
18466. গবাদি পশুর প্লাজমা থেকে আহরিত হয় কোনটি?
- ফাইসিন
- ট্রিপসিন
- থ্রম্বিন
- প্যাপেইন
18467. আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি কে রচনা করেন?
- বেটসন
- গ্রেগর মেন্ডেল
- হার্বার্ট বয়ার
- স্ট্যানলি কোহেন
18468. জিন নামকরণ হয় কত সালে?
- 1905
- 1907
- 1908
- 1909
18469. নিচের কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
- অণু বিজ্ঞান
- জীব প্রযুক্তি
- সমুদ্র বিজ্ঞান
- রসায়ন
18470. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন উপাদান হলো-
- প্রোটিন
- শর্করা
- ফ্যাট
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীব-প্রযুক্তি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1847"