ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিট প্রশ্ন ২০০৯ – ২০১০
বিষয়:
১. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) মহি+মা
খ) মহা+ইমা
গ) মহা+ইমন
- ঘ) মহৎ+ইমন
ঙ) ম+হিমা
লিঙ্ক : প্রকৃতি-প্রত্যয়
২. প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্গের উচ্চারণকালের এদের সঙ্গে প্রাণ বা শ্বাস বায়ু বেশী বের হয় বলে
এগুলোকে বলা হয়:
ক) নাসিক্য বর্ণ
খ) অল্প প্রাণ বর্ণ
গ) ঘৃষ্ট বর্ণ
ঘ) স্পৃষ্ট বর্ণ
- ঙ) মহাপ্রাণ বর্ণ
লিঙ্ক : ধ্বনি ও বর্ণ প্রকরণ ও উচ্চারণবিধি
৩. ‘সাক্ষীগোপাল’- এর অর্থ:
ক) সক্রিয় দর্শক
খ) কর্তব্যবিমুখ
গ) অলস ব্যক্তি
- ঘ) নিষ্ক্রিয় দর্শক
ঙ) কর্তব্যপরায়ণ
লিঙ্ক : বাগধারা
৪. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) ইন্দু
খ) কলাভৃৎ
গ) সোম
ঘ) কলাধর
- ঙ) বিভাকর
লিঙ্ক : সমার্থক শব্দ
৫. ‘ফের যদি আসি, তবে সিঁধকাটি সঙ্গে করিয়াই আসিব’- এটি কার উক্তি?
ক) হৈমন্তীর
খ) অপুর
গ) বনমালী বাবুর
- ঘ) গৌরীশংকর
ঙ) হৈমন্তীর শ্বশুরের
লিঙ্ক : হৈমন্তী
৬. ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ:
ক) বৃষভ
খ) এলানো
গ) ঋজু
- ঘ) হোমক
ঙ) নোয়া
লিঙ্ক : সমার্থক শব্দ
৭. ‘মাতৃ হৃদয়ের পক্ষপাতিত্ব নেই’- এ বাক্যটি কোন প্রবন্ধ/ গল্পের অংশ?
ক) সৌদামিনী মালো
- খ) অর্ধাঙ্গী
গ) শকুন্তলা
ঘ) হৈমন্তী
ঙ) বিলাসী
লিঙ্ক : অর্ধাঙ্গী
৮. ‘শর্বরী’ কথাটির অর্থ:
- ক) রাত
খ) শিকারী
গ) চাঁদ
ঘ) আলোক বর্তিকা
ঙ) বন্দর
লিঙ্ক : সমার্থক শব্দ/ (১ম পত্র)
৯. গুরুজনে ভক্তি কর- ‘গুরুজনে’ কোন কারক?
ক) কর্তৃকারক
খ) করণকারক
- গ) কর্মকারক
ঘ) সম্প্রদানকারক
ঙ) অপাদান কার
লিঙ্ক : কারক ও বিভক্তি
ব্যাখ্যা : কাকে (ভক্তি) কর? গুরুজনকে।- তাই এটা কর্মকারক। গুরুজনকে সম্মান দেয়ার মধ্যে স্বত্ব ত্যাগ করে দেয়ার কোন বিষয় নেই। তাই এটা সম্প্রদান কারক হবে না। নিজের কোনো সম্পত্তির স্বত্ব ত্যাগ করে কাউকে দান করলে সেটা সম্প্রদান কারক হবে।
১০. ‘হা-ভাত’ এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
ক) হা ও ভাত
- খ) ভাতের অভাব
গ) হাতে ভাত
ঘ) যেই হা সেই ভাত
ঙ) হা করে খাওয়া ভাত
লিঙ্ক : সমাস
১১. ‘পেয়ারা’ শব্দটি কোন ভাষা হতে আগত?
ক) হিন্দি
খ) উর্দু
গ) গ্রিক
- ঘ) পর্তুগিজ
ঙ) ফারসি
লিঙ্ক : পর্তুগিজ শব্দ
১২. ‘শিক্ষককে সকলেই সম্মান করে’- এটি কোন বাচ্যের উদাহরণ?
- ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
ঙ) কর্মকর্তৃবাচ্য
লিঙ্ক : কর্তৃবাচ্য
ব্যাখ্যা : এখানে ‘সম্মান করা’র কাজটি ‘সকলে’ সরাসরি সম্পাদন করছে। এবং ক্রিয়াপদ ‘সম্মান করে’ ‘সকলেই’ কর্তাপদের অনুগামী। তাই এটি কর্তৃবাচ্য। কর্মবাচ্যে বাক্যটি হতো- ‘শিক্ষক সকলের দ্বারা সম্মানিত হন।’ অর্থাৎ, ক্রিয়া সরাসরি কর্তা দ্বারা সম্পাদিত হতো না।
১৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) তদ+কাল=তৎকাল
খ) সম+তান=সন্তান
- গ) গো+পদ=গোস্পদ
ঘ) অন্তঃ+ধান=অন্তর্ধান
ঙ) পরি+ঈক্ষা=পরীক্ষা
লিঙ্ক : নিপাতনে সিদ্ধ সন্ধি
১৪. প্রমথ চৌধুরী কোন সাহিত্যের আদর্শে উজ্জীবিত?
