এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ৫: গদ্য – নিরীহ বাঙালি
১.
রোকেয়া বাঙালিকে সমুদয় সৌন্দর্যের আধার মনে করেন –
i. তাদের মধ্যে তেজের অভাব দেখে
ii. তাদের শিক্ষার ঘাটতি দেকে
iii. তাদের ভোজনবিলাস দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (ক)
২.
বাঙালির অতিশয় সুস্বাদু খাদ্যদ্রব্য –
i. নবনীত
ii. সন্দেশ
iii. রসগোল্লা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩.
পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?
Ο ক)
নীরস
Ο খ)
সরস
Ο গ)
তিতা
Ο ঘ)
মিষ্টি
সঠিক উত্তর: (খ)
৪.
বাঙালি নারীরা কি পরিধান করে?
Ο ক)
পাটের শাড়ি
Ο খ)
তাঁতের শাড়ি
Ο গ)
জামদানি শাড়ি
Ο ঘ)
হাওয়ার শাড়ি
সঠিক উত্তর: (ঘ)
৫.
খাদ্যের গুণ অনুসারে শরীরে কী হয়?
Ο ক)
পুষ্টি
Ο খ)
হাড়ের গঠন
Ο গ)
মেদ
Ο ঘ)
ভুড়ি
সঠিক উত্তর: (ক)
৬.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
Ο ক)
পুরুষরা
Ο খ)
নারীরা
Ο গ)
ধনীরা
Ο ঘ)
দরিদ্ররা
সঠিক উত্তর: (ক)
৭.
বাঙালিদের ক্রিয়াকলাপ সহজ-সরল, কারণ –
i. বাঙালিরা কাজকর্মে মাথা খাটাতে চায় না
ii. বাঙারিরা শারীরিক পরিশ্রমে অনাগ্রহী
iii. বাঙালিরা স্বল্পায়াসে সবকিছু পেতে চায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮.
তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনর বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন –
Ο ক)
ভীতু, কাপুরুষ
Ο খ)
দুর্বল, নিরীহ
Ο গ)
অলস, কুঁড়ে
Ο ঘ)
অসভ্য, বর্বর
সঠিক উত্তর: (খ)
৯.
‘কুন্তলীনের পাশাপাশি কেলশীনও পাওয়া যায়’ – এ কথার মানে কী?
Ο ক)
উৎপাদনের আধিক্য
Ο খ)
তুচ্ছ জিনিসের ছড়াছড়ি
Ο গ)
অবাধ নকলপ্রবণতা
Ο ঘ)
মাননিয়ন্ত্রণের অভাব
সঠিক উত্তর: (গ)
১০.
ভারতবর্ষকে সরোবর মনে করা হলে বাঙালি তাতে কী?
Ο ক)
পদ্মিনী
Ο খ)
গোলাপ
Ο গ)
চাঁপা
Ο ঘ)
জুঁই
সঠিক উত্তর: (ক)
১১.
নিচের কোনটি ইংরেজী শব্দ?
Ο ক)
দিব্যাঙ্গনা
Ο খ)
মিল্ক অব রোজ
Ο গ)
জবেহ্
Ο ঘ)
দন্ড
সঠিক উত্তর: (খ)
১২.
বেগম রোকেয়ার রচিত গ্রন্থ –
i. পদ্মরাগ
ii. রক্তকবরী
iii. মতিচূর
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩.
রোকেয়ার মতে বাঙালির বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)
নবনীসিক্ত
Ο খ)
তৈলসিক্ত
Ο গ)
দুগ্ধসিক্ত
Ο ঘ)
অমিয়াসিক্ত
সঠিক উত্তর: (ঘ)
১৪.
বাঙালি শব্দে কেমন ভাব প্রকাশ হয়?
Ο ক)
কঠিন ও তরল
Ο খ)
তরল ও কোমল
Ο গ)
কোমল ও কঠিন
Ο ঘ)
ভুলো মন
সঠিক উত্তর: (খ)
১৫.
বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন –
i. কুসংস্কারের পথে
ii. শিক্ষার পথে
iii. সংস্কৃতির পথে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৬.
‘যা না করে বৈদ্যে তাই করে পথ্যে’ – এ উক্তির বিপরীত উক্তি কোনটি?
Ο ক)
প্রহৃত হয়ে প্রতিশোধ না নিয়ে মামলা করা
Ο খ)
স্বাস্থ্যের উন্নতির চেষ্টা না করে ভিনোলিয়া ব্যবহার
Ο গ)
স্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া
Ο ঘ)
শিল্পকাজে পারদর্শী হওয়া অপেক্ষা বি.এসসি পাস করা
সঠিক উত্তর: (গ)
১৭.
