জীবন সঙ্গীত – অনুশীলনী কর্ম

এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও

অনুশীলনী কর্ম ১। তুমি আদর্শ মনে কর এমন একজন মানুষের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বহুনির্বাচনি প্রশ্ন ১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন ? ক. নদীর জল খ. পুকুরের জল গ. শৈবালের নীর ঘ. ফটিক জল
মাধ্যমিক বাংলা সাহিত্য ১৭৯
২। কবি ‘সংসারে সমরাঙ্গনে’ বলতে কী বুঝিয়েছেন ?
ক. যুদ্ধক্ষেত্রকে খ. জীবনযুদ্ধকে গ. প্রতিরোধ যুদ্ধকে ঘ. অিস্তত্বকে নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম প্রথ ম লাভ পান। এক সময় তার ব্যবসায়ে মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করেন। ক্ত। উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী ?
ক. যশোদ্ধার খ. অমরত্ব লাভ গ. সংসার সমরাঙ্গনে টিকে থাকা ঘ. বরণীয় হওয়া
৪। অভীষ্ট লক্ষে্য পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো –
ক. সাহস খ. সংগ্রাম গ. আত্মবিশ্বাস ঘ. সঙ্কল্প
সৃজনশীল
রবার্ট বধুস পর পর ছয়বার যুদ্ধে পরাজিত হয়ে এক সময়ে হতাশ হয়ে বনে চলে যান। সেখানে দেখেন একটা মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে সে সপ্তমবারে সফল হয়। এ ঘটনা রবার্ট বধুসের মনে উৎসাহ জাগায়। তিনি বুঝতে পারেন জীবনে সাফল্য ও ব্যর্থতা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই তিনি আবার র্পূণ উদ্যমে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হন।
ক. কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছেন? খ. কীভাবে ‘ভবের’ উন্নতি করা যায়? গ. পরাজয়ের গ−ানি রবার্ট বধুসের মাঝে যে প্রভাব বিস্তার করে সেটি ‘জীবন সঙ্গীত’ কবিতার সাথে
যেভাবে সাদৃশ্যর্পূণ তা তুলে ধর। ঘ. ‘হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে।’- উদ্দীপক ও
‘জীবন সঙ্গীত’ কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।

এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও

এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline