কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 395
SSC জীববিজ্ঞান ১মপত্র | 3941. সমীকরণিক বিভাজন ঘটে-
- ব্যাকটেরিয়ায়
- ঈস্টে
- আদিকোষী জীবে
A,B,C
3942. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে সাধারণত কতটি ক্রোমাটিড থাকে?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
3943. কোষ প্লেটে সঞ্চিত পদার্থ কোনটি?
- লিপিড
- প্রোটিন
- সেলুলোজ
- প্রোটামিন
3944. উপরোক্ত চিত্রটি কোন ধরনের কোষ বিভাজনের?
- সমীকরণিক
- মাইটোসিস
- মিয়োসিস
- অ্যামাইটোসিস
3945. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ –
- মাইটোসিস
- মায়োসিস
- অ্যামাইটোসিস
- ডায়াকাইনোসিস
3946. নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে কোন উপপর্যায়ে?
- লেপ্টোটিন
- জাইগোটিন
- ডিপ্লোটিন
- ডায়াকাইনেসিস
3947. নিরক্ষীয় অঞ্চলমুখী ক্রোমোসোমের বিচলন ঘটে-
- মাইটোসিস বিভাজনের শেষ ধাপে
- মাইটোসিস বিভাজনের দ্বিতীয় ধাপে
- মাইটোসিস বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে
B,C
3948. মিয়োসিস বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
- দুই বার
- তিন বার
- এক বার
- চার বার
3949. মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়?
- প্রোফেজ – ১
- মেটাফেজ – ১
- অ্যানাফেজ – ১
- টেলোফেজ – ১
3950. মিয়োসিস কোষ বিভাজনে DNA এর প্রতিরূপ সৃষ্টি হয় কোন ধাপে?
- ইন্টারকাইনেসিসে
- প্রোফেজ – ১ এ
- প্রোফেজ – ২ এ
- মেটাফেজ – ১ এ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "SSC জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট - 395"