ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ খ / বি / B ইউনিট প্রশ্ন পত্র সমাধান ( সাধারণ জ্ঞান )
বি:দ্র: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৬-২০১৭ সেশনের ভর্তি পরীক্ষা বি ইউনিট প্রশ্ন সমাধান দেখুন এখানে
১. পন্ডিত অতীশ দীপংকরের জন্মস্থান?
উত্তর : বিক্রমপুর।
২. আড়িয়াল বিল?
উত্তর : মুন্সিগঞ্জ।
৩. বাংলাদেশেরর প্রাকৃতিক মৎস প্রজনন নদী??
উত্তর: হালদা।
৪.দুবলার চর?
উত্তর : সুন্দরবনের দক্ষিন উপকুলে।
৫. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে?
উত্তর : টোকিও।
৬. সমুদ্রবন্দর নেই?
উত্তর : আফগানস্তান।
৭. বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি?
উত্তর: মুশফিকুর রহিম।
৮.বিগ এপেল?
উত্তর : নিউইয়র্ক।
৯.যুক্তরাজ্য এর প্রধানমন্ত্রী?
উত্তর : তেরেসা মে।
১০. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন?
উত্তর : পদার্থবিদ।
১১. ফেলেপসের অলিম্পিক সোনা?
উত্তর: ২৩ টি।
১২. দীর্ঘতম দিন?
উত্তর : ২১ জুন।
১৩. পিরানহা কি?
উত্তর : মাছ।
১৪. মিয়ানমারের প্রেসিডেন্ট?
উত্তর : তিন কিয়াও।
১৫.ইন্টারপোল কি?
উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
১৬. তাহরির স্কয়ার?
উত্তর : কায়রো।
১৭. ওপেক & ককমনওয়েলথ ভুক্ত দেশ।
উত্তর : নাইজেরিয়া।
১৮. হোলসিংকি যে দেশের রাজধানী?
উত্তর: ফিনল্যান্ড।
১৯. উত্তরা গণভবন?
উত্তর : নাটোর।
২০. ব্রাজিল যার উপনিবেশ?
উত্তর : পর্তুগাল।
২১. সালভাদর ঢালি?
উত্তর : চিত্রশিল্পী।
২২. মেক্সিকোর প্রাচীন সভ্যতা?
উত্তর : আজটেক।
২৩. লুভ্যর মিউজিয়াম?
উত্তর : প্যারিস।
২৪. অলিখিত সংবিধান?
উত্তর : যুক্তরাজ্য।
২৫. প্রিজন নোটবুকের রচয়িতা?
উত্তর: আন্তনিও গ্রামসি।
২৬. রিখটারস্কেল মাপে?
উত্তর: ভুমিকম্প।
২৭. ব্রিকসের সদস্য?
উত্তর: দক্ষিন আফ্রিকা।
২৮. মানবাধিকার কমিশনের দপ্তর?
উত্তর: জেনেভা।
২৯. জাপানের অন্য নাম?
উত্তর: নিপ্পন।
৩০. ক্রিকেট পিচ?
উত্তর: ৬৬ ফিট।
৩১. লং ওয়াক টু ফ্রিডম বইয়ের রচয়িতা?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
৩২. বিজু পালিত হয়?
উত্তর: পহেলা বৈশাখে।
৩৩. কানাডার প্রধানমন্ত্রী?
উত্তর: জাস্টিন ট্রুডো।
৩৪. প্রথম নারী প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলংকা।
৩৫. অভিন্ন নদী?
উত্তর: ৫৪।
৩৬. রিপাবলিক এর রচয়িতা?
উত্তর: প্লেটো।
৩৭. নজরুল অভিনীত সিনেমা?
উত্তর: ধ্রুব।( ধুপছায়া অপশনে নাই)
৩৮. মাইকেল জর্ডান কি খেলে?
উত্তর: বাস্কেটবল।
৩৯. মধ্য এশিয়ার দেশ নয়?
উত্তর : আলজেরিয়া।
৪০.গারুদা বিমান সংস্থা?
উত্তর: ইন্দোনেশিয়া।
৪১. এডেন সমুদ্রবন্দর?
উত্তর : ইয়েমেন।
৪২. এ এফ পি কার সংবাদসংস্থা?
উত্তর: ফ্রান্স।
৪৩. গ্রীন পিস কি সংস্থা?
উত্তর: পরিবেশবাদী।
৪৪.জাতিয় স্মৃতি সৌধের স্থপতি?
উত্তর: মইনুল হোসেন।
৪৫. ইউরোপের বড় নদী?
উত্তর: ভলগা।
৪৬. ও আই সি কোথায়?
উত্তর : জেদ্দা।
৪৭. মহাস্থানগড় কোন নদীতীরে?
উত্তর : করতোয়া।
৪৮. ভারতের শেষ মোঘল সম্রাট?
উত্তর: ২য় বাহাদুর শাহ।
৪৯. বাংলার প্রথম নবাব?
উত্তর: মুরশিদকুলী খান।
৫০. সূর্যের নিকটতম গ্রহ?
উত্তর: বুধ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ খ / বি / B ইউনিট প্রশ্ন প্রত্র সমাধান ( বাংলা )
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ খ / বি / B ইউনিট প্রশ্ন প্রত্র সমাধান ( ইংরেজী / English)
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ খ / বি / B ইউনিট প্রশ্ন প্রত্র সমাধান ( সাধারণ জ্ঞান )
1 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭ খ / বি / B ইউনিট প্রশ্ন পত্র সমাধান ( সাধারণ জ্ঞান )"