- ক) ধ্রুপদী
খ) মধ্যযুগীয়
গ) বর্তমান
ঘ) ফারসি
ঙ) সংস্কৃত
লিঙ্ক : সাহিত্যে খেলা>লেখক পরিচিতি
১৫. ‘নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা’- ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক) করণে শূণ্য
- খ) কর্মে শূণ্য
গ) অপাদানে শূণ্য
ঘ) সম্প্রদানে শূণ্য
ঙ) কর্তায় শূণ্য
লিঙ্ক : কারক ও বিভক্তি
ব্যাখ্যা : কী চলেছি? রাস্তা চলেছি।- তাই এটি কর্মকারক। আবার যদি হতো ‘রাস্তা দিয়ে চলেছি’, তাহলে করণ কারক হয়ে যেতো। আবার, ‘রাস্তায় চলেছি’ থাকলে হতো অধিকরণ কারক।
১৬. ‘একটি তুলসী গাছের কাহিনী’- রচনাটি সৈয়দ ওয়ালীউল্লাহর কোন রচনার অন্তর্গত?
- ক) দুই তীর ও অন্যান্য গল্প
খ) তরঙ্গভঙ্গ
গ) চাঁদের অমাবস্যা
ঘ) কাঁদো নদী কাঁদো
ঙ) বহিপীর
লিঙ্ক : একটি তুলসী গাছের কাহিনী
১৭. ‘বঙ্গভাষা’ কাবতায় ‘কুললক্ষী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) বঙ্গলক্ষী
খ) ভাষাদেবী
গ) সরস্বতী
- ঘ) দেবী
ঙ) কবির স্ত্রী হেনরিয়েটা
লিঙ্ক : বঙ্গভাষা
১৮. ‘একটি ফটোগ্রাফ’ যে কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
ক) বন্দী শিবির থেকে
খ) বিধ্বস্ত নীলিমা
গ) দুঃসমেয়র মুখোমুখি
- ঘ) এক ফোঁটা কেমন অনল
ঙ) নিজ বাসভূমে
লিঙ্ক : একটি ফটোগ্রাফ
১৯. কোনটি সঠিক বানান?
- ক) পৌনঃপুনিক
খ) পুনঃপৌনিক
গ) পূনঃপৌনিক
ঘ) পুনপুনিক
ঙ) পূনপুণিক
লিঙ্ক : শুদ্ধি-অশুদ্ধি
২০. ‘অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে’- উক্তিটির লেখক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) দীনেশচন্দ্র সেন
গ) প্রমথ চৌধুরী
- ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঙ) আবুল ফজল
লিঙ্ক : বিলাসী
২১. ‘সেতারা হেলাল এখনো উঠেনি জেগে’- উক্ত লাইনটিতে কি ভাব ব্যক্ত করা হয়েছে?
ক) আশা
খ) উদ্যম
গ) উৎসাহ
ঘ) উদ্দীপনা
- ঙ) উদ্বেগ
লিঙ্ক : পাঞ্জেরী
২২. কাজী নজরুল ইসলামের ‘জীবন বন্দনা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- ক) সন্ধ্যা
খ) অগ্নিবীণা
গ) ছায়ানট
ঘ) দুর্দিনের যাত্রী
ঙ) বিষাদ সিন্ধু
লিঙ্ক : জীবন বন্দনা
২৩. ‘সন্ধি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে:
ক) সন+ধি
খ) সম+ধি
- গ) সম্+ধি
ঘ) সং+ধি
ঙ) সন+ধি
লিঙ্ক : ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি (নিয়ম ৪)
ব্যাখ্যা : ‘ম’ এরপরে কোনো বর্গীয় ধ্বনি আসলে (প্রথম ২৫টি ব্যঞ্জনধ্বনি) ‘ম’ সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়ে যায়। এখানে ‘ধ’ ত-বর্গীয় ধ্বনি। তাই ‘ম’ ত-বর্গের নাসিক্য ধ্বনি ‘ন’ হয়ে গেছে।
২৪. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?
ক) পল্লীসমাজ
খ) দেনাপাওনা
- গ) নৌকাডুবি
ঘ) গৃহদাহ
ঙ) দত্তা
লিঙ্ক : বিলাসী>লেখক পরিচিতি
২৫. ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
- ক) মাত্রাবৃত্ত ছন্দ
খ) গদ্য ছন্দ
গ) অক্ষরবৃত্ত ছন্দ
ঘ) মুক্তক অক্ষরবৃত্ত ছন্দ
ঙ) অমিত্রাক্ষর ছন্দ
লিঙ্ক : পাঞ্জেরী
Read the following passage and answer the questions 1 through 5 :
The consequences of global warming can no longer be ignored. Islands are sinking into the sea. The entire world knows the disaster to be caused by global warming. As the sea level continues to rise, many countries including Bangladesh face the prospect of partially or fully disappearing into the sea. The prospect of Bangladesh leasing 20 per cent of its islands would spell disaster for at least 20 per cent. of the over 150 million people. At least twenty per cent of the earth’s land space is similarly threatened by global warming. The consequences for the countries to be submerged by the sea partially or fully would be disastrous Global warming would not space even same of the cities of relatively more developed countries. Among also face the grim prospects.
Climate change, no doubt calls for a collective response from the international community. Experts have called for a drastic reduction in fossil fuel. But there has been of action and more of lip-service so far. The United States is responsible for approximately one-fourth of world’s carbon dioxide emission.
In the twentieth century, global warming doubted from 0.4 degrees to 0.8. But the temperature would rise sharply, unless checked, in the coming years. By 2100, the sea level is expected to rise by 60 centimeters. In the words case scenario, however, the sea, could rise by 3.5 meters due to the melting of ice caps in Artic and Antarctic. Global warming is causing droughts in many parts of the earth. A change in manful patterns has become a matter of worry across the world. Global warming is also adversely affecting agriculture.
1. What should be the most appropriate title of the passage?
a. Consequences of Global Warming
b. Causes of Global Warming
c. Threats of Drought
d. Sharp Rise in Temperature
e. Adverse Effects on Agriculture
2. What is the meaning of the word “Lip-ser-vice” in the second paragraph of the passage?
a. A plan following by actions
b. A Promise with commitment
c. A blank firing
d. A promise not following by sections
e. Lagging behind
3. What was the rate of increase in global warming in the last century?
a. 20%
b. 40%
c. 60%
d. 80%
e. 100%
4. What is the critical message of the passage?
a. Global warming is having an adverse effect an agriculture
b. Global warming is causing droughts in many y parts of the earth
c. Global warming is changing the patterns of rainfall in many parts of the earth.
d. The US responsible for 25% of the global warming
e. A collective efforts is needed from the international community towards combating the effects of global warming
5. What is the main cause of global warming inferred as from the passage.
a. A continued rise in sea levels
b. Emission of carbon dioxide
c. Melting of Ice-caps carbon d the pioneer continuants.
d. Frequent droughts in many parts of the each
e. Clarets in the pattern of rainfall
Find the best alternatives (s) to fill in the blanks (Questions 6 through 12)
6. When Bilal called me —– that we — fishing soon.
a. remembered/ had gone
b. was remembering/would be going
c. remembered /would go
d. remember / will be going
e. had remembered / will go
7. You should refrain yourself —- smoking.
a. to
b. from
c. of
d. at
e. in
8. The fact ———- money orders can usually be easily cashed has made them a popular from of payment.
a. of
b. that
c. is that
d. which is
e. of the matter that
9. ———- that life began billions of years ago in the water.
a. It is believed
b. In the belief
c. The belief
d. believing
e. of the belief
10. Questions on writing ability are framed to test your writing skills ——– on correct usage of grammar, punctuation composition and syntax.
a. with emphasis
b. to be emphasized
c. reported
d. seen
e. invited
11. The government, ——– UN Millennium Development Goals, approved and has started implementation of the full-PRSP.
a. as dictated
b. in line with
c. as a support to
d. consistent with
e. with
12. The economy of Bangladesh experienced an upward trend mainly —— abnormal price hike of oil and other essential imported commodities in international market.
a. upon
b. due to
c. as a result of
d. consistent with the
e. responsible for
13 . Rich countries can sometimes afford to take measures to effect cultural intrusion. Which of the following word best describe the meaning of the word in bold?
a. counterbalance
b. barter
c. normalize
d. monitor
e. prevent
14. Being “down-to-earth” means
a. Close to nature
b. hopeful
c. Thrown to the ground
d. Soft hearted
e. Realistic
Fine out correct sentence from the following (Questions 15 through 19)
15.
a. Rahim left for home after the storm had stopped.
b. Rahim leaves home after the storm stopped.
c. Rahim had left home after the storm stopped.
d. Rahim had left home after the storm had stopped.
e. Rahim left for home after the storm has stopped.
16.
a. I like to get for the truth
b. I like to get down the truth
c. I like to get about the truth
d. I like to get at the truth
e. I like to get on the truth
17.
a. He agreed at my proposal
b. He agreed for my proposal
c. He agreed to my proposal
d. He agreed with my proposal
e. He agreed from my proposal
18.
a. He ran for debt
b. He ran at debt
c. . He into for debt
d. He ran from debt
e. He ran after debt
19.
a. Karim takes pride for wealth
b. Karim takes pride over wealth
c. Karim takes pride from wealth
d. Karim takes pride at wealth
e. Karim takes pride in wealth
Choose the pair that express in relationship similar to the one expressed by the capitalized pair (Questions 20 the through 21)
20. ITINERARY : SRIP
a. Lottery : Change
b. Signal : Light
c. Agenda : Meeting
d. Railroad : Transportation
e. University : Education
21. LIMERICK : POEM
a. Motif : Symphony
b. Prologue : Play
c. Catch : Song
d. Sequence : Sonnet
e. Epigraph : Novel
Find the antonym of the following (Questions 22 through 23)
22. Flawlessness
a. Excellence
b. Imperfectness
c. Accurateness
d. Faultlessness
e. Prevision
23. Approach
a. Come
b. Retract
c. Decrease
d. Move
e. Reward
Find the synonym of the following (Questions 24 to 25)
24. Pungent
a. Tide
b. Rain
c. Overpowering
d. Bland
e. Good
25. Aroma
a. Food
b. Fruits
c. Colorless
d. Fragrance
e. Utility
১. ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকা চেক একজনকে দিয়েছে যেটি এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবদ ৩০০ টাকা দেখিয়েছে। ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?
ক. ৫,৩৮০
- খ. ৬,৫৮০
গ. ৩,৬২০
ঘ. ৩,০২০
ঙ.৭,১৮০
লিঙ্ক : ব্যাংক সমন্বয় বিবরণী
ব্যাখ্যা : (৪৮০০+১৪৮০+৬০০-৩০০) =৬৫৮০
২. বাকিতে পণ্য বিক্রয় মৌলিক হিসাববিজ্ঞান সমীকরণের উপর নিম্নের কোন প্রভাব ফেলবে?
ক. সম্পদ বৃদ্ধি ও মালিকের স্বত্ত্ব হ্রাস
- খ. সম্পদ বৃদ্ধি ও মালিকের স্বত্ত্ব বৃদ্ধি
গ. সম্পদ হ্রাস এবং দায় বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি
ঙ.সম্পদ, দায় এবং মালিকের স্বত্ত্ব অপরিবর্তিত
লিঙ্ক : হিসাব সমীকরণ
৩. যে সকল হিসাবের সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে, তা হল-
ক. সম্পদ, ব্যয় এবং আয়
খ. সম্পদ, ব্যয় এবং পরিশোধিত মূলধন
গ. সম্পদ, দায় এবং লভ্যাংশ
ঘ. সম্পদ, ব্যয় এবং লভ্যাংশ
- ঙ.সম্পদ, লাভ-লোকসান আবণ্টন এবং ব্যয়
লিঙ্ক : হিসাব
৪. টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নিচে আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে যথাক্রমে-
ক. কম প্রদর্শিত, বেশি প্রদর্শিত
খ. কম প্রদর্শিত, কম প্রদর্শিত
- গ. বেশি প্রদর্শিত, কম প্রদর্শিত
ঘ. বেশি প্রদর্শিত, বেশি প্রদর্শিত
ঙ.কম প্রদর্শিত, শূণ্য প্রদর্শিত
লিঙ্ক : উৎপাদন ব্যয় হিসাব
ব্যাখ্যা : সমাপনী মজুদ পণ্য কম দেখানোর ফলে বিক্রীত পণ্যের ব্যয় বেশি প্রদর্শিত হয় এবং নিট আয় কম প্রদর্শিত হয়।
৫. হিসাবকাল শেষে সমন্বয় লিখনকালে কি ঘটে?
ক. সব সময় উদ্বৃত্তপত্রের কমপক্ষে দুটো হিসাব জড়িত হয়
খ. সব সময় নগদান হিসাবকে সমন্বয় করে
- গ. সব সময় কমপক্ষে আয় বিবরণীর একটি উদ্বৃত্ত পত্রের হিসাব জড়িত হয়
ঘ. সব সময় কমপক্ষে দুটো আয় বিবরণী হিসাবকে সমন্বয় করে
ঙ.কোনটিই সঠিক নয়
লিঙ্ক : জাবেদা
ব্যাখ্যা : (সমন্বয় জাবেদা অংশ)
৬. কোন কোম্পানির নিট আয় ২৪,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির মুনাফার হার কত?
ক. ১২%
খ. ১০%
- গ. ৬%
ঘ. ৯%
ঙ.৬.৫%
লিঙ্ক : অনুপাত
ব্যাখ্যা : (নিট আয়/নিট বিক্রয়)*১০০ = (২৪,০০০/৪০০,০০০)*১০০ = ৬%
৭. কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?
ক. ১ বছর
খ. ১ মাস
গ. ৬ মাস
ঘ. ২ বছর
- ঙ.যে কোন সময়কালের জন্য যেটি উপযুক্ত বলে বিবেচনা করা হয়
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
ব্যাখ্যা : (হিসাবকাল ধারণা অংশ)
৮. কোন হিসাবটি হিসাব বছরের শেষে বন্ধ করে দেয়া হয়?
ক. মূলধন
খ. আসবাবপত্র
গ. চলতি সম্পদ
ঘ. উত্তোলন
- ঙ.নগদ হিসাব
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
ব্যাখ্যা : নগদান হিসাব একটি অস্থায়ী হিসাব।
৯. হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী নিম্নের কোন বিবৃত ভুল-
ক. ব্যবস্থাপনা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী
খ. কর কর্তৃপক্ষহলো বহিঃস্থ ব্যবহারকারী
- গ. কর্মচারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী
ঘ. কোম্পানির শেয়ারহোল্ডার বহিঃস্থ ব্যবহারকারী
ঙ.পাওনাদার হলো বহিঃস্থ ব্যবহারকারী
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
১০. রেওয়ামিলের দু’দিক মিলবে না যদি-
ক. আসবাবপত্র ক্রয় পণ্য হিসাবে লিপিবদ্ধ হয়
- খ. বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়
গ. বাকিতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নগদান হিসাবে ক্রেডিট করা হয়
ঘ. অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করা হয়
ঙ.একজন খরিদ্দারের নিকট থেকে প্রাপ্ত টাকা অন্য একজন খরিদ্দারের হিসাবে ক্রেডিট করা হয়
লিঙ্ক : রেওয়ামিল
ব্যাখ্যা : অন্যান্য ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না।
১১. মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়?
