🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

চুনিয়া আমার আর্কেডিয়া – শব্দার্থ ও টীকা

এসএসসি (ssc) বা মাধ্যমকের সকল অধ্যায় দেখতে এখানে যাও

 

শব্দার্থ ও টীকাঃ- অন্তর্হিত – মিলিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া; মারণোত্তরময় … দাঁড়াবে – স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের মতোই মনে প্রাণে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায় ও সার্বিকভাবে অংশগ্রহণ করেছিল। চুনিয়া গ্রামটিও ক্ষুদ্র- নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকা। তারা মুক্তিযুদ্ধে যেমন অসীম সাহসিকতার স্বাক্ষর রেখেছেন, তেমনি প্রতিজ্ঞা করেছেন পৃথিবীর যেকোনো মারণােত্তর বিরুদ্ধেই তারা রুখে দাঁড়াবে; প্রকৃত বৌদ্ধ-স্বভাবের – মহামানব গৌতমবুদ্ধ মুলত অহিংসা নীতিবাদী ছিলেন। এখানে যে সম্পধদায়ের কথা বলা হয়েছে তারাও বৌদ্ধ-ধর্মাবলম্বী, এঁরা গৌতম বুদ্ধের মতই শান্তিপ্রিয় ও অহিংস মনোভাবের মানুষ- এ বোধটিকে বোঝানো হয়েছে; যোজনব্যাপী – যোজন শব্দের অর্থ ‘অনেক’ বা বহু। এখানে শব্দটি স্থানবাচনার্থেই ব্যবহৃত হয়েছে। যোজনব্যাপী হলো অনেকটা স্থানব্যাপী;

  • আঁতকে – চমকে, হঠাৎ ভয় পেয়ে;
  • সাহচার্য – একসঙ্গে মিলেমিশে;
  • দীক্ষা – তত্ত্বজ্ঞান লাভ, এক ধরনের শপথ নেয়া;
  • কুরুক্ষেত্র – প্রাচীন ভারতের একটি ঐতিহাসিক স্থান কুরুক্ষেত্র। যেখানে কৌরব এবং পা-বদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাহিনীটমিহাভারতে বর্ণিত হয়েছে;
  • নৈরাশ্যবাদী – নিরাশ নয় এমন ব্যক্তি, হতাশ নয় এমন ব্যক্তি, আশাব্যঞ্জক;
  • পিদিম – প্রদীপ, বাতি

আরও পড়ুনঃ-

এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ

৩২ শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে বাড়তি ফি দিয়ে কোচিং না করায়

   
   

0 responses on "চুনিয়া আমার আর্কেডিয়া - শব্দার্থ ও টীকা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved