এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও

 

কবি পরিচিতিঃ- রুদ্ধ মুহম্মদ শহিদুল্লাহ ১৬ই অক্টোবর ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে এসএসসি (ssc) বা মাধ্যমিকি এবং ১৯৭৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পাস করেন। অতঃপর ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও ১৯৮০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ ও ‘জাতীয় কবিতা পরিষদ’ গঠনে উল্লেখযোগ্য ভমিকা রাখেন। মুলত স্বাধীনতা-উত্তর বাংলা কবিতায় উচ্চকণ্ঠে প্রতিবাদী কবি হিসেবে তাঁর আবির্ভাব। তাছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্ববোধ, গণআন্দোলন ও অসাম্পধদায়িক জীবনবোধের অসাধারণ এক কবি রুদ্ধ মুহম্মদ শহিদুল্লাহ।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ- উপদধুত উপকল, ফিরে চাই স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল ইত্যাদি। গীতিকার হিসেবেও তিনি জনপ্রিয়তা লাভ করেন। ২১শে জুন ১৯৯১ সালে রুদ্ধ মুহম্মদ শহিদুল্লাহর অকাল প্রয়াণ ঘটে।

 

আরও পড়ুনঃ-

খতিয়ান

খতিয়ান পাঠ পরিচিতি

খতিয়ান কর্ম-অনুশীলন

 

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline