এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
পাঠ পরিচিতি – রুদ্ধ মুহম্মদ শহিদুল্লাহ’র ‘মৌলিক মুখোশ’ কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত হয়েছে। প্রণয় আর অনুরাগের আবেদন চিরন্তন। সেখানে মানুষ সর্বদাই নির্ভরতা খুঁজে পায়, পায় বেঁচে থাকার আনন্দ। নিজের পরির্পূণতার মধ্যেও প্রার্থয়িতার সান্নিধ্য মানুষকে আরো ঋণী করে তোলে। এমন ঋণী হতে সে ভালোওবাসে। কোনো কোনো ঋণ মানুষকে বেঁচে থাকার প্রেরণা দেয় আরো। চারিদিকে যখন অবক্ষয়, দুর্যোগ, হতাশা, প্রাকৃতিক বিরূপতা তখন সেই অনুরাগ বা প্রণয় মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়। মানুষ তাই বার বার ফিরে আসে তার একান্ত মনের মানুষের কাছে। এই দূরে যাওয়া এবং ফিরে আসার বিস্তর বিবরণ থাকে মানুষের জীবনপাতার প্রতিটি ছত্রে।
আরও পড়ুনঃ-