:: কোন দেশের মাটি সাবান দিয়ে
তৈরি?? = গ্রীসের।
( আরজেনেটারিয়া দ্বীপের) :: কোন
দেশে গাছের চিকিৎসার জন্য
হাসপাতাল রয়েছে?? = জর্মানে।
( ফ্রাঙ্কফুট শহরে) :: কোন দেশকে দিনে
২ বার ধৌত করা হয়?? = সিঙ্গাপুর কে।
:: কোন শহরকে কসাই খানা বলা হয়??
=শিকাগো শহরকে।
:: কোন দেশের সমুদ্রে রেল ষ্টেশন
আছে?? = জাপানে।
:: কোন দ্বীপের মানুষ শিষ দিয়ে কথা
বলে?? = ক্যানারী দ্বীপের মানুষ। ::
কোন দ্বীপে ১২ মাস বর্ষাকাল
থাকে?? = হাওয়াই দ্বীপে।
:: কোন দেশে রাবারের রাস্তা
আছে?? = ফ্রান্সে।( প্যারিস শহরে) ::
কোন দেশে মোবাইল শহর আছে??
= অষ্ট্রেলিয়ায়। ( লেকউড শহর) ::কোন
শহরকে স্বর্ন নগরী বলা হয়?? =
জোহান্সবার্গ শহরকে।
:: বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তি কে??
= বিল গেটস।
:: বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কে??
= রাবার্ট আল হিউজেস।
:: কোন দেশে সবচেয়ে বেশি স্বর্ণ
উওলন করা হয়?? = দক্ষিন আফ্রিকা।
:: বিশ্বের সবচেয়ে লম্বা ব্যাক্তি
কে?? = মাও হো ঢিন।
:: বিশ্বের সবচেয়ে খাটো মানুষ কে??
= কেলফিন।
:: বিশ্বের ঘৃণিত ব্যাক্তি কে?? = এডলফ
হিটলার।
0 responses on "কিছু আজব তথ্য জেনে নিন"