এসএসসি পড়ালেখা|| বাংলা ১মপত্র অধ্যায় – ৯: গদ্য – উপেক্ষিত শক্তির উদ্বোধন

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ৯: গদ্য – উপেক্ষিত শক্তির উদ্বোধন
১.

ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্রের নাম কী?

Ο ক)

বরজ

Ο খ)

গোলা

Ο গ)

কুলা

Ο ঘ)

ঢেঁকি

সঠিক উত্তর: (ঘ)

২.

কাজী নজরুল ইসলাম প্রবন্ধে হতভাগা বলেছেন কাদের?

Ο ক)

শিক্ষকদের

Ο খ)

তথাকথিত ‘ছোটলোক’ হিসেবে চিহ্নিতদের

Ο গ)

আভিজাত্যে গর্বিতদের

Ο ঘ)

দেশের কবিদের

সঠিক উত্তর: (খ)

৩.

দেশের দুর্দশা ও জাতির দুর্গতির কথা বুঝতে পারে কারা?

Ο ক)

শ্রমিক সম্প্রদায়

Ο খ)

অভিজাত সম্প্রদায়

Ο গ)

অন্ত্যজ সম্প্রদায়

Ο ঘ)

চাঁড়াল সম্প্রদায়

সঠিক উত্তর: (খ)

৪.

আমাদের ভদ্র সমাজের বড় ত্রুটি কোনটি?

Ο ক)

উদাসীনতা

Ο খ)

অকর্মণ্যতা

Ο গ)

আবেগসর্বস্বতা

Ο ঘ)

বাকসর্বস্বতা

সঠিক উত্তর: (ঘ)

৫.

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন –

i. কবিতা ও উপন্যাসে

ii. নাটক ও প্রবন্ধে

iii. ছোটগল্পে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৬.

ভদ্র সম্প্রদায় কেন নীচদের মাথায় আঘাত করে?

Ο ক)

ছোটরা তাদের অধিখার দাবি করে সেজন্য

Ο খ)

ছোটরা বড়দের আক্রমণ করে সেজন্য

Ο গ)

ছোটরা নির্বোধ সেজন্য

Ο ঘ)

ছোটদের মন কাঁচের ন্যায় সেজন্য

সঠিক উত্তর: (ক)

৭.

কাজী নজরুল ইসলামকে শেষবারের মতো বাংলাদেশে আনা হয় –

Ο ক)

সুস্থ অবস্থায়

Ο খ)

অসুস্থ অবস্থায়

Ο গ)

সৈনিক অবস্থায়

Ο ঘ)

বাকশক্তি সচল অবস্থায়

সঠিক উত্তর: (খ)

৮.

কাজী নজরুল কী বিশেষণে সমধিক পরিচিত?

Ο ক)

বিদ্রোহী কবি

Ο খ)

নাট্যকার

Ο গ)

গীতিকার

Ο ঘ)

ঔপন্যাসিক

সঠিক উত্তর: (ক)

৯.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে ‘ছোটলোক’ হচ্ছে –

i. উপেক্ষিত শক্তি

ii. দশ আনা শক্তি

iii. অসহায় শক্তি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১০.

নজরুল ইসলামের সাহিত্য জীবন শুরু হয় কোথায়?

Ο ক)

পশ্চিমবঙ্গ

Ο খ)

করাচি

Ο গ)

ঢাকা

Ο ঘ)

মাদ্রাজ

সঠিক উত্তর: (খ)

১১.

কাজী নজরুল ইসলামের মতে ব্যক্তির সমষ্টি –

Ο ক)

সমাজ

Ο খ)

জাতি

Ο গ)

পরিবার

Ο ঘ)

রাষ্ট্র

সঠিক উত্তর: (খ)

১২.

উপেক্ষিত শক্তি কী আনতে পারে?

Ο ক)

ভেদাভেদ

Ο খ)

সাম্প্রদায়িকতা

Ο গ)

সন্দেহ

Ο ঘ)

পরিবর্তন

সঠিক উত্তর: (ঘ)

১৩.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের প্রারম্ভের কবিতাংশটি কার রচনা?

Ο ক)

জীবনানন্দ দাশের

Ο খ)

কাজী নজরুল ইসলামের

Ο গ)

শামসুর রাহমানের

Ο ঘ)

রবীন্দ্রনাথ ঠাকুরের

সঠিক উত্তর: (ঘ)

১৪.

‘বোধন-বাঁশিতে’ সুর দেব –

i. জাতির জাগরণের জন্য

ii. পাপের প্রায়শ্চিত্ত করার জন্য

iii. ভ্রাতৃত্বের জন্য

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৫.

উপেক্ষিত জনগোষ্ঠীকে উদ্বোধিত করতে প্রয়োজন –

i. জাতপাত ভুলে যাওয়া

ii. ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা

iii. প্রাণে প্রাণে সংযোগ স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৬.

জাতির মহাজাগরণ ঘটবে –

i. মা কালীর আরাধনা করলে

ii. ভদ্র সম্প্রদায়ের শুভদৃষ্টির ফলে

iii. ভদ্র সম্প্রদায়ের আত্মোপলব্ধির ফলে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৭.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ছোটলোকদের প্রাণ কেমন?

Ο ক)

সরল-মুক্ত-উদার

Ο খ)

কঠিন-ভক্ত-সংবেদনশীল

Ο গ)

ক্ষুদ্র-ভক্ত-উদার

Ο ঘ)

সরল-সংবেদনশীল-কলুষিত

সঠিক উত্তর: (ক)

১৮.

আজ আমাদের মহাজাগরণের দিনে উপেক্ষিত ব্যক্তিদের উপর কত আনা শক্তি নির্ভর করেছে?

Ο ক)

ছয় আনা

Ο খ)

আট আনা

Ο গ)

দশ আনা

Ο ঘ)

বারো আনা

সঠিক উত্তর: (গ)

১৯.

‘চক্রবাক’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?

Ο ক)

গল্প

Ο খ)

কাব্যগ্রন্থ

Ο গ)

উপন্যাস

Ο ঘ)

নাটক

সঠিক উত্তর: (খ)

২০.

কোনটি আত্মার ধর্ম?

Ο ক)

মানুষকে ভালোবাসা

Ο খ)

ভেদবৈষম্য করা

Ο গ)

জ্ঞানচর্চা

Ο ঘ)

অধিকার আদায় করা

সঠিক উত্তর: (ক)

২১.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?

Ο ক)

নজরুল রচনাসম্ভার প্রথম খন্ড

Ο খ)

নজরুল রচনাসম্ভার দ্বিতীয় খন্ড

Ο গ)

নজরুল রচনাসম্ভার তৃতীয় খন্ড

Ο ঘ)

নজরুল রচনাসম্ভার চতুর্থ খন্ড

সঠিক উত্তর: (গ)

২২.

‘সঙ্কোচ জড়তা’ স্বভাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে –

Ο ক)

তথাকথিত ছোটলোকদের

Ο খ)

ভদ্র সম্প্রদায়ের

Ο গ)

শিক্ষিত সমাজের

Ο ঘ)

দেশের শাসকদের

সঠিক উত্তর: (ক)

২৩.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লিখিত ‘আভিজাত্য গর্বিত সম্প্রদায়’ – এর প্রতিনিধিত্ব করে –

i. ধনিক শ্রেণি

ii. বণিক শ্রেণি

iii. কুলীন শ্রেণি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৪.

কোনটি প্রতিষ্ঠার জন্য ছোট-বড়, উঁচু-নিচু, ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক?

Ο ক)

ব্যক্তির মর্যাদা

Ο খ)

উন্নত রাষ্ট্র

Ο গ)

গণতন্ত্র

Ο ঘ)

ইসলামি রাষ্ট্র

সঠিক উত্তর: (গ)

২৫.

ভদ্র সমাজের দেশ উন্নয়নের ভাবনা পরিণতি পায় কিসে?

Ο ক)

কথাতে

Ο খ)

পরিকল্পনায়

Ο গ)

আয়োজনে

Ο ঘ)

বুদ্ধিতে

সঠিক উত্তর: (ক)

২৬.

উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কী করতে চেয়েছেন?

Ο ক)

পৃথিবীকে ভেঙে দিতে

Ο খ)

পৃথিবকে গড়ে তুলতে

Ο গ)

পৃথিবীর মানুষদের শান্তি দিতে

Ο ঘ)

বোধন বাঁশিতে সুর দিতে

সঠিক উত্তর: (ঘ)

২৭.

নজরুলের মতে, আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না কেন?

Ο ক)

বিত্তবানদের ষড়যন্ত্রের কারণে

Ο খ)

ছোটলোকদেরকে উপেক্ষার কারণে

Ο গ)

ক্ষমতাশীলদের স্বার্থপরতার কারণে

Ο ঘ)

কিছু লোকের নিষ্ক্রিয়তার কারণে

সঠিক উত্তর: (খ)

২৮.

নজরুল উদ্ধৃত রবীন্দ্রনাথের কবিতায় দেশকে কী বলে সম্বোধন করা হয়েছে?

Ο ক)

মাতা

Ο খ)

জননী

Ο গ)

অভাগা

Ο ঘ)

দুর্ভাগা

সঠিক উত্তর: (ঘ)

২৯.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ভাবনার সাথে সাদৃশ্য বহন করে কোনটি?

Ο ক)

অর্থনীতি

Ο খ)

ধর্মনীতি

Ο গ)

সুশাসন

Ο ঘ)

মানবতা

সঠিক উত্তর: (ঘ)

৩০.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

Ο ক)

সঞ্চিতা

Ο খ)

রিক্তের বেদন

Ο গ)

নজরুল রচনাবলী

Ο ঘ)

দুর্দিনের যাত্রী

সঠিক উত্তর: (গ)

৩১.

নিচের কোনটি প্রবন্ধ নয়?

Ο ক)

ধূমকেতু

Ο খ)

দুর্দিনের যাত্রী

Ο গ)

ঝিলিমিলি

Ο ঘ)

রাজবন্দীর জবানবন্দিী

সঠিক উত্তর: (গ)

৩২.

স্রষ্টা বোঝাতে নজরুল তাঁর প্রবন্ধে কোনটি ব্যবহার করেছেন?

Ο ক)

পরম আত্মা

Ο খ)

মহা আত্মা

Ο গ)

মুক্তি পিয়াসী

Ο ঘ)

মুক্তিদাতা

সঠিক উত্তর: (খ)

৩৩.

‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে আভিজাত্য গৌরব নেই কার?

Ο ক)

লেখকের

Ο খ)

পাঠকের

Ο গ)

তথাকথিত ছোটলোকদের

Ο ঘ)

মহাত্মা গান্ধীর

সঠিক উত্তর: (ঘ)

৩৪.

ভারতবাসী মহাত্মা গান্ধীর কথা কর্ণপাত করেন –

i. তিনি বুকের রক্ত দিয়েছেন বলে

ii. তাদের সুখ-দুঃখে সাথী হয়েছেন বলে

iii. তাদের জন্য উপোস করেছেন বলে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৫.

নজরুলের মতে আমাদের অধঃপতনের মূল কারণ কোনটি?

Ο ক)

সততার অভাব

Ο খ)

স্বচ্ছতার অভাব

Ο গ)

সাম্যের অভাব

Ο ঘ)

শ্রদ্ধার অভাব

সঠিক উত্তর: (গ)

৩৬.

মহাত্মা গান্ধীর সাথে ভারতবাসীর সম্পর্ক ছিল –

Ο ক)

প্রাণ খুলে মিশবার

Ο খ)

ঘোড়ার গাড়িতে চড়তে দেওয়ার

Ο গ)

মাথায় রাজমুকুট পরার

Ο ঘ)

কলের তৈরি কাপড় পরার

সঠিক উত্তর: (ক)

৩৭.

তথাকথিত ছোটলোকদের মহাত্মা গান্ধী কী বলে ডেকেছেন?

Ο ক)

ভাই

Ο খ)

অস্পৃশ্য

Ο গ)

বন্ধু

Ο ঘ)

ঘৃণ্য

সঠিক উত্তর: (ক)

৩৮.

তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষিত করেছেন?

Ο ক)

ঘুমন্ত মানুষ

Ο খ)

সত্যিকার মানুষ

Ο গ)

দায়িত্ববান মানুষ

Ο ঘ)

দুর্গত মানুষ

সঠিক উত্তর: (খ)

৩৯.

‘গৃহকর্ত্রীর ভয়ে কাজের মেয়ে সীমা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।’ ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন দিকটি সীমার মধ্যে লক্ষণীয়?

Ο ক)

নির্যাতনের ভীতি

Ο খ)

কাজের প্রতি অনীহা

Ο গ)

সংকোচ জড়তা

Ο ঘ)

শারীরিক দুর্বলতা

সঠিক উত্তর: (গ)

৪০.

কাজী নজরুল ইসলামের মতে, ভদ্রদের শক্তি নাই –

Ο ক)

কর্মক্ষেত্রে নেমে কাজ করার

Ο খ)

আত্মনির্ভরশীল হওয়ার

Ο গ)

যুগোপযোগী শিক্ষার

Ο ঘ)

ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের

সঠিক উত্তর: (ক)

৪১.

কবি ‘তথাকথিত’ শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?

Ο ক)

যথোচিত

Ο খ)

সুনিশ্চিত

Ο গ)

অবহেলিত

Ο ঘ)

মনগড়া

সঠিক উত্তর: (ঘ)

৪২.

জাগো অপশন বন্দি ওঠোরে যত – এ আহবান প্রবন্ধের কোন চরিত্রের জন্য প্রযোজ্য?

Ο ক)

ভদ্রলোকদের

Ο খ)

নেতৃবৃন্দের

Ο গ)

ছোটলোকদের

Ο ঘ)

অহংকারীদের

সঠিক উত্তর: (গ)

৪৩.

‘আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি’ – এই পঙক্তিটির শিষ্ট চলিত রুফ কোনটি?

Ο ক)

আমরা তাহাদের উপেক্ষা করে আসি

Ο খ)

আমরা তাদের উপেক্ষা করি

Ο গ)

আমরা তাদের উপেক্ষা করে আসছি

Ο ঘ)

আমরা তাদের উপেক্ষা করিয়া আসি

সঠিক উত্তর: (গ)

৪৪.

কাজী নজরুল ইসলামকে কীভাবে সমাহিত করা হয়েছে?

Ο ক)

পূর্ণ সামরিক মর্যাদায়

Ο খ)

রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়

Ο গ)

শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়

Ο ঘ)

সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়

সঠিক উত্তর: (ক)

৪৫.

ছোটলোক সম্প্রদায় জন্ম হতে –

i. সুখ ভোগ করে থাকে

ii. ঘৃণা পেয়ে থাকে

iii. উপেক্ষা পেয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪৬.

কীসের কারণে মানুষের মাঝে জড়তা ঢুকে পড়ে?

Ο ক)

বার বার অবহেলা পেলে

Ο খ)

উচ্চাকাঙ্ক্ষা পোষণ করলে

Ο গ)

স্বচ্ছ কাঁচের মতো মন হলে

Ο ঘ)

বিদ্রোহের কারণে

সঠিক উত্তর: (ক)

৪৭.

আমাদের জাতীয় কবি কে?

Ο ক)

রবীন্দ্রনাথ ঠাকুর

Ο খ)

কাজী নজরুল ইসলাম

Ο গ)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Ο ঘ)

জসীমউদদীন

সঠিক উত্তর: (খ)

৪৮.

‘হাবিব সাহেব অভিজাত বংশের মানুষ হওয়া সত্ত্বেও ধনী-গরিব, কুলি-মজুর, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে বুকে টেনে নেন।’ হাবিব সাহেবের মানসিকতার সাথে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে –

i. মহাত্মা গান্ধীর

ii. রবীন্দ্রনাথ ঠাকুর

iii. কাজী নজরুল ইসলাম

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয় নি ক জয়ী পুরুষের তরবারী,

প্রেরণা দিয়োছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।’

৪৯.

উদ্দীপকে উল্লিখিত নারীকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উল্লেখিত কার বা কাদের সঙ্গে তুলনা করা যায়?

Ο ক)

লেখকের

Ο খ)

মহাত্মা গান্ধীর

Ο গ)

ভদ্র সম্প্রদায়

Ο ঘ)

ছোটলোক সম্প্রদায়

সঠিক উত্তর: (ঘ)

৫০.

উল্লেখিত তুলনাটি যে দিক থেকে বিবেচনা করা যায় –

i. ঘৃণা

ii. উপেক্ষা

iii. অবহেলা

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline