জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ’ঘ’ ইউনিট ২০১০-২০১১

সময় : ১ ঘণ্টা

পূর্ণমান : ১০০

বি:দ্র: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩০ নম্বর কাটা যাবে

পরীক্ষার শুরুতেই OMR শিটের নির্ধারিত স্থানে নিচের বাক্য দুটি লিখতে হবে-

  • আমাদের ভূ-পৃষ্ঠের চারদিকে বায়ুস্তরের একটি সর্বোচ্চ সীমা পর্যন্ত জীবের অবস্থান দেখা যায়
  • Jahangirnagar University was established as a residential public university in 1970

১. আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি?
ক. নামকরণ
খ. বিবর্তনের ধারা
গ. জীববৈচিত্র্য
ঘ. বাসস্থান

২. Rabies virus সৃষ্ট রোগ কোনটি?
ক. পীতজ্বর
খ. হাম
গ. জলাতঙ্ক
ঘ. সোয়াইন ফ্লু

৩. কোনটি গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া?
ক. Shigella sp.
খ. Escherichia sp.
গ. Salmonella sp.
ঘ. Streptochccus sp.

৪. কোষ প্রাচীরে সিলিকা সঞ্চয়ী শৈবাল কোনটি?
ক. Nostoc sp.
খ. Navicula sp.
গ. Aulosira sp.
ঘ. Ababaena sp.

৫. লেবু জাতীয় ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক কোনটি?
ক. Penicillium digitatum
খ. Saprolegnia parasitica
গ. Penicillium notatum
ঘ. Aspergillus niger

৬. প্রোটোনেমা কোন উদ্ভিদে দেখা যায়?
ক. মস
খ. ফার্ন
গ. শৈবাল
ঘ. নগ্নবীজী উদ্ভিদ

৭. নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
খ. ফল হয় না
গ. গর্ভাশয় নেই
ঘ. সবকটি

৮. উচ্চশ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না?
ক. সেন্ট্রোমিয়ার
খ. সেন্ট্রোসোম
গ. সেন্ট্রিওল
ঘ. টনোপ্লাস্ট

৯. ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি?
ক. ATP প্রস্তুত করা
খ. শর্করা প্রস্তুত করা
গ. ফটোরেস্পিরেশন
ঘ. সবকটি

১০. ক্লোরোনেমা কোন উদ্ভিদে দেখা যায়?
ক. Marchantia sp.
খ. Riccia sp.
গ. Semibarbula sp.
ঘ. Pteris sp.

১১. বহু কোমোমিয়ার দেখা যায় কোন উপপর্যায়ে?
ক. প্যাকাইটিন
খ. জাইগোটিন
গ. লেপ্টোটিন
ঘ. ডায়াকইনেসিস

১২. বহুকোষী রোম বিদ্যমান কোনটিতে?
ক. দ্বিবীজপত্রী মূল
খ. একবীজপত্রী মূল
গ. একবীজপত্রীর কাণ্ড
ঘ. দ্বিবীজপত্রীর কাণ্ড

১৩. নিষেকের পর উদ্ভিদের ডিম্বক কীসে পরিণত হয়?
ক. ভ্রুণ
খ. বীজপত্র
গ. বীজ
ঘ. এন্ডোস্পার্ম

১৪. বাডিং-এর দ্বারা প্রজনন ঘটে কোনটিতে?
ক. ঈস্ট
খ. কাঁকরোল
গ. আখ
ঘ. স্পাইরোগাইরা

১৫. নিষেক ছাড়া ডিম্বাণু হতে ভ্রুণ সৃষ্টি ও ডিম্বক বীজে পরিণত হওয়ার প্রক্রিয়া কোনটি?
ক. সিনগ্যামি
খ. অ্যাপোসপরি
গ. অ্যাপোগ্যামি
ঘ. পার্থেনোজেসিস

১৬. গোত্রের উদ্ভিদ কোনটি?
ক. Glorisoa superba
খ. Brassica campestris
গ. Lens culinaris
ঘ. Cassia sophera

১৭. কাশি ও ব্রঙ্কাইটিস রোগে ব্যবহৃত হয় কোনটি?
ক. Adhatoda vasica
খ. Andrographis paniculata
গ. Centella asiatica
ঘ. Bacopa moniera

১৮. এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. নগ্ন RNA
খ. অতি আণুবীক্ষণিক
গ. ক্যাপসিড আছে
ঘ. ভাইরাস হতে ছোট

১৯. সালোকসংশ্লেষণে উৎপন্ন এর উৎস কি?
ক. C6H12O6
খ. H2O
গ. CO2
ঘ. ক্লোরোফিল

২০. মেন্ডেলের ১ম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত?
ক. ১:৩
খ. ৩:১
গ. ১:১:৩
ঘ. ১:২:১

২১. ইরাইথ্রোমাইসিন প্রস্তুতকারী ব্যাক্টেরিয়া কোনটি?
ক. Streptomyces erythreus
খ. Bacillus erythreus
গ. Streptomyces griseus
ঘ. Streptomyces fradiae

২২. কোন ব্যাক্টেরিয়ার প্লাজমিডের মাধ্যমে ক্লোভার ঘাসে সালফারযুক্ত অ্যামিনো এসিড উৎপাদনের জিন স্থানান্তর করা হয়?
ক. Agrobacterium tumifaciens
খ. Agrobacterium saprophyticus
গ. Pseudomonas putide
ঘ. Aeromonas hydrophilla

২৩. গ্লাইকোলাইসিসে ফ্রুক্টোজ ১.৬-বিসফসফেট ভেঙ্গে ৩-ফসফোগ্লিসারেল্ডিহাইড ও ডাই-হাইড্রোক্সি-অ্যাসিটোন ফসফেট প্রস্তুতে লাগে কোন এনজাইম?
ক. অ্যাল্ডোলেজ
খ. ফসফোগ্লুকোআইসোমারেজ
গ. হেক্সোকাইনেজ
ঘ. ফসফোগ্লিসারোমিউটেজ

২৪. পেন্টোজ সুগার কোনটি?
ক. ইরাইথ্রোজ
খ. জাইলোজ
গ. গ্যালাক্টোজ
ঘ. ম্যানোজ

২৫. গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী গ্যাস কোনটি?
ক. CO2
খ. CO
গ. CH4
ঘ. সবকটি

২৬. Caenrohaditis elegans-এ সূচি অনুযায়ী কোষীয় মৃত্যু নিয়ন্ত্রণকারী gene সনাক্ত করে নোবেল পুরস্কার পান কে?
ক. J E Sulston
খ. Peter Agre
গ. M J Evans
ঘ. Tim Hunt

২৭. প্রাণিবিজ্ঞানের মাছ সম্বন্ধে আলোচনা করে-
ক. Fisheries
খ. Pisciculture
গ. Ichthyology
ঘ. Prawn Culture

২৮. ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি?
ক. ভেসিকল
খ. লাইসোসোম
গ. রাইবোসোম
ঘ. পারক্সিসোম

২৯. কোষীয় RNA-এর শতকরা কত ভাগ mRNA?
ক. ২০
খ. ১৫
গ. ১০
ঘ. ২৫

৩০. RNA মৌলিকভাবে কার্যত কয় ধরনের?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

৩১. DNA-এর পাইরিমিডিন বস কোন দুটি?
ক. C & U
খ. C & T
গ. C & A
ঘ. A & G

৩২. কোষের বিপাকে ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি?
ক. মাইটোকন্ড্রিয়া
খ. সাইটোসল
গ. ভেসিকল
ঘ. গলজি বডি

৩৩. কোনটি পিউরিন নিউক্লিওটাইড?
ক. Thymine
খ. Adenine
গ. Adenosine
ঘ. ATP

৩৪. একটি প্রাইমারি স্পার্মটোসাইট থেকে সক্রিয় শুক্রাণু উৎপন্ন হয়?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪

৩৫. মানবদেহের করোটিতে মোট অস্থির সংখ্যা কতটি?
ক. ৮
খ. ১৪
গ. ৩৩
ঘ. ২২

৩৬. চোখ ভ্রুণীয় কোন স্তর হতে গঠিত?
ক. এক্টোডার্মা
খ. এন্ডোডার্ম
গ. মেসোডার্ম
ঘ. কোনটিই নয়

৩৭. দৃষ্টিহীনতার সাথে জড়িত সেক্সলিংকড বৈশিষ্ট্য কোনটি?
ক. অপ্টিক অ্যাট্রফি
খ. মায়োপিয়া
গ. রাতকানা
ঘ. গ্লুকোমা

৩৮. কোন কলার ম্যাট্রিক্স জেলির মতো থকথকে?
ক. অ্যারিওলার
খ. পেশী
গ. স্নায়ু
ঘ. আবরণী

৩৯. অস্থিকলার আবরণীকে কি বলে?
ক. ম্যাট্রিক্স
খ. কন্ড্রিন
গ. অস্টিওসাইট
ঘ. পেরিঅস্টিয়াম

৪০. স্নায়ুকলা গঠিত হয় ….. দিয়ে।
ক. স্নায়ুকোষ
খ. নিউরোগ্লিয়া
গ. স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া
ঘ. গ্যাংগ্লিয়া

৪১. ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি?
ক. richuris trichiura
খ. Wuchereria bancrofti
গ. Trichinella spirralis
ঘ. Ascaris lumbricoides

৪২. বেনাইন টারশিয়ান ম্যালেরিয়ার পরজীবী কোনটি?
ক. Plasmodium malariae
খ. Plasmodium ovale
গ. Plasmodium falciperum
ঘ. Plasmodium vivax

৪৩. এপিডার্মাল পেশী আবরণী কোষের বহিঃপ্রাণ্তের কাজ কি?
ক. দেহ রক্ষা করা
খ. দেহের সঙ্কোচন
গ. উদ্দীপনা গ্রহণ
ঘ. পরিপাকে সহায়তা

৪৪. আরশোলার পুঞ্জাক্ষির দুইপাশের সাদা দাগের নাম কি?
ক. ওসেলাস
খ. এন্টেনা
গ. ম্যান্ডিবল
ঘ. ফেনেস্ট্রা

৪৫. মানবদেহে সুচার অস্থিসন্ধি পাওয়া যায় কোথায়?
ক. বক্ষ অস্থিচক্রে
খ. শ্রোণী অস্থিচক্রে
গ. করোটিকায়
ঘ. পায়ে

৪৬. ফুসফুসে প্রবাহিত শিরা রক্তে এর পরিমাণ কত?
ক. ১৫%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%

৪৭. মুখবিবরে সিদ্ধ শ্বেতসার পরিপাকে তৈরি হয় কোনটি?
ক. আইসোমল্টোজ
খ. ফ্রুক্টোজ
গ. গ্যালাক্টোজ
ঘ. লিমিট ডেক্সট্রিন

৪৮. পাকস্থলী পাচকরসে লিপিড পরিপাককারী এনজাইম কোনটি?
ক. ফসফোলাইপেজ
খ. মনোগ্লিসারিডেজ
গ. ট্রাইবিউটারেজ
ঘ. কোলেস্টেরলেজ

৪৯. এন্টিথ্রম্বিন প্রয়োগের সঠিক ক্ষেত্র কোনটি?
ক. রক্তাল্পতা
খ. মলাশয় ক্যান্সার
গ. করোনারি থ্রম্বোসিস
ঘ. রক্ত জমাট

৫০. রক্তের pH কত?
ক. ৬.৫-৭.০
খ. ৭.২-৭.৪
গ. ৭.০- ৮.০
ঘ. ৮.৫-৯.০

৫১. একটি যৌগের শতকরা সংযুক্তিতে C = 40% এবং H = 6.67% এবং O = 53.33%; যৌগটির স্থূল সংকেত কোনটি?
ক. CHO
খ. C2HO
গ. CH2O
ঘ. CHO2

৫২. HNO3 ও NaOH এর প্রশমন তাপ কত?
ক. -57.35 KJ
খ. -67.34 KJ
গ. -53.34 KJ
ঘ. -59.44 KJ

৫৩. নিম্নের tretBu-মূলক কোনটি?
ক. 1-মিথাইল প্রোপাইল
খ. বিউটাইল
গ. 1,1-ডাই মিথাইল ইথাইল
ঘ. 2-মিথাইল প্রোপাইল

৫৪. নিম্নে উল্লিখিত মানগুলোর মধ্যে একটি এসিডিয় দ্রবণের সর্বাধিক pH কোনটি?
ক. 10
খ. 3
গ. 5
ঘ. 6.9

৫৫. কোন ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায়?
ক. Na
খ. Ca
গ. K
ঘ. Li

৫৬. কিটোনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
ক. কার্বক্সিল যৌগ
খ. 3° অ্যালকোহল
গ. অ্যালকেন যৌগ
ঘ. এস্টার যৌগ

৫৭. কোনটি মার্কের পর হাইড্রেল?
ক. 10% HCl
খ. 20% H2O2
গ. 40% H2SO4
ঘ. 30% H2O2

৫৮. ডাইক্রোমেট আয়ণ (Cr2O2-7) এর বর্ণ কিরূপ?
ক. কমলা
খ. সবুজ
গ. নীল
ঘ. হলুদ

৫৯. ইউরিয়ার আইসোমার কোনটি?
ক. KCNO
খ. C6H6
গ. NH4NO3
ঘ. NH4CNO

৬০. উর্টজ বিক্রিয়ায় কোন ধাতু ব্যবহৃত হয়?
ক. K
খ. Na
গ. Al
ঘ. Mg

৬১. 140°C তাপমাত্রায় অধিক পরিমাণে ইথানল ও স্বল্প পরিমাণ গাঢ় H2SO4 এর বিক্রিয়ার ফলে কি তৈরি হয়?
ক. ইথিলিন
খ. ডাই-ইথাইল ইথার
গ. ডাই-ইথাইল সালফেট
ঘ. ডাই-ইথাইল হাইড্রোজেন সালফেট

৬২. সাধারণ অ্যামিনোসমূহ নিম্নের কোন দ্রাবকটিতে দ্রবণীয়?
ক. 6% Na2CO3
খ. 5% Na2CO3
গ. 5% HCl
ঘ. 50% NaOH

৬৩. একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেক্ট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়- এটি কার নীতি?
ক. হুন্ড
খ. বোর
গ. ডাল্টন
ঘ. পলি

৬৪.আর্গনের ইলেক্ট্রন বিন্যাস কোনটি?
ক. [Ne] 3s13p6
খ. [Ne] 3s23p6
গ. [Ne] 3s23p6
ঘ. [Ne] 2s23p6

৬৫. 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি?
ক. O
খ. Ne
গ. Ni
ঘ. Mg

৬৬. 6 গ্রাম কার্বনে কয়টি কার্বন পরমাণু থাকবে?
ক. 6.023×1023
খ. 3.012×10-23
গ. 3.01×1023
ঘ. কোনটিই নয়

৬৭. NH3 কি ধরনের বিকারক?
ক. ইলেক্ট্রনাকর্ষী বিকারক
খ. কেন্দ্রাকর্ষীয় বিকারক
গ. লুই অম্ল
ঘ. ইলেক্ট্রন ঘাটতি সম্পন্ন বিকারক

৬৮. নিম্নের কোন বন্ধনটি সর্বাধিক দুর্বল শক্তি সম্পন্ন?
ক. আয়নিক বন্ধন
খ. সমযোজী বন্ধন
গ. ধাতব বন্ধন
ঘ. সন্নিবেশ বন্ধন

৬৯. কার্বন যৌগে কার্বনের কোন ধরনের সংকরণ অনুপস্থিত?
ক. sp3
খ. sp2d
গ. sp2
ঘ. sp

৭০. কোনটির রং কমলা?
ক. LiCl
খ. Na2CrO4
গ. KNO3
ঘ. Na2CO3

৭১. অবস্থান্তর ধাতু নয় কোনটি?
ক. Fe
খ. Mg
গ. Mn
ঘ. Pd

৭২. CuCl2.3Cu(OH) 2 আকরিকটির নাম কি?
ক. ক্রাইসোকোলা
খ. ম্যালাকাইট
গ. অ্যাজুরাইট
ঘ. অ্যাটাকামাইট

৭৩. 1°RX-এর সাথে HOএর বিক্রিয়াটি কোনটি?
ক. SN1 বিক্রিয়া
খ. SN2 বিক্রিয়া
গ. দুই ধাপ
ঘ. কার্বো ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে

৭৪. প্রোপানোন থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোপিন-২ আল সৃষ্টির ঘটনাকে কি বলে?
ক. আয়নাইজেশন
খ. মেটামারিজম
গ.টেটোমারিজম
ঘ. বহুরূপতা

৭৫. অ্যালকাইল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম যোগ করে রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়- এই বিক্রিয়াটির নাম কি?
ক. উর্টজ বিক্রিয়া
খ. কোব বিক্রিয়া
গ. রাইমার-টাইম্যান বিক্রিয়া
ঘ. কোনটিই নয়

৭৬. কোন পদার্থের দুই আণবিক ভর পরিমাণে মোল সংখ্যা কত হবে?
ক. 2
খ. 2 / আণবিক ভর
গ. 1
ঘ. আণবিক ভর / 2

৭৭. কোন একটি আয়নিত মৌলের পরমাণুতে ইলেক্ট্রন সংখ্যা 12, ঐ মৌলের প্রতীক কোনটি?
ক. Cr
খ. C
গ. Mg
ঘ. Ne

৭৮. 1 ডাল্টনের সমতূল্য কোনটি?
ক. 2 amu
খ. 12 g কার্বন
গ. 1 পরমাণু হিলিয়ামের ভর
ঘ. 1.6605×10-24 g কার্বন

৭৯. s-ব্লক এর মৌল কোনটি?
ক. Li
খ. Ti
গ. Si
ঘ. Ni

৮০. KMnO4 এ Mn এর জারণ সংখ্যা কত?
ক. 5
খ. 3
গ. 7
ঘ. +7

৮১. দুই মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি?
ক. PV = RT
খ. 2PV = RT
গ. ½ PV = RT
ঘ. PV = KRT

৮২. গ্রুপ IA এর মৌলগুলোকে কি বলা হয়?
ক. নিষ্ক্রিয় মৌল
খ. মৃৎক্ষার মৌল
গ. ক্ষার ধাতু
ঘ. অবস্তান্তর ধাতু

৮৩. রাসায়নিক বন্ধন কোন ধরনের শক্তি?
ক. স্থিতি শক্তি
খ. গতি শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. তাপ শক্তি

৮৪. ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী কোন এসিড?
ক. CI
খ. NH+4
গ. CO3
ঘ. H+

৮৫. কসমিক রশ্মি পরিমাপে ব্যবহৃত হয় কোনটি?
ক. He
খ. Ar
গ. Ne
ঘ. Kr

৮৬. মিউরেট অব পটাশ কোনটি?
ক. KCl
খ. CCl3-NO2
গ. CaCl2
ঘ. D2O

৮৭. ফ্লুথেন কোনটি?
ক. CHCl3
খ. CCl3-NO2
গ. CClF2
ঘ. CF3CHBrCl

৮৮. ইথানলের আইসোমার কোনটি?
ক. ডাই ইথাইল ইথার
খ. অ্যাসিটালডিহাইড
গ. ডাই মিথাইল ইথার
ঘ. অ্যাসিটিক এসিড

৮৯. গাছের পাতা ও বাকল থেকে অ্যালকায়েড জাতীয় ঔষধ নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে?
ক. বাষ্প পাতন
খ. উর্ধ্ব পাতন
গ. দ্রাবক নিষ্কাশন
ঘ. আংশিক পাতন

৯০. নিম্নের কোন যৌগটি সিলভার নাইট্রেটের সাথে লবণ উৎপন্ন করে?
ক. প্রোপিন
খ. বিউটাইন
গ. প্রোপিন
ঘ. বিউটাইন

৯১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক. লালমনিরহাট
খ. পঞ্চগড়
গ. ঠাকুরগাঁও
ঘ. নীলফামারী

৯২. বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট কে পেয়েছেন?
ক. মুরালিধরন
খ. ওয়াসিম আকরাম
গ. গ্লেন ম্যাকগ্রা
ঘ. জিম লেকার

৯৩. অন্ধকার-র সমার্থক শব্দ কোনটি?
ক. তিমির
খ. অলক
গ. অমর
ঘ. আদিত্য

৯৪. কোনটি সঠিক নয়?
ক. অতি+অন্ত = অত্যন্ত
খ. প্রতি+ঊষ = প্রত্যুষ
গ. মসী+আধার = মস্যাধার
ঘ. শম+কা = শঙ্কা

৯৫. কোনটি কর্ম কারকে শূণ্য বিভক্তি?
ক. ঘোড়াকে চাবুক মার
খ. ডাক্তার ডাক
গ. গাড়ি স্টেশন ছেড়েছে
ঘ. মুষলধারে বৃষ্টি পড়ছে

৯৬. সংশয়-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিস্ময়
খ. নির্ভয়
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়

৯৭. I heard you …….. yesterday afternoon.
ক. sing
খ. to sing
গ. sung
ঘ. was singing

৯৮. THe antonym of Abide- is
ক. Swallow
খ. Endure
গ. Reside
ঘ. Migrate

৯৯. Choose the best pari of Excite : Calm
ক. Restrain : Compose
খ. Agitate : Trouble
গ. Stimulate : Cool down
ঘ. Upset : Perturb

১০০. The meaning of White Elephant- is
ক. White colored elephant
খ. Black marketer
গ. A very costly burden
ঘ. A collector

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্ক পেতে এখানে যান: এখানে যান

আরো পড়ুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিট প্রশ্ন সমাধান ২০০৯-১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৬-১৭

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline