জীবনের-জন্য-পানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1901
19001. পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত?
- 70
- 75
- 80
- 90
19002. কোনটি পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে?
- মৃত শ্যাওলা
- জীবিত শ্যাওলা
- পানিতে দ্রবীভূত লবণ
- পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ
19003. পানিকে সর্বজনীন বলার কারণ কোনটি?
- এটি সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে
- এটি অনেক যৌগকে দ্রবীভূত করতে পারে
- এটি সকল পদার্থের দ্রাব্যতা সমান
- এটি কেবল জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
19004. বয়লারের ক্ষয় সাধনকারী পানি-
- কৃষিকাজের অনুপযোগী
- প্রচুর লবণযুক্ত পানি
- সামুদ্রিক পানি
A,B,C
19005. বৈশ্বিক উষ্ণতার ফলে কী ঘটে?
- পানির তাপমাত্রা হ্রাস পায়
- মিঠা পানির লবণাক্ততা হ্রাস পায়
- পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায়
- বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়
19006. জলজ উদ্ভিদসমূহ সাধারণ কিরূপ বংশবিস্তার করে?
- যৌন উপায়ে
- অঙ্গজ উপায়ে
- স্পোরের সাহায্য
- বীজের মাধ্যমে
19007. কীসের পানির সাধারণত রোগজীবাণু মুক্ত হয়?
- নদ-নদীর
- ভূ-গর্ভস্থ
- পুকুরের
- মহাসাগরের
19008. চৌকোণাকার, সরু বা তির্যক কোষ প্রান্ত বিশিষ্ট কোষ টিস্যুর বৈশিষ্ট্য?
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
- স্ক্লেরেনকাইমা
- কোনটিই নয়
19009. ঔষধ তৈরীর জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?
- পরিস্রাবণ
- ক্লোরিনেশন
- স্ফুটন
- পাতন
19010. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোন নদীটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য মরে?
- হরিহর
- মেঘনা
- করতোয়া
- সুরমা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জীবনের-জন্য-পানি - এসএসসি-সাধারণ বিজ্ঞান-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1901"