এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 173
1721. বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা যায়?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
1722. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে?
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
1723. কোন দেশটির মাথাপিছু আয় সর্বনিম্ন?
- ভারত
- নেপাল
- কম্বোডিয়া
- কেনিয়া
1724. মাদ্রাসাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন কোর্স?
- কারিগরি কোর্স
- বৃত্তিমূলক কোর্স
- ভোকেশনাল কোর্স
- সার্টিফিকেট কোর্স
1725. বেকারত্বের মূল কারণ হলো –
- অধিক জনসংখ্যা
- শিল্পের অনুন্নয়ন
- কর্মবিমুখতা
- কর্মসংস্থানের অভাব
A,B
1726. ২০১০-১১ অর্থবছরে শতকরা কত ভাগ সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে?
- ৪.০১ ভাগ
- ৪.১৫ ভাগ
- ৬.১৫ ভাগ
- ৬.০৯ ভাগ
1727. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত?
- পরিবহণ
- বিদ্যুৎ
- বিমা
- স্বাস্থ্য
1728. কোনো দেশ উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল কি না তা বুঝতে হলে প্রথমে আমাদের কী বিষয়ে জানতে হবে?
- অর্থনৈতিক উন্নয়ন
- অর্থনৈতিক অবকাঠামো
- বৃহদায়তন শিল্প
- অর্থনীতির মেরুদন্ড
1729. পাকিস্তানি শাসনামলে বর্তমান বাংলাদেশের নাম কী ছিল?
- পূর্ববঙ্গ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিম পাকিস্তান
- পূর্ব পাকিস্তান
1730. কয়টি উপাদান থেকে একটি দেশের জাতীয় আয় হিসাব করা হয়?
- দুইটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২
২০১৮ এস.এস.সি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
0 responses on "অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় কুইজ মডেল টেস্ট অনুশীলন 173"