এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ২০: পদ্য – অন্ধবধূ
১.
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর কাব্যগ্রন্থ?
Ο ক)
অপরাজিতা
Ο খ)
অনামিকা
Ο গ)
অগ্নি-বীণা
Ο ঘ)
বনফুল
সঠিক উত্তর: (ক)
২.
‘সেই তো ফিরে যাব আবার বাড়ি।’ এখানে ‘বাড়ি’ বলতে বোঝানো হয়েছে –
Ο ক)
বাবার বাড়ি
Ο খ)
মামার বাড়ি
Ο গ)
শ্বশুড়ের গৃহ
Ο ঘ)
স্বামীর কর্মস্থল
সঠিক উত্তর: (গ)
৩.
‘আচ্ছা দিদি, কী করবে ভাই তারা – জন্ম লাগি গিয়েছে যার চোখ!’ বাক্যটি দ্বারা বোঝায় –
i. সমাজের প্রতি ধিক্কার
ii. অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব
iii. ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ ঘুচত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪.
দৃষ্টিহীন হলে নিজেকে –
Ο ক)
অসহায় ভাবা ঠিক নয়
Ο খ)
অন্যের সাহায্যে চলা উচিত
Ο গ)
সাহসী হতে হবে
Ο ঘ)
দুর্বল ভাবতে হবে
সঠিক উত্তর: (ক)
৫.
‘পায়ের তলায় নরম ঠেকল কী!’ – এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী?
Ο ক)
ধাক্কা লাগল
Ο খ)
অনুভূত হলো
Ο গ)
লেগে রইল
Ο ঘ)
বাধা দির
সঠিক উত্তর: (খ)
৬.
কবি যতীন্দ্রমোহন বাগচী কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক)
নদীয়া জেলার জামশেরপুর গ্রামে
Ο খ)
মুর্শিদাবাদ জেলার জামশেরপুর গ্রামে
Ο গ)
দিনাজপুর জেলার জামশেরপুর গ্রামে
Ο ঘ)
বর্ধমান জেলার জামশেরপুর গ্রামে
সঠিক উত্তর: (ক)
৭.
ঠাকুরঝি কে?
Ο ক)
ঠাকুরের মেয়ে
Ο খ)
ছোট ভাইয়ের স্ত্রী
Ο গ)
স্বামীর বোন
Ο ঘ)
স্ত্রীর ছোট বোন
সঠিক উত্তর: (গ)
৮.
অন্ধবধূ আমাদের মনে জাগায় –
i. সহানুভূতির ভাব
ii. বেদনাবোধ
iii. ঘৃণাবোধ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৯.
অন্ধবধূ আকাশ-পাতাল ভাবে –
i. দোরের পাশে বসে
ii. রাত্রিবেলা
iii. জ্যৈষ্ঠ মাসে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১০.
‘অন্ধবধূ’ কবিতাটি লিখেছেন –
Ο ক)
সত্যেন্দ্রনাথ দত্ত
Ο খ)
মধুসূদন দত্ত
Ο গ)
যতীন্দ্রমোহন বাগচী
Ο ঘ)
বিষ্ণু দে
সঠিক উত্তর: (গ)
১১.
দখিনা হাওয়া বন্ধ হলে কী ধরে নিতে হবে?
Ο ক)
বসন্তের আগমন
Ο খ)
গ্রীষ্মের বিদায়
Ο গ)
বসন্তের বিদায়
Ο ঘ)
শীতের আগমন
সঠিক উত্তর: (গ)
১২.
‘মহাভারতী’ গ্রন্থটির আঙ্গিক কোনটি?
Ο ক)
কাব্য
Ο খ)
নাটক
Ο গ)
মহাকাব্য
Ο ঘ)
গীতিকবিতা
সঠিক উত্তর: (ক)
১৩.
কীসের তলায় নরম ঠেকল?
Ο ক)
হাত
Ο খ)
শরীর
Ο গ)
মাথা
Ο ঘ)
পা-এর
সঠিক উত্তর: (ঘ)
১৪.
‘দুটো যেন প্রাণের কথা বলে’ – এখানে কোন দুজনের কথা বলা হয়েছে?
Ο ক)
ঠাকুরঝি ও তার দাদা
Ο খ)
অন্ধবধূ ও তার স্বামী
Ο গ)
অন্ধবধূ ও ঠাকুরঝি
Ο ঘ)
অন্ধবধূ ও চোখ গেল পাখি
সঠিক উত্তর: (গ)
১৫.
অন্ধবধূটি কীভাবে প্রকৃতির পরিবর্তন সম্পর্কে জ্ঞান রাখে?
Ο ক)
অন্যের সাহায্যে
Ο খ)
হাতের স্পর্শে
Ο গ)
শ্রবণশক্তি দ্বারা
Ο ঘ)
অনুভব দ্বারা
সঠিক উত্তর: (ঘ)
১৬.
যতীন্দ্রমোহন বাগচীর কবিতায় কিসের সৌন্দর্য চিত্রময় হয়ে উঠেছে?
Ο ক)
জীবনের
Ο খ)
চেতনার
Ο গ)
নিসর্গের
Ο ঘ)
অনুভূতির
সঠিক উত্তর: (গ)
১৭.
‘অন্ধবধূ’ কবিতায় ‘বাসে’ কথাটির মানে কী?
Ο ক)
বাসস্থানে
Ο খ)
গৃহে
Ο গ)
গন্ধে
Ο ঘ)
দুর্গন্ধে
সঠিক উত্তর: (গ)
১৮.
ঠাকুরঝিকে অন্ধবধূ আস্তে চলতে বলছে কেন?
Ο ক)
বকুল ফুল পায়ের তলায় নষ্ট হয়ে যাবে
Ο খ)
অন্ধবধূ ঠাকুর ঝিকে পাচ্ছে না তাই
Ο গ)
অন্ধবধূ বুঝতে চেষ্টা করছে নরম জিনিসটা কী?
Ο ঘ)
অন্ধ হওয়ায় দ্রুত হাঁটতে পারছে না তাই
সঠিক উত্তর: (গ)
১৯.
‘অন্ধবধূ’ কবিতায় নিম্নলিখিত চিত্র পাওয়া যায় –
i. কোকিলের ডাক
ii. ঝরা বকুল
iii. পচান পাতার ঘ্রাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২০.
‘অন্ধবধূ’ কবিতার রচয়িতা কে?
Ο ক)
যতন্দ্রমোহন বাগচী
Ο খ)
যতীন্দ্রনাথ রায়
Ο গ)
সুকুমার রায়
Ο ঘ)
কামিনী রায়
সঠিক উত্তর: (ক)
২১.
অন্ধবধূ কীভাবে বুঝতে পারল এটা ঝরা বকুল?
Ο ক)
অনুভূতি দিয়ে
Ο খ)
ঠাকুরঝি বলে দিয়েছে
Ο গ)
স্বপ্নে দেখেছিল
Ο ঘ)
গন্ধ মুঁকে
সঠিক উত্তর: (ক)
২২.
‘অন্ধবধূ’ কবিতার মূল উদ্দেম্য হলো –
i. প্রতিবন্ধীদের কষ্ট তুলে ধরা
ii. অন্ধের কর্মজীবন তুলে ধরা
iii. প্রতিবন্ধীদের জীবন পদ্ধতিকে তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৩.
‘নাগেকেশর’ কোন ধরনের রচনা?
Ο ক)
উপন্যাস
Ο খ)
প্রবন্ধ
Ο গ)
ছোটগল্প
Ο ঘ)
কাব্য
সঠিক উত্তর: (ঘ)
২৪.
‘পরভৃত’ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
Ο ক)
কোকিল
Ο খ)
কাক
Ο গ)
ময়ূর
Ο ঘ)
দোয়েল
সঠিক উত্তর: (ক)
২৫.
অন্ধবধূর হৃদয়ের যন্ত্রণাকে প্রশমিত করে –
i. শীতল জল
ii. চোখ গেল
iii. আমের বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৬.
নিজের স্বামীর বিয়ের কথা বলার মধ্যে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে?
Ο ক)
আনন্দ
Ο খ)
কষ্ট
Ο গ)
নীচতা
Ο ঘ)
মহত্ত্ব
সঠিক উত্তর: (খ)
২৭.
‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে –
i. কোকিল
ii. হুতুম
iii. চোখ গেল
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৮.
যতীন্দ্রমোহন কোন দিক থেকে জীবনানন্দ ও বিভূতিভূষণের সঙ্গে সম্পর্কিত?
Ο ক)
নিসর্গ-সৌন্দর্যের চিত্ররূপময়তার দিক থেকে
Ο খ)
বাস্তববাদী বৈশিষ্ট্যের দিক থেকে
Ο গ)
কাল্পনিক বিষয়বস্তু রচনার সন্নিবেশের দিক থেকে
Ο ঘ)
ঐতিহ্যপ্রীতির সাদৃশ্যময়তার দিক থেকে
সঠিক উত্তর: (ক)
২৯.
‘বন্ধুর দান’ কোন ধরনের গ্রন্থ?
Ο ক)
উপন্যাস
Ο খ)
নাটক
Ο গ)
কাব্য
Ο ঘ)
ছোটগল্প
সঠিক উত্তর: (গ)
৩০.
পা পিছলিয়ে তলিয়ে গেলে কিসের দ্বন্ধ চুকে যাবে বলে অন্ধবধূ মনে করে?
Ο ক)
প্রতিবেশীর সাথে দ্বন্ধ
Ο খ)
স্বামীর সাথে দ্বন্ধ
Ο গ)
অন্ধ চোখের দ্বন্ধ
Ο ঘ)
উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩১.
অন্ধবধূর পায়ের তলায় কী পড়েছিল?
Ο ক)
কাদা
Ο খ)
ঝরাফুল
Ο গ)
কাঁটা
Ο ঘ)
ঝরা-বকুল
সঠিক উত্তর: (ঘ)
৩২.
যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক)
আত্মমগ্নতা
Ο খ)
প্রকৃতিচেতনা
Ο গ)
নাগরিকতা
Ο ঘ)
পল্লিপ্রীতি
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
অন্ধবধূর স্বামী যদি আরেকটি বিয়ে করে তাহলে তার কোন পরিবর্তন লক্ষ করা যাবে?
Ο ক)
ঘন ঘন চিঠি লেখা
Ο খ)
প্রবাস জীবনের অবসান ঘটানো
Ο গ)
চাকরি ছেড়ে দেওয়া
Ο ঘ)
বাড়ি আসার জন্য আগ্রহ
সঠিক উত্তর: (ঘ)
৩৪.
যতীন্দ্রমোহন বাগচীর কোন গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়?
Ο ক)
অপরাজিতা
Ο খ)
জাগরণী
Ο গ)
মহাভারতী
Ο ঘ)
বন্ধুর দান
সঠিক উত্তর: (গ)
৩৫.
দিঘির শীতল জলের পরশ অন্ধবধূর কাছে কিসের মতো মনে হয়েছে?
Ο ক)
মায়ের স্নেহের মতো
Ο খ)
বাবার আদরের মতো
Ο গ)
শ্বশুরের আদরের মতো
Ο ঘ)
স্বামীর ভালোবাসার মতো
সঠিক উত্তর: (ক)
৩৬.
বকুল ফুল প্রসঙ্গে অন্ধবধূর কথোপকথন যেটি প্রমাণ করে –
i. প্রকৃতি প্রেম
ii. প্রকৃতি বিদ্বেষ
iii. বকুল ফুলের গন্ধ ভালো
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
বধূটি কোন ধরনের প্রতিবন্ধী?
Ο ক)
শ্রবণ প্রতিবন্ধী
Ο খ)
মানসিক প্রতিবন্ধী
Ο গ)
শারীরিক প্রতিবন্ধী
Ο ঘ)
দৃষ্টিপ্রতিবন্ধী
সঠিক উত্তর: (ঘ)
৩৮.
যতীন্দ্রমোহন বাগচী কীসের রূপ উন্মোচনে প্রসাসী হয়েছেন?
Ο ক)
গ্রামবাংলার শ্যামল স্নিগ্ধ রূপ
Ο খ)
নদীর রূপ
Ο গ)
দারিদ্র্যক্লিষ্ট মানুষের রূপ
Ο ঘ)
বনবনানীর
সঠিক উত্তর: (ক)
৩৯.
যতীন্দ্রমোহন বাগচীর কবিতার প্রধান উপকরণ হলো –
i. গ্রাম্যজীবনের অতি সাধারণ বিষয়
ii. গ্রাম্যজীবনের সুখ-দুঃখ
iii. গ্রাম্যজীবনের ধর্মীয় কুসংস্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪০.
‘টানিস কেন?’ – কে টানে?
Ο ক)
ঠাকুরঝি
Ο খ)
ছোট বোন
Ο গ)
মেয়ে
Ο ঘ)
ছেলে
সঠিক উত্তর: (ক)
৪১.
কোনটি যতীন্দ্রমোহন বাগচীর গ্রন্থ?
Ο ক)
দেখা
Ο খ)
লেখা
Ο গ)
খেয়া
Ο ঘ)
বহ্নি
সঠিক উত্তর: (খ)
৪২.
‘ওমা, এ যে ঝরা-বকুল! নয়?’ এ চরণটির বক্তা হলো –
Ο ক)
ঠাকুরঝি
Ο খ)
অন্ধবধূ
Ο গ)
কবি
Ο ঘ)
পথিক
সঠিক উত্তর: (খ)
৪৩.
অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়নি, কারণ –
i. বাড়িতে শাশুড়ি জ্বালায়
ii. বাড়িতে নিঃসঙ্গতা গ্রাস করে
iii. প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৪.
‘অন্ধবধূ’ কবিতার চেতনা থেকে মনে হয়, অন্ধবধূ –
i. নৈরাশ্যবাদী মানুষ নয়
ii. আশাহীন মানুষ
iii. জীবনের প্রতি মমত্ববোধসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৫.
ওমা ও যে ঝরা —-। শূন্যস্থানে কোনটি হবে?
Ο ক)
জুঁই
Ο খ)
বেলী
Ο গ)
শিউলি
Ο ঘ)
বকুল
সঠিক উত্তর: (ঘ)
৪৬.
অন্ধবধূর নিকট শান্তির জায়গা কোনটি?
Ο ক)
গৃহকোণ
Ο খ)
পুকুর ঘাট
Ο গ)
বৃক্ষতল
Ο ঘ)
ঘরের দাওয়া
সঠিক উত্তর: (খ)
৪৭.
দিঘির জল কী ভুলায়?
Ο ক)
মনের ব্যথা
Ο খ)
প্রাণের শোক
Ο গ)
হৃদয় দহন
Ο ঘ)
হৃদয় জ্বালা
সঠিক উত্তর: (ক)
৪৮.
অন্ধবধূর কাছে কার পরশ মায়ের স্নেহের মতো?
Ο ক)
ঘরের সামনের গাছটি
Ο খ)
বৃষ্টির জল
Ο গ)
পুকুরের জল
Ο ঘ)
গৃহকোণ
সঠিক উত্তর: (গ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে।
৪৯.
এখানে ‘অন্ধবধূ’ কবিতার বিপরীত অভিব্যক্তি হিসেবে কোনটি প্রকাশিত হয়েছে?
Ο ক)
অতৃপ্তি
Ο খ)
পরিতৃপ্তি
Ο গ)
বেদনাবোধ
Ο ঘ)
একাকিত্ব
সঠিক উত্তর: (খ)
৫০.
এই অভিব্যক্তি অন্ধবধূর জীবনে থাকত যদি –
i. প্রতিবন্ধকতা না থাকত
ii. স্বামী প্রবাসে না থাকত
iii. শাশুড়ির গঞ্জনা না থাকত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
0 responses on "এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় - ২০: পদ্য - অন্ধবধূ"