৯ ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক –
i. জন্মে
ii. মৃত্যুতে
iii. বিবাহে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালিদের –
Ο ক)
ভর্ৎসনা করেছেন
Ο খ)
প্রশস্তি করেছেন
Ο গ)
হেয় করেছেন
Ο ঘ)
উপহাস করেছেন
সঠিক উত্তর: (ঘ)
১৯.
সংসারের সমৃদ্ধির আশায় করিম মিয়া তার জমি বিক্রি করে অনিশ্চয়তার পথে দুবাই পাড়ি জমায়। উদ্দীপকের করিম মিয়ার সাথে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লেখিত কার মিল রয়েছে?
Ο ক)
শ্বশুরের
Ο খ)
সিন্ধবাদের
Ο গ)
গৃহিণীর
Ο ঘ)
বরের
সঠিক উত্তর: (খ)
২০.
‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
Ο ক)
বিজ্ঞান বিষয়ক
Ο খ)
হাস্যরসাত্মক
Ο গ)
Ο ঘ)
নারীর উন্নতি বিষয়ক
সঠিক উত্তর: (খ)
২১.
‘করুণরস’ হলো –
i. শোকাশ্রিত
ii. বিয়োগাশ্রিত
iii. রাগাশ্রিত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২২.
রন্ধন – এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক)
রাধুনী+অন
Ο খ)
রধ্+অন
Ο গ)
রন্ধ+ন
Ο ঘ)
রাধা+অন
সঠিক উত্তর: (খ)
২৩.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?
Ο ক)
বাঙালিকে পরিশ্রমী করা
Ο খ)
বাঙালিকে শিক্ষা দেওয়া
Ο গ)
বাঙালির ইতিহাস স্মরণ করা
Ο ঘ)
বাঙালিকে দুর্বল করে দেওয়া
সঠিক উত্তর: (ক)
২৪.
বাঙালীর গুণ লিখতে কী প্রয়োজন?
Ο ক)
কাগজ ও কলম
Ο খ)
অন্ত সময়
Ο গ)
অনেক লেখক
Ο ঘ)
অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক
সঠিক উত্তর: (ঘ)
২৫.
ii ও iii
Ο ক)
Ο খ)
Ο গ)
Ο ঘ)
সঠিক উত্তর:
২৬.
বাঙালির অতিশয় সরস খাদ্য কোনটি?
Ο ক)
পুঁইশাক
Ο খ)
রুই মাছের ঝোল
Ο গ)
কলমি শাক
Ο ঘ)
বেগুন ভাজা
সঠিক উত্তর: (ক)
২৭.
মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা –
i. সাহিত্য রচনা করেছেন
ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন
iii. উপবৃত্তি প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৮.
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে –
i. কুসুমকোমল
ii. অমিয়াসিক্ত
iii. তৈলসিক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৯.
বেগম রোকেয়ার অধিকাংশ রচনায় ফুটে উঠেছে –
i. মুসলিম নারী সমাজের পশ্চাৎপদতা
ii. নারীর অধিকারহীনতা
iii. পুরুষ সমাজের নিদারুণ স্বার্থপরতা ও শ্রমকাতর মানসিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০.
লেখকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
Ο ক)
Ο খ)
মৃৎশিল্প
Ο গ)
তাঁতশিল্প
Ο ঘ)
বস্ত্রশিল্প
সঠিক উত্তর: (ক)
৩১.
বেগম রোকেয়া দক্ষতা অর্জন করেছিলেন –
i. আরবি ভাষায়
ii. ইংরেজী ভাষায়
iii. বাংলা ভাষায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩২.
‘মস্তিষ্ক উর্বর’ – এর ইংরেজী কী?
Ο ক)
Brain culture
Ο খ)
Brein culture
Ο গ)
Culture of Breain
Ο ঘ)
Brain of culture
সঠিক উত্তর: (ক)
৩৩.
বাঙালি নারীর ব্যবহৃত হাওয়ার শাড়ি ছিল –
i. অতি কারুকার্যময়
ii. অতি মসৃণ
iii. অতি সূক্ষ্ম
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৪.
পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায় –
i. বিদেশি ভাষা
ii. অর্ধেক রাজত্ব
iii. এক রাজকুমারী
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫.
ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?
Ο ক)
পরিশ্রম নেই বলে
Ο খ)
পরিশ্রম কম বলে
Ο গ)
অর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
Ο ঘ)
সুস্থতার সম্পর্ক আছে বলে
সঠিক উত্তর: (ক)
৩৬.
বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো –
i. ভালোবেসে
ii. পরিশ্রমে অনীহা
iii. নিজেদের সুবিধায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৭.
‘আজি কালি কোন জিনিষটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
Ο ক)
ভেজালের চাহিদা বেশি বলে
Ο খ)
ভেজাল সহজলভ্য বলে
Ο গ)
ভেজালের অল্পতা বোঝাতে
Ο ঘ)
ভেজাল দ্রব্য সস্তা বলে
সঠিক উত্তর: (খ)
৩৮.
‘আমাদের অর্ধাঙ্গীগণ কীরূপে অগ্নির উত্তাপ সহিবেন?’ – এ বাক্যের মধ্যে কী মনোভাব প্রকাশিত –
i. প্রতিবাদী
ii. ন্যায়পরায়ণতা
iii. শ্রমকাতর
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৯.
রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?
Ο ক)
রমিজউদ্দিন সাবের
Ο খ)
জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের
Ο গ)
হায়দার আলী সাবের
Ο ঘ)
রশিদ মুন্সী সাবের
সঠিক উত্তর: (খ)
৪০.
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Ο ক)
মতিচুর
Ο খ)
সঞ্চিতা
Ο গ)
দত্তা
Ο ঘ)
মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর: (ক)
৪১.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?
Ο ক)
এক
Ο খ)
দুই
Ο গ)
তিন
Ο ঘ)
চার
সঠিক উত্তর: (গ)
৪২.
কাব্যে নতুন যেসব শব্দ সৃষ্টি হয়েভে বলে রোকেয়া উল্লেখ করেছেন –
i. অতি শুভ্রনীলাম্বর
ii. বেদনাসিক্ত তপ্ত হৃদয়
iii. সাশ্রুসজল নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৩.
রোকেয়ার মতে ‘বাঙালি’ শব্দটিতে কেমন ভাব প্রকাশ হয়?
Ο ক)
কোমল
Ο খ)
রুক্ষ
Ο গ)
কঠিন
Ο ঘ)
জীর্ণ
সঠিক উত্তর: (ক)
৪৪.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক)
শিক্ষাকে
Ο খ)
ব্যক্তিকে
Ο গ)
ব্যক্তিত্বকে
Ο ঘ)
মূল্যবোধকে
সঠিক উত্তর: (ক)
৪৫.
‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকার মতে আমাদের কাব্যে বীররস অপেক্ষা কোন রস বেশি?
Ο ক)
হাস্যরস
Ο খ)
রুদ্ররস
Ο গ)
করুণরস
Ο ঘ)
অদ্ভুত রস
সঠিক উত্তর: (গ)
৪৬.
রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক)
রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে
Ο খ)
শরীয়তপুর জেলার বিলাসপুর গ্রামে
Ο গ)
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া
Ο ঘ)
পাবনা জেলার রাধানগর
সঠিক উত্তর: (ক)
৪৭.
রোকেয়ার প্রতিষ্ঠিত স্কুলের নাম কী?
Ο ক)
সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল
Ο খ)
আদর্শ গার্লস স্কুল
Ο গ)
আলিয়া মাদ্রাসা
Ο ঘ)
সেন্ট্রাল গার্লস স্কুল
সঠিক উত্তর:
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
মুকেশ বাবু এক সময়ে প্রচুর ধনসম্পত্তির মালিক ছিল। কিন্তু কোনো কাজকর্ম না করার ফলে আজ সে সকলের চেয়ে দীন। যে মুকেশ বাবু সকলকে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতো সেই আজ হচ্ছে সকলের চেয়ে ভিখারি।
৪৮.
উদ্দীপকের বিষয় তোমার পাঠ্যবইয়ের কোনটির সাথে সম্পর্কিত?
Ο ক)
উদ্যম ও পরিশ্রম
Ο খ)
পালামৌ
Ο গ)
নিরীহ বাঙালি
Ο ঘ)
দেনাপাওনা
সঠিক উত্তর: (গ)
৪৯.
উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি –
i. ভোজনপ্রিয়তা
ii. অলসতা
iii. শ্রমকাতর
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.
মুকেশ বাবুর চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত?
Ο ক)
পদ্মিনী
Ο খ)
মূর্তিমান
Ο গ)
পুরুষিকা
Ο ঘ)
নায়িকা
সঠিক উত্তর: (খ)
0 responses on "এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় - ৫: গদ্য - নিরীহ বাঙালি"