ক. ব্যয়নীতি
- খ. রক্ষণশীলতার নীতি
গ. সামঞ্জস্যনীতি
ঘ. সত্ত্বা নীতি
ঙ.প্রকাশ নীতি
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
১২. সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কালে কোন বিষয়টি বিবেচিত হয় না-
- ক. বার্ষিক মুদ্রস্ফীতির সূচক
খ. সম্পত্তির ক্রয়মূল্য
গ. সম্পত্তির আনুমানিক নিঃশেষিত মূল্য
ঘ. সম্পত্তির আনুমানিক কার্যকাল
ঙ.উপরের সবগুলিই বিবেচিত হয়
লিঙ্ক : অবচয়
১৩. সুনাম একটি
ক. চলতি সম্পত্তি
খ. তরল সম্পত্তি
- গ. কাল্পনিক সম্পত্তি
ঘ. অস্পর্শনীয় সম্পত্তি
ঙ.বিলম্বিত ব্যয়
লিঙ্ক : সম্পত্তি, দায় ও মূলধন
১৪. চলতি মূলধন বলতে বুঝায়-
ক. মোট সম্পত্তি বাদ মোট দায়
খ. মোট সম্পত্তি বাদ চলতি দায়
- গ. চলতি সম্পত্তি বাদ চলতি দায়
ঘ. তরল সম্পত্তি বাদ চলতি দায়
ঙ.মোট সম্পত্তি বাদ দীর্ঘ মেয়াদী দায়
লিঙ্ক : সম্পত্তি, দায় ও মূলধন
১৫. কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না-
ক. লভ্যাংশ প্রদান
খ. পাওনাদারের দাবী পরিশোধ
গ. বীমা প্রিমিয়াম প্রদান
- ঘ. কুঋণ অবলোপন
ঙ.অগ্রিম প্রদত্তভাড়া
লিঙ্ক : সঞ্চিতি
ব্যাখ্যা : কুঋন একটি অদৃশ্যমান খরচ।
১৬. সাধারণত কোন হিসাবটির ক্রেডিট উদ্বৃত্ত থাকে-
ক. নগদ তহবিল
খ. আসবাবপত্র
গ. যন্ত্রপাতি
- ঘ. বকেয়া বেতন
ঙ.সুনাম
লিঙ্ক : হিসাব
ব্যাখ্যা : বকেয়া বেতন কারবারের একটি দায়। তাই এটি ক্রেডিট উদ্বৃত্ত দেখায়।
১৭. আয় অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে বলে-
ক. অনুপার্জিত আয়
খ. অগ্রিম আয়
- গ. বকেয়া আয়
ঘ. সেবা আয়
ঙ.পরিকল্পিত আয়
লিঙ্ক : জাবেদা
ব্যাখ্যা : (সমন্বয় জাবেদা অংশ)
১৮. হাসানের নিকট থেকে ঋণ গ্রহণের জাবেদা হবে-
ক. হাসান ডেবিট, নগদ ক্রেডিট
খ. নগদ ডেবিট, ঋণ ক্রেডিট
গ. নগদ ডেবিট, প্রদেয় বিল ক্রেডিট
ঘ. নগদ ডেবিট, হাসান ক্রেডিট
- ঙ.নগদ ক্রেডিট,হাসানের ঋণ ডেবিট
লিঙ্ক : জাবেদা
১৯. একটি কোম্পানির উদ্বৃত্ত পত্রে নিম্নোক্ত তথ্যসমূহ হয়েছে। নগদান ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকা; প্রদেয় বিলসমূহ ১০,০০০; সুনাম ১৫,০০০; দেনাদার ১০,০০০। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?
ক. ২:১
খ. ৩:১
- গ. ৪:১
ঘ. ১:১
ঙ.৩:২
লিঙ্ক : অনুপাত
ব্যাখ্যা : চলতি অনুপাত = চলতি সম্পত্তিসমূহ / চলতি দায়সমূহ
= (১০,০০০+২০,০০০+১০,০০০)/ ১০,০০০
= ৪:১
নোট : চলতি সম্পত্তিসমূহ = নগদান ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকা; দেনাদার ১০,০০০।
চলতি দায়সমূহ = প্রদেয় বিলসমূহ ১০,০০০
২০. হিসাব বছরের মোট আয় হতে ঐ বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নীট মুনাফা নির্ণয় করা হয়। ইহা হিসাব বিজ্ঞানের কোন নীতির আওতাভুক্ত?
ক. চলমান কারবার নীতি
- খ. ম্যাচিং নীতি
গ. ব্যয় নীতি
ঘ. ব্যবসায়িক নীতি
ঙ.আয় স্বীকার নীতি
লিঙ্ক : হিসাববিজ্ঞানের ধারণা সংক্রান্ত কাঠামো
২১. কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করে তাকে বলা হয়-
ক. নিবন্ধিত মূলধন
- খ. বিলিযোগ্য মূলধন
গ. তলবকৃত মূলধন
ঘ. পরিশোধিত মূলধন
ঙ.সংরক্ষিত মূলধন
লিঙ্ক: শেয়ার ও শেয়ার ইস্যু
২২. কোনটি মুনাফা জাতীয় খরচ?
ক. মেশিন ক্রয়ের জন্য ব্যয়
খ. মেশিনের পরিবহন ব্যয়
গ. মেশিন সস্থাপন মজুরি
- ঘ. মেশিনের বীমা খরচ
ঙ.মেশিনের জাহাজ ভাড়া
লিঙ্ক : মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়
ব্যাখ্যা : মেশিনের বীমা খরচ এর প্রভাব একটি হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যায়।
২৩. কোনটি লেনদেন নয়?
ক. বাকিতে মাল ক্রয় করা হলে
খ. দালান কোঠার উপর ১০% হারে অবচয় ধার্য করা হলো
গ. গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো
ঘ. ভাড়া প্রদেয় হয়েছে, কিন্তু এখনও প্রদান করা হয়নি
- ঙ.গত বছরের তুলনায় এ বছর বিক্রি ৭,০০০ টাকা কম হয়েছে
লিঙ্ক : লেনদেন
ব্যাখ্যা : এখানে কেবল পূর্ববর্তী বছরে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে বর্তমান বছরের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তুলনা করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয়নি।
২৪. কোনটি দায় নয়?
ক. বকেয়া বেতন
খ. প্রদেয় বিল
গ. অনার্জিত আয়
- ঘ. অগ্রিম প্রদত্ত ভাড়া
ঙ.প্রদেয় হিসাব
লিঙ্ক : সম্পত্তি, দায় ও মূলধন
ব্যাখ্যা : অগ্রিম প্রদত্ত ভাড়া ব্যবসায়ের একটি সম্পত্তি।
২৫. ডিসেম্বর ১৫, ২০০৮ তারিখে উত্তরা কোম্পানি জনৈক খরিদ্দারের নিকট থেকে ডিসেম্বর ২৮, ২০০৮ তারিখে সম্পাদনের জন্য একটি কার্যাদেশ পেল। আগেই অনেক কার্যাদেশ জমা পড়ে থাকায় জানুয়ারি ৩, ২০০৯ তারিখের পূর্বে কোম্পানি কার্যটি সম্পন্ন করতে পারল না। উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য জানুয়ারি ৬, ২০০৯ তারিখে একটি চেক পাঠাল। ৮ জানুয়ারি ২০০৯ তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল, ১০ তারিখে তা ভাঙিয়ে নিল। এক্ষেত্রে উত্তরা কোম্পানি কখন সেবা-আয় হিসাবভুক্ত করবে-
ক. ডিসেম্বর ১৫, ২০০৮
খ. ডিসেম্বর ২৮, ২০০৮
- গ. জানুয়ারি ৩, ২০০৯
ঘ. জানুয়ারি ৮, ২০০৯
ঙ.জানুয়ারি ১০, ২০০৯
লিঙ্ক : অব্যবসায়ী প্রতিষ্ঠান
ব্যাখ্যা : সেবা-আয় অর্জিত হয়েছে জানুয়ারি ৩, ২০০৯ তারিখে।
১. সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিময় মাধ্যম কোনটি?
ক) চেক
খ) ড্রাফট
গ) বিল
ঘ) ট্রাভেলার’স চেক
- ঙ) নগদ অর্থ
ব্যাখ্যা : নগদ অর্থ সরাসরি হস্তান্তর ঝুঁকিপূর্ণ। অন্যদিকে চেক, ড্রাফট, বিল, ট্রাভেলার’স চেক ইত্যাদি সাধারণত ব্যাংকের মাধ্যমে বিনিময় করা হয় ফলে তা নগদ অর্থ অপেক্ষা অধিক নিরাপদ।
২. ব্যাংক তহবিল এর প্রাথমিক ব্যবহার হচ্ছে
- ক) ঋণ দান
খ) বিল বাট্টাকরণ
গ) মুনাফা জমাকরণ
ঘ) স্থায়ী সম্পত্তি ক্রয়
ঙ) লভ্যাংশ প্রদান
ব্যাখ্যা : ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ ও ঋণদান। সুদের বিনিময়ে ঋণদান করে ব্যাংক প্রত্যাশিত মুনাফা অর্জনে সচেষ্ট থাকে। তাই ব্যাংক তহবিলের প্রাথমিক ব্যবহার হচ্ছে ঋণদান।
৩. বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) শিল্প মন্ত্রণালয়
- খ) অর্থ মন্ত্রণালয়
গ) শিক্ষা মন্ত্রণালয়
ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
ঙ) সমাজ কল্যাণ মন্ত্রণালয়
লিঙ্ক : বীমা
ব্যাখ্যা : বাংলাদেশের বীমা কোম্পানিগুলো বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল।
৪. বর্তমানে SIBL এর পূর্ণরূপ হল
- ক) সোস্যাল ইসলামী ব্যাংক লি:
খ) সোস্যাল আইডিয়াল ব্যাংক লি:
গ) সোস্যাল ইনডিপেন্ডেন্ট ব্যাংক লি:
ঘ) সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি:
ঙ) সোস্যাল ইন্ড্রাস্ট্রিয়াল ব্যাংক লি:
ব্যাখ্যা : বর্তমানে SIBL এর পূর্ণ রূপ সোস্যাল ইসলামী ব্যাংক লি:। পূর্বে ছিল সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি:।
৫. বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে?
ক) হিসাব খোলা
খ) ভোক্তার ঋণ
গ) গাড়ি ঋণ
- ঘ) রেপো
ঙ) ইন্টারনেট ব্যাংকিং
লিঙ্ক : ব্যাংক
৬. কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়?
ক) খোলা বাজার কার্যক্রম
খ) ব্যাংক হার
গ) নৈতিক প্রভাব
ঘ) পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত
- ঙ) মানি এট কর এন্ড শর্ট নোটিশ
লিঙ্ক : কেন্দ্রীয় ব্যাংক
ব্যাখ্যা : দেশের অভ্যন্তরে ঋণের যোগান বা মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্যস্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা-প্রচেষ্টাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারের মধ্যে অন্যতম হল ব্যাংক হার, খোলাবাজার কার্যক্রম, পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত, নৈতিক প্রভাব ইত্যাদি। কিন্তু মানি এট কল এন্ড শর্ট নোটিশ– ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার বা পদ্ধতি নয়।
৭. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর?
ক) ৩
খ) ৫
- গ) ৪
ঘ) ৬
ঙ) ২
লিঙ্ক : কেন্দ্রীয় ব্যাংক
৮. দ্বৈত বীমা ধারণাটার প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে :
ক) নৌ-বীমা
খ) অগ্নি-বীমা
- গ) জীবন-বীমা
ঘ) রপ্তানি-বীমা
ঙ) শস্য-বীমা
লিঙ্ক : জীবন বীমা
ব্যাখ্যা : কোনো বীমাগ্রহীতা তার জীবন বা সম্পত্তি দু’টি বা একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করলে তাকে দ্বৈত বীমা বলে। জীবন বীমার ক্ষেত্রে কোনো ব্যক্তি তার জীবন একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করতে পারে।
৯. বীমার প্রধান কাজ হচ্ছে
ক) নিশ্চয়তা প্রদান
- খ) ক্ষতিপূরণ
গ) দক্ষতা বৃদ্ধি
ঘ) অর্থনৈতিক অগ্রগতি
ঙ) পুঁজি সরবরাহ
লিঙ্ক : বীমা
১০. যখন একজন বীমাকারী তার গৃহীত ঝুঁকির কোন অংশ অন্য বীমাকারীর কাছে হস্তান্তর করে তাকে বলা হয়
- ক) পুনঃবীমা
খ) দ্বৈতবীমা
গ) আইন বীমা
ঘ) মুনাফা ক্ষতির বীমা
ঙ) ক্রেডিট গ্যারান্টি স্কিম
লিঙ্ক : পুনঃবীমা
১১. PSI বলতে বুঝায়
ক) পারচেইজ সিপ ইন্সট্রুমেন্ট
খ) প্রি শিপমেন্ট ইমপোর্ট
গ) প্রি সিস্টেম ইমপোর্ট
- ঘ) প্রি শিপমেন্ট ইন্সপেকশন
ঙ) পিরিওডক্যাল শিপমেন্ট ইন্সপেকশন
লিঙ্ক : আন্তর্জাতিক ব্যবসায়
ব্যাখ্যা : পণ্য মূল্যায়নে অনিয়ম তদন্তের দায়িত্ব দেওয়া হয়- PSI (Pre-Shipment Inspection) কোম্পানিকে। PSI বাংলাদেশে চালু হয় ২০০১ সালে।
১২. কোম্পানির Birth Certificate হল-
- ক) নিবন্ধনপত্র
খ) বিবরণী পত্র
গ) কার্যারম্ভের অনুমতিপত্র
ঘ) স্মারকলিপি
ঙ) পরিমেল নিয়মাবলী
লিঙ্ক : কোম্পানি
ব্যাখ্যা : নিবন্ধনপত্র পাওয়ার পর কোম্পানি কাজ শুরু করতে পারে। কোম্পানির অস্তিত্বের প্রশ্নে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এর মাধ্যমে কোম্পানির কৃত্তিম ব্যক্তিসত্ত্বা সৃষ্টি হয়।
১৩. প্রেষণার Two-Factor তত্ত্ব প্রবর্তন করেন-
ক) মাসলো
খ) ক্রম
- গ) হার্জবার্গ
ঘ) ম্যাকগ্রেগর
ঙ) ম্যাকলেল্যান্ড
লিঙ্ক : প্রেষণা
ব্যাখ্যা : প্রেষণার Two-Factor তত্ত্ব প্রবর্তন করেন ফ্রেডারিক ইরভিং হার্জবার্গ, ১৯৫৯ সালে।
১৪. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হচ্ছে :
ক) ঋণ নিয়ন্ত্রণ
খ) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
গ) ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ
- ঘ) শেয়ার বাজার নিয়ন্ত্রণ
ঙ) অর্থনৈতিক স্থিতিশীলতা
লিঙ্ক : শেয়ার বাজার
ব্যাখ্যা : দেশের স্টক এক্সচেঞ্জকে বা শেয়ার বাজারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য ১৯৯৩ সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আইনের আওতায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়। ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা কেন্দ্রীয় ব্যাংকের কাজের আওতাভুক্ত।
১৫. কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
ক) বাংলাদেশ শিল্প ব্যাংক
- খ) বাংলাদেশ কমার্স ব্যাংক
গ) বাংলাদেশ কৃষি ব্যাংক
ঘ) বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
- ঙ) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
লিঙ্ক : ব্যাংকিং
ব্যাখ্যা : বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক ৫টি-
বাংলাদেশ শিল্প ব্যাংক
বাংলাদেশ কৃষি ব্যাংক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
ব্যাংক অব স্মল ইন্ড্রাটিজ এন্ড কমার্স বাংলাদেশ লিমিটেড
১৬. শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে :
ক) অর্থ মন্ত্রণালয়
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) বিনিয়োগ ব্যাংক
ঘ) ব্যাংকার্স এসোসিয়েশন
- ঙ) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
লিঙ্ক : শেয়ার বাজার
ব্যাখ্যা : দেশের স্টক এক্সচেঞ্জকে বা শেয়ার বাজারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য ১৯৯৩ সালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ আইনের আওতায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়।
১৭. প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তন করেন-
- ক) আব্রাহাম মাসলো
খ) ম্যাকগ্রেগর
গ) ভ্রুম
ঘ) হার্জবার্গ
ঙ) ম্যাকলেল্যান্ড
লিঙ্ক : প্রেষণা
ব্যাখ্যা : প্রেষণার চাহিদা সোপান তত্ত্বটি আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করেন- আব্রাহাম মাসলো (Abraham H. Maslow), ১৯৪৩ সালে।
১৮. কোম্পানির আইন ১৯৯৪ এর ৯০ ধারা অনুযায়ী প্রত্যেক পাবলিক কোম্পানিতে কমপক্ষে ক) কতজন পরিচালক থাকতে হবে?
- ক) ৩
খ) ৭
গ) ৯
ঘ) ২
ঙ) ১০
লিঙ্ক : কোম্পানি
১৯. কে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী?
ক) পাইকারী ব্যবসায়
খ) খুচরা ব্যবসায়ী
- গ) পণ্য প্রাপক
ঘ) ব্যাংক
ঙ) বীমা প্রতিষ্ঠান
লিঙ্ক : বণ্টন প্রণালী
ব্যাখ্যা : যে মধ্যস্থ ব্যবসায়ীগণ নিজ নামে ব্যবসায় না করে অন্যের ব্যবসায়ে সাহায্য করে অথবা তাদের প্রতিনিধি হিসেবে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করে তাদেরকে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বলে। এদের মধ্যে দালাল, ফড়িয়া, পণ্য প্রাপক অন্যতম।
২০. কোনটি বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন প্রকার দর উল্লেখ পদ্ধতি নয়?
ক) লোকো
খ) সি এন্ড এফ
গ) সি আই এফ
ঘ) ডি পি
- ঙ) উৎপাদন ব্যয়
লিঙ্ক : আন্তর্জাতিক ব্যবসায়
ব্যাখ্যা : পণ্যের মূল্য সংক্রান্ত বিষয়াদির বিস্তারিত বিবরণ দিয়ে আমদানিকারকের নিকট পেরিত রপ্তানিকারকের বিবরণীকে দর বা মূল্য উল্লেখ পত্র বলা হয়। দর উল্লেখ পত্রে পণ্যের পরিবহন ব্যয়ভার সংক্রান্ত শর্তাদিও উল্লেখ করা হয়। বৈদেশিক বাণিজ্যে বিভিন্ন প্রকার দর উল্লেখ পদ্ধতিগুলো- লোকো (LOCO), সি এন্ড এফ (C&F), সি আই এফ (CIF) এবং ডি পি (DP)।
২১. কোম্পানির গঠনতন্ত্র হল :
- ক) স্মারকলিপি বা পরিমেল বন্ধ
খ) বিবরণী পত্র
গ) পরিমেল নিয়মাবলী
ঘ) নিবন্ধনপত্র
ঙ) কার্যারম্ভের অনুমতিপত্র
লিঙ্ক : কোম্পানি, স্মারকলিপি
ব্যাখ্যা : কোম্পানির গঠনতন্ত্র হল স্মারকলিপি। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন সম্পর্কে লেখা থাকে।
২২. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলীর বিকল্প হল :
- ক) টেবিল-এ
খ) টেবিল-বি
গ) টেবিল-এফ
ঘ) টেবিল-পি
ঙ) টেবিল-ই
লিঙ্ক : কোম্পানি
ব্যাখ্যা : পরিমেল নিয়মাবলী হল কোম্পানির দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ দলিল যার মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম নীতি লিপিবদ্ধ করা হয়। অনেক সময় পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলীর নমুনা টেবিল- A বা তফসিল-১ গ্রহণ করতে পারে। সুতরাং পরিমেল নিয়মাবলীর বিকল্প হল টেবিল- A।
২৩. কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হিসাবে ব্যবহৃত হয়?
- ক) বহন পত্র
খ) প্রত্যয়ন পত্র
গ) বীমা পত্র
ঘ) চার্টার পত্র
ঙ) বিনিময় বিল
লিঙ্ক : জাহাজি দলিল, আন্তর্জাতিক বাণিজ্য
ব্যাখ্যা : জাহাজে পণ্য বোঝাইয়ের পর রপ্তানিকারক যে সকল দলিলপত্র তৈরি করে ব্যাংকের মাধ্যমে আমদানিকারক বরাবর প্রেরণ করে তাকে জাহাজি দলিল বলে। এই সব দলিল পণ্যের ওপর আমদানিকারকের মালিকানা স্বত্ত্বের নির্দেশ করে বলে এগুলোকে মালিকানা দলিল বলে। এগুলোর মধ্যে বহনপত্র অন্যতম। আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা দলিল হিসেবে বহনপত্র ব্যবহৃত হয়।
২৪. নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক) কর্মীদের শাসন করা
খ) কর্মীদের সংশোধন করা
গ) ভুল ধরিয়ে দেয়া
ঘ) অদক্ষ কর্মীদের প্রশিক্ষণ দেয়া
- ঙ) পরিকল্পনা মাফিক সবকিছু চলছে কি না, তা দেখা
২৫. অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে?
ক) ৪০
খ) ৪১
গ) ৪২
ঘ) ৪৩
- ঙ) ৪৪
লিঙ্ক : অংশীদারী ব্যবসায়ের বিলোপসাধন
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্ক পেতে এখানে যান: এখানে যান
আরো পড়ুনঃ
0 responses on "ঢাবি-গ-ইউনিট-প্রশ্ন-২০০৯-২০১০"