C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)
মানবন্টণ:
✔ বাংলা ১৫
✔ ইংরেজী ১৫
✔ অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৭০
C ইউনিটে মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৬৫ মিনিট। তবে OMR পুরনের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে।নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নাম্বারের ব্যাবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। ব্যাবহারিক পরীক্ষায় পাস নাম্বার ৪০%।
C ইউনিটে পাশ নাম্বার ৩৩%।C ইউনিটে ( বাংলা ও ইংরেজী বিভাগ ব্যাতীত ) উত্তীর্ণ হওয়ার জন্য বাংলা ও ইংরেজী বিষয়ে ৩০ নাম্বারের মধ্যে কমপক্ষে ১০ পেতে হবে। মানে বাংলায় ১৫ এর মধ্যে ৫ পেয়ে পাশ করতে হবে আর ইংরেজী এর ১৫ এর মধ্যে ৫ পেয়ে পাশ করতে হবে।
C ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থী ছাত্রীদের মধ্যে বাংলা বিভাগে যারা ভর্তি হতে চায় তাদের বাংলা বিষয়ে ১৫ এর মধ্যে নুন্যতম ৮ পেতে হবে।
C ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থী ছাত্রীদের মধ্যে ইংরেজী বিভাগে যারা ভর্তি হতে চায় তাদের ইংরেজী বিষয়ে ১৫ এর মধ্যে নুন্যতম ১০ পেতে হবে।
C ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থী ছাত্রীদের মধ্যে যারা প্রশ্নপত্রের ৮০ নাম্বার থেকে ১০০ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য ২০ নাম্বারের মধ্যে কমপক্ষে ৭ পাবে তারা নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগে ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
OMR সিট এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজী বাক্য লিখতে হবে।না লিখলে তোমার খাতা বাতিল হয়ে যাবে।
এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফলকে ১.৫ এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকর ফলাফলকে ২.৫ দ্বারা গুন করে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিকতে ২০ এ তোমাদের কত নম্বর থাকে সেটি হিসাব করা হবে।এই ২০ এবং ভর্তি পরীক্ষার ১০০ মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাবজেক্ট_প্রতি_যোগ্যতা :
✳ বাংলা সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৭.০০ লাগবে এবং বাংলাই অবশ্যই A গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং বাংলাই অবশ্যই A গ্রেড থাকতে হবে।
✳ ইংরেজী সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং ইংরেজীে অবশ্যই A গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৮.০০ লাগবে এবং ইংরেজীে অবশ্যই A গ্রেড থাকতে হবে।
✳ ইতিহাস সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৭.০০ লাগবে এবং বাংলায় A – গ্রেড ও ইংরেজীতে অবশ্যই B গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং বাংলায় A- গ্রেড ও ইংরেজীে অবশ্যই B গ্রেড থাকতে হবে।
✳ দর্শন সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৬.৫০ লাগবে এবং বাংলায় ও ইংরেজীতে অবশ্যই B গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৭.০০ লাগবে এবং বাংলায় ও ইংরেজীে অবশ্যই B গ্রেড থাকতে হবে।
✳ নাটক ও নাট্যতত্ত্ব সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৬.০০ লাগবে এবং বাংলাসহ অন্য যে কোন একটি বিষয়ে অবশ্যই B গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৬.৫০ লাগবে এবং বাংলাসহ যে কোন একটি বিষয়ে অবশ্যই B গ্রেড থাকতে হবে।
✳ প্রত্নতত্ত্ব সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৬.৫০ লাগবে এবং এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য বিষয়ভিত্তিক কোন শর্ত নেই। আর যারা সাইন্স বা কমার্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৭.০০ লাগবে এবং এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য বিষয়ভিত্তিক কোন শর্ত নেই।
✳ আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস ও কমার্স থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৭.০০ লাগবে এবং ইংরেজীতে অবশ্যই A- গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স থেকে এই ইউনিটে এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং ইংরেজীে অবশ্যই A- গ্রেড থাকতে হবে।
.
✳ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস ও কমার্স থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৭.৫০ লাগবে এবং বাংলায় ও ইংরেজীতে অবশ্যই A- গ্রেড থাকতে হবে। আর যারা সাইন্স থেকে এই ইউনিট এ এক্সাম দিবা তাদের মোট জিপিএ ৮.০০ লাগবে এবং বাংলায় ও ইংরেজীে অবশ্যই A- গ্রেড থাকতে হবে।
✳ চারুকলা সাবজেক্ট পেতে চাইলে ssc তে ৩.০০ পয়েন্ট আর hsc তে ৩.০০ পয়েন্ট থাকতে হবে। আর্টস, কমার্স, সাইন্স থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের মোট জিপিএ ৬.৫০ লাগবে এবং বাংলায় অবশ্যই B গ্রেড থাকতে হবে 🙂 ।
আসন_সংখ্যা (ছেলে+মেয়ে)।
☞ আন্তর্জাতিক সম্পর্ক:৩১+২৪=৫৫
☞ ইংরেজী:৩৬+২৯=৬৫
☞ ইতিহাস:৩৬+২৯=৬৫
☞ দর্শন:৪০+৩০=৭০
☞ নাটক ও নাট্যতত্ত্ব:১৭+১৩=৩০
☞ প্রত্নতত্ত্ব:২০+১৫=৩৫
☞ বাংলা:৩৫+৩০=৬৫
☞ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ : ১৫+১০=২৫
☞ চারুকলা:১৭+১৩=৩০
ছেলেদের মোট আসন ২৪৭ টি আর মেয়েদের ১৯৩ টি। সর্বমোট আসন ৪৪০টি।
অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যে ৭০ মার্ক আসবে, সবার প্রশ্ন এই ৭০ নাম্বার কোথা থেকে আসবে ? এই অনুষদে ৯ টি সাবজেক্ট আছে । এর মধ্যে ২ টি সাবজেক্ট হলো বাংলা ও ইংরেজী । বাংলা ও ইংরেজী থেকে ১৫ টা করে ৩০ টা প্রশ্ন আসবে সেটা মানবন্টনেই বলা আছে । আর বাকী ৭০ নাম্বার প্রশ্ন আসবে এই অনুষদের বাকী ৭ সাবজেক্ট থেকে । অর্থাৎ ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, প্রত্বতত্ত্ব, আন্তঃর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এবং চারুকলা। এই ৭ টা বিষয় থেকে ৭০ নাম্বারের প্রশ্ন হবে। প্রত্যেক বিষয় থেকে ১০ টা করে প্রশ্ন থাকবে।
অনেকেই বলতেছো এত গুলো বিষয় কিভাবে পড়বো ? আসলে ভয় পাওয়ার কিছুই নেই। কারন তোমার জন্য যেমন দেড় মাস সময় তেমনি সবার জন্যই দেড় মাস সময় রয়েছে এই C ইউনিটের প্রিপারেশন নেয়ার। সবার জন্যই C ইউনিটের এই সিস্টেম টা নতুন। এই ৭ টা বিষয়ের প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন – ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান । এভাবে বাকিগুলো ও । এগুলো যেকোনো ভালো মানের সাধারন জ্ঞানের বই থেকে খুজে পড়লেই হবে । আর সাম্প্রতিক ঘটনাবলি থেকে কিছু প্রশ্ন আসতে পারে । ওগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড় ।
.
ভর্তি পরীক্ষার ফলাফলে ছেলে এবং মেয়েদের আলাদা তালিকা প্রকাশ করা হয়।
1 responses on "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিট এর ভর্তি তথ্য"