
কলেজে ভাঙচুর করা হয়েছে ৫ মিনিট আগে খাতা নেয়ার অভিযোগে।
পরীক্ষা শেষ হবার ৫ মিনিট আগে খাতা নিয়ে নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একটি কক্ষে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে এইচএসসি পরীক্ষার পর এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এইচএসসির বাণিজ্য বিভাগের ফিন্যান্স প্রথম পত্র পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শেষ হবার ৫ মিনিট আগে নবাবগঞ্জ সরকারি মহিলা কালেজের ৩০৩ নম্বর কক্ষে এক শিক্ষিকা নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের খাতা কেড়ে নেয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এ সময় ওই কক্ষের পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কক্ষের কয়েকটি বেঞ্চ ভাঙচুর করে এবং বাইরে এসে মূল গেটসহ তিন তলার জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় অভিভাবকসহ শিক্ষার্থীরা ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ছাত্রদের এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
আরো পড়ুন: