এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 163
1621. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
- খরচ
- বিলাসিতা
- উপযোগ
- ভোগ
1622. কোনটি সম্মিলিতভাবে ভোগ করা যায়?
- প্রতিভা
- দক্ষতা
- রাস্তাঘাট
- গাড়ি
1623. সাহারা এমন এক দেশের নাগরিক যে দেশে ব্যক্তি তার নিজস্ব সম্পদ স্বাধীনভাবে ভোগ ও হস্তান্তর করতে পারে। সাহারার দেশে কোন অর্থব্যবস্থা চালু আছে?
- ধনতান্ত্রিক
- সমাজতান্ত্রিক
- পুঁজিবাদী
- ইসলামী
1624. যে পদ্ধতি, প্রক্রিয়া এবং নিয়ম-নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে কী বলা হয়?
- অর্থনৈতিক প্রতিষ্ঠান
- অর্থনৈতিক আওতা
- অর্থনৈতিক ব্যবহার
- অর্থনৈতিক ব্যবস্থা
1625. পাকিস্তান আমলের শেষের দিকে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে?
1626. একটি বস্তুর দৃশ্যমানতাকে কী বলে?
- বাহ্যিকতা
- অস্তিত্ব
- ওজন
- ভোগ
1627. মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কতটি উপাদানের মধ্যে ভাগ হয়ে যায়?
- ছয়
- তিন
- চার
- পাঁচ
1628. নওয়াব আব্দুল লতিফ ছিলেন একজন প্রভাবশালী জমিদার। তখন যে অর্থ ব্যবস্থা এ দেশে ছিল তাতে যে সময়ের বৈশিষ্ট্য লক্ষ করা যায় –
- বাংলার প্রাচীন সময়ের
- বাংলার মুসলিম শাসনামলের
- বাংলার ইংরেজ শাসনামলের
- উপরের সবগুলো
A,B,C
1629. জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের ওপর নির্ভর করে –
- দেশের উন্নতি
- দেশের সমৃদ্ধি
- দেশের গতি ও ধারণা
- একটিও নয়
A,B
1630. ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদিত পণ্য কী হতে হবে?
- খাঁটি
- উপকারি
- হালাল
- পরিচ্ছন্ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on ""জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট - 163"