আবেদনের সময়সীমা: ০১-২২ অক্টোবর। (টেলিটকে)
আবেদন ফি: ৫৫০ টাকা
আবেদনের যোগ্যতা:
→২০১৩/১৪ সালে অনুষ্ঠিত SSC এবং ২০১৫/১৬ সালে অনুষ্ঠিত HSC পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীগণ আবেদন করতে পারবে।
A (বিজ্ঞান অনুষদ ও প্রকৌশল অনুষদ) ইউনিট:
সাইন্স এর শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট ৬.৫০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে এবং SSC ও
HSC এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে।
→ গনিত, সিএসই, আইসিটি,পদার্থ বিজ্ঞান, ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC/সমমান পরীক্ষায় গনিতে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে ।
→ফার্মেসী বিভাগে ভর্তি হতে চাইলে HSC/সমমান পরীক্ষায় রসায়ন ও জীব বিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০ করে থাকতে হবে এবং গণিতে ২.৫০ থাকতে হবে।
B (কলা ও মানবিক অনুষদ,সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ)ইউনিট:
→সাইন্স, আর্টস, কমার্স এর শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট ৬.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে এবং SSC ও HSC এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে ।
→ ইংরেজী তে ভর্তি হতে চাইলে HSC/সমমান পরীক্ষায় ইংরেজী এ A- থাকতে হবে ।
→অর্থনীতি তে ভর্তি হতে চাইলে HSC/সমমান এ গণিত/পরিসংখ্যান/ অর্থনীতি বিষয় থাকতে হবে, তবে এইসব সাবজেক্ট এ পয়েন্ট এর কোন বাধ্যবাধকতা নেই ।
C ( বিজনেস স্টাডিজ অনুষদ) ইউনিট:
→বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ৬.৫০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে এবং SSC ও HSC এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে।
→আর্টস বিভাগের শিক্ষার্থীদের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ৬.০০ (৪র্থ বিষয় সহ) থাকতে হবে এবং SSC ও HSC এর প্রতিটিতে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.০০ (৪র্থ বিষয়সহ) থাকতে হবে ।
পরীক্ষার তারিখ:
২ ও ৩ ডিসেম্বর
☑ আবেদনের নিয়মঃ
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ কর-
COU স্পেস, HSC বোর্ডের সংক্ষিপ্ত কোড স্পেস, HSC রোল নম্বর স্পেস, HSC পাশের সন স্পেস, SSC বোর্ডের সংক্ষিপ্ত কোড স্পেস, SSC রোল নম্বর, SSC পাশের সন স্পেস, ভর্তি পরীক্ষার ইউনিট কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমনঃ COU<>DHA<>123456<>2016<>DHA<>123456<>2014<>A
সঠিকভাবে মেসেজটি পাঠানো হলে ফিরতি মেসেজে একটি পিন নম্বর, আবেদন ফি জানিয়ে নিজের মোবাইল নম্বর সম্বলিত সম্মতি জানতে চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য পুনঃরায় মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
COU স্পেস, YES লিখে স্পেস, PIN নম্বর স্পেস, মোবাইল নম্বর (যেকোন) এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমনঃ COU<>YES<>87654321<>01XXXXXXXXX
আবেদন ফি বাবদ প্রতি ইউনিটে ৫৫০ টাকা চার্জ করা হবে।
☑ অনুষদ ভিত্তিক বিভাগ/ডিপার্টমেন্ট সমূহঃ
❑ A ইউনিট (বিজ্ঞান):
√ গণিত
√ পদার্থ
√ রসায়ন
√ পরিসংখ্যান
√ ফার্মেসি
√ CSE
√ ICT
❑ B ইউনিট (কলা ও সমাজবিজ্ঞান):
√ ইংরেজী
√ বাংলা
√ প্রত্নতত্ত্ব
√ অর্থনীতি
√ লোকপ্রশাসন
√ নৃবিজ্ঞান
√ গণযোগাযোগ ও সাংবাদিকতা
√ আইন (Law)
❑ C ইউনিট (বিবিএ):
√ ব্যবস্থাপনা শিক্ষা
√ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
√ মার্কেটিং
√ ফিন্যান্স ও ব্যাংকিং
☑ ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ
❑ A ইউনিট (বিজ্ঞান):
ফিজিক্স ২৫
ক্যামিস্ট্রি ২৫
ম্যাথ/জীববিজ্ঞান ২৫
ইংরেজী ১৫
বাংলা ১০
❑ B ইউনিট (কলা ও সমাজবিজ্ঞান):
বাংলা- ২৫
ইংরেজী– ২৫
জেনারেল নলেজ- ১০
কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়াবলী/বিজ্ঞান বিষয়াবলী/ব্যবসায় শিক্ষা বিষয়াবলী -৪০
❑ C ইউনিট (বিবিএ):
► বাণিজ্য বিভাগের জন্য-
হিসাববিজ্ঞান- ২৫
ব্যবসায় পরিচিতি ও ব্যাংকিং- ২৫
ইংরেজী-২০
বাংলা-১০
Analytical Ability-২০
► বিজ্ঞান
গণিত (উচ্চ মাধ্যমিক)-৬০
ইংরেজী-২০
বাংলা -১০
জেনারেল নলেজ -১০
► আর্টস
অর্থনীতি/পরিসংখ্যান-৬০
বাংলা-১০
ইংরেজী-২০
সাধারণ জ্ঞান-১০
☑ অন্যান্য তথ্যাদিঃ
✎ জিপিএ গণনাঃ
→ SSC point × 4 = 20
→ HSC point × 6 = 30
✎ MCQ ১০০ এবং ৫০ নম্বর (১০০+৫০)= ১৫০ নম্বরের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে।
✎ প্রবেশপত্র ডাউনলোডের সময় ও তারিখ মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও জানতেঃ www.cou.ac.bd/…/Admission_Advertiesment_16-17_published-11.…
0 responses on "কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭"