এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ১৭: পদ্য – কপোতাক্ষ নদ
১.
অমিত্রাক্ষর ছন্দ ও সনেট বাংলা সাহিত্যে কী যোগ করেছে?
Ο ক)
নতুন ভাব
Ο খ)
নতুন বিষয়
Ο গ)
নতুন মাত্রা
Ο ঘ)
নতুন ভাষা
সঠিক উত্তর: (গ)
২.
‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে’ কবির দেখা দেশ হচ্ছে –
i. ব্রিটেন
ii. ফ্রান্স
iii. ইরাক
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩.
‘দুগ্ধস্রোতোরূপ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
Ο ক)
সাগরদাঁড়িকে
Ο খ)
বাংলা ভাষার মাধুর্যকে
Ο গ)
স্বদেশের প্রতি মমতাকে
Ο ঘ)
কপোতাক্ষ নদকে
সঠিক উত্তর: (ঘ)
৪.
কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি জানিয়েছেন –
i. তাঁকে বন্ধুর মতো স্মরণ করতে
ii. বঙ্গবাসীদের কাছে তাঁর কাতরতা পৌঁছে দিতে
iii. বঙ্গদেশকে অবজ্ঞা না করার জন্য মিনতি জানাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫.
কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবির কাছে কেমন?
Ο ক)
ভ্রান্তির ছলনা
Ο খ)
নিশার স্বপন
Ο গ)
বঙ্গের সংগীত
Ο ঘ)
মায়া মন্ত্রধ্বনি
সঠিক উত্তর: (ক)
৬.
মধুসূদনকে ইংরেজী ভাষায় সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে তাঁর –
i. পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা
ii. নিজেকে বিশ্ববিস্তৃত করার তীব্র ইচ্ছা
iii. ইংরেজীতে সাহিত্যচর্চার তীব্র আবেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭.
চতুর্দশপদী কবিতার প্রবর্তক কে?
Ο ক)
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ)
বঙ্কিমচন্দ্র চট্ট্যোপাধ্যায়
Ο গ)
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ)
বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর: (ক)
৮.
কাব্য ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য অবদান হলো –
i. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন
ii. সনেট রচনা
iii. সার্থক মহাকাব্য রচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯.
মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক –
i. কৃষ্ণকুমারী, শাহজাহান
ii. বিসর্জন, শর্মিষ্ঠা
iii. কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০.
‘তিলোত্তমাসম্ভব’ মধুসূদনের কোন ধরনের রচনা?
Ο ক)
নাটক
Ο খ)
কাব্য
Ο গ)
প্রহসন
Ο ঘ)
উপন্যাস
সঠিক উত্তর: (খ)
১১.
ঘঙঘঙচচ – এটি চতুর্দশপদী কবিতার কোন চরণগুলোর অন্ত্যমিল?
Ο ক)
শেষ ছয় চরণ
Ο খ)
প্রথম ছয় চরণ
Ο গ)
প্রথম আট চরণ
Ο ঘ)
শেষ আট চরণ
সঠিক উত্তর: (ক)
১২.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?
Ο ক)
অষ্টকের প্রথমে
Ο খ)
ষষ্ঠকের প্রথমে
Ο গ)
অষ্টকের শেষে
Ο ঘ)
ষষ্ঠকের শেষে
সঠিক উত্তর: (গ)
১৩.
‘তিলোত্তমাসম্ভব কাব্য’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ο ক)
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ)
কাজী নজরুল ইসলাম
Ο গ)
জসীমউদদীন
Ο ঘ)
মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর: (ঘ)
১৪.
বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য কে রচনা করেন?
Ο ক)
মাইকেল মধুসূদন দত্ত
Ο খ)
কায়কোবাদ
Ο গ)
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ο ঘ)
নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর: (ক)
১৫.
‘আর কি হে হবে দেখা? – যত দিন যাবে।’ উদ্ধৃত চরণে কবি কার সাথে দেখা হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন?
Ο ক)
সাগরদাঁড়ির
Ο খ)
মাতৃভূমির
Ο গ)
কপোতাক্ষের
Ο ঘ)
স্বজনদের
সঠিক উত্তর: (গ)
১৬.
মধুকবি কোন ধর্ম ছেড়ে কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন?
Ο ক)
হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্মে
Ο খ)
হিন্দুধর্ম ছেড়ে বৌদ্ধধর্মে
Ο গ)
হিন্দুধর্ম ছেড়ে খ্রিস্টধর্মে
Ο ঘ)
হিন্দুধর্ম ছেড়ে ইহুদিধর্মে
সঠিক উত্তর: (গ)
১৭.
কপোতাক্ষ দুগ্ধ-স্রোতোরূপী হলে স্বদেশকে বলা চলে –
i. মা
ii. মাতা
iii. দুধের উৎস
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৮.
‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’ – এখানে কবিমনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
Ο ক)
ভয়
Ο খ)
সংশয়
Ο গ)
অনিশ্চয়তা
Ο ঘ)
আবেগ
সঠিক উত্তর: (খ)
১৯.
‘যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্রধ্বনি।’ এই পঙক্তির সাথে কবিমনের সংগতিপূর্ণ ভাবটি হলো –
Ο ক)
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
Ο খ)
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
Ο গ)
তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
Ο ঘ)
সতত, হে নদ, তুমি পড় মোর মনে
সঠিক উত্তর: (গ)
২০.
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
Ο ক)
ভারতচন্দ্র রায়গুণাকর
Ο খ)
রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ)
মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ)
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: (গ)
২১.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
Ο ক)
ফ্রান্সে
Ο খ)
ইংল্যন্ডে
Ο গ)
ইতালিতে
Ο ঘ)
আমেরিকায়
সঠিক উত্তর: (ক)
২২.
‘কৃষ্ণকুমারী’র সাথে ‘পদ্মাবতী’র সাদৃশ্য মূলত –
i. বিষয়ে
ii. ভাবে
iii. আঙ্গিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৩.
মাইকেল মধুসূদন দত্তকে ইংরেজী ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে –
Ο ক)
পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা
Ο খ)
ইংরেজী ভাষার মোহ
Ο গ)
বিদেশপ্রীতি
Ο ঘ)
স্বদেশি ভাষার প্রতি অবজ্ঞা
সঠিক উত্তর: (ক)
২৪.
‘সতত তোমার কথা বাবি এ বিরলে’ – কবি কার কথা বলেছেন?
Ο ক)
কপোতাক্ষ নদ
Ο খ)
সাগরদাঁড়ি গ্রাম
Ο গ)
মাতৃভূমি
Ο ঘ)
বঙ্গজ জন
সঠিক উত্তর: (ক)
২৫.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় ব্যবহৃত ‘রাজরূপ’ শব্দটির গঠনপ্রক্রিয়া হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
Ο ক)
সন্ধির প্রক্রিয়ায় গঠিত
Ο খ)
সমাসের প্রক্রিয়ায় গঠিত
Ο গ)
প্রত্যয়ের প্রক্রিয়ায় গঠিত
Ο ঘ)
উপসর্গের প্রক্রিয়ায় গঠিত
সঠিক উত্তর: (খ)
২৬.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
Ο ক)
দেশাত্মমূলক
Ο খ)
স্মৃতিচারণমূলক
Ο গ)
কাহিনীমূলক
Ο ঘ)
নদীকেন্দ্রিক
সঠিক উত্তর: (খ)
২৭.
‘কপোতাক্ষ নদ’ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?
Ο ক)
ক খ ক খ ক খ খ ক
Ο খ)
ক খ খ গ ক খ খ গ
Ο গ)
ক খ খ ক ক খ কখ
Ο ঘ)
ক খ ক খ ক খ খ গ
সঠিক উত্তর: (ক)
২৮.
সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল –
Ο ক)
নির্দিষ্ট
Ο খ)
অনির্দিষ্ট
Ο গ)
সুনির্দিষ্ট
Ο ঘ)
অবিন্যস্ত
সঠিক উত্তর: (গ)
২৯.
কোথায় বসে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেন?
Ο ক)
ভার্সাই নগরীতে
Ο খ)
বার্লিন নগরীতে
Ο গ)
প্যারিস নগরীতে
Ο ঘ)
লন্ডন নগরীতে
সঠিক উত্তর: (ক)
৩০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় নিম্নলিখিত শব্দ পাওয়া যায় –
i. বারি-রূপ, রাজরূপ
ii. বঙ্গজ, মিনতি
iii. কামরুপ, নিশিরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩১.
চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য নয় কোনটি?
Ο ক)
ষষ্টকে ভাবের প্রবর্তনা ও অষ্টকে ভাবের পরিণতি
Ο খ)
চৌদ্দ চরণ সমন্বিত ভাবসংগত
Ο গ)
গঠন প্রকৃতি ও চরণের মিল সুনির্দিষ্ট
Ο ঘ)
ছয় চরণের স্তবককে ষষ্টক বলে
সঠিক উত্তর: (ক)
৩২.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী পরিচয় পাওয়া যায়?
Ο ক)
নদীপ্রেমের
Ο খ)
নিগর্সপ্রতির
Ο গ)
প্রকৃতির প্রতি মমত্ববোধের
Ο ঘ)
স্মৃতিকাতরতা
সঠিক উত্তর: (ঘ)
৩৩.
‘কপোতাক্ষ নদ’ কবিতার ষটক – এর মেলবন্ধন কোনটি?
Ο ক)
ঘঙচ-ঘঙচ
Ο খ)
কখক-ককখ
Ο গ)
গঘ গঘ গঘ
Ο ঘ)
কখ কখ কখ
সঠিক উত্তর: (গ)
৩৪.
‘মাইকেল’ – এটি কোন ভাষার শব্দ?
Ο ক)
আরবি
Ο খ)
Ο গ)
বাংলা
Ο ঘ)
হিন্দি
সঠিক উত্তর: (খ)
৩৫.
‘ভ্রান্তির ছলনে’ অর্থ কী?
Ο ক)
ভুলের ছলনায়
Ο খ)
আশার ছলনায়
Ο গ)
পাওয়ার ছলনায়
Ο ঘ)
হারাবার ছলনায়
সঠিক উত্তর: (ক)
৩৬.
‘বারি-রূপ কর তুমি।’ এখানে ‘কর’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক)
কাজ
Ο খ)
হাত
Ο গ)
রাজস্ব
Ο ঘ)
করা
সঠিক উত্তর: (গ)
৩৭.
বাংলা কাব্যে মধুসূদনের উল্লেখযোগ্য অবদান হলো –
i. অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন
ii. সনেট প্রবর্তন
iii. গীতিকবিতা প্রবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৮.
কোথায় বসবাসকালে কবির মনে জন্মভূমির বেদনাবিধুর স্মৃতি জেগে ওঠে?
Ο ক)
কলকাতায়
Ο খ)
যুক্তরাজ্যে
Ο গ)
ফ্রান্সে
Ο ঘ)
মাদ্রাজে
সঠিক উত্তর: (গ)
৩৯.
মাইলেক মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৯৭৩ সালের –
Ο ক)
২৫ মার্চ
Ο খ)
১৭ জুন
Ο গ)
২৯ জুন
Ο ঘ)
৩০ জুন
সঠিক উত্তর: (গ)
৪০.
‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।’ – এ চিত্রকল্পে যেটি ফুটে উঠেছে –
Ο ক)
ভালোবাসার আকুলতা
Ο খ)
বিরহের ব্যাকুলতা
Ο গ)
সান্নিধ্যের উদ্বেলতা
Ο ঘ)
বিচ্ছেদের প্রতিকূলতা
সঠিক উত্তর: (ক)
৪১.
কপোতাক্ষ নদের অন্তরালে অভিব্যক্ত হয়েছে কবির –
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশের প্রতি মমত্ববোধ
iii. বাংলা ভাষার প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪২.
সনেট কবিতায় কয়টি লাইন থাকে?
Ο ক)
১২টি
Ο খ)
১৩টি
Ο গ)
১৪টি
Ο ঘ)
১৬টি
সঠিক উত্তর: (গ)
৪৩.
সনেটের বৈশিষ্ট্য কী?
Ο ক)
আট চরণ, চৌদ্দ মাত্রা
Ο খ)
চৌদ্দ চরণ, আট মাত্রা
Ο গ)
আট চরণ, আট মাত্রা
Ο ঘ)
ছয় চরণ, ছয় মাত্রা
সঠিক উত্তর: (খ)
৪৪.
কোন কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তাঁর দেশপ্রেম প্রকাশিত হয়েছে?
Ο ক)
তিতাস
Ο খ)
কপোতাক্ষ নদ
Ο গ)
বাংলা আমার
Ο ঘ)
স্বাধীনতা তুমি
সঠিক উত্তর: (খ)
৪৫.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে –
Ο ক)
ভাষাপ্রীতি
Ο খ)
স্মৃতিকাতরতা
Ο গ)
নদীপ্রেম
Ο ঘ)
স্বাজত্যবোধ
সঠিক উত্তর: (খ)
৪৬.
‘কপোতাক্ষ নদ’ কবিতাটি পড়ার পর জুবায়ের নদটিকে স্বচক্ষে দেখতে চায়। তাকে কোথায় যেতে হবে?
Ο ক)
সিরাজগঞ্জ
Ο খ)
রাজশাহী
Ο গ)
যশোর
Ο ঘ)
সিলেট
সঠিক উত্তর: (গ)
৪৭.
‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
Ο ক)
মন্ত্রধ্বনি
Ο খ)
বিরলে
Ο গ)
ছলনে
Ο ঘ)
সখা-রীতে
সঠিক উত্তর: (খ)
৪৮.
কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় সাগরকে ‘রাজা’ সম্বোধন করেছেন কেন?
Ο ক)
রাজার প্রাচুর্যের মতো আগরে অঢেল পানি আছে
Ο খ)
রাজার ক্ষমতার মতো সাগরেরও অনেক ক্ষমতা
Ο গ)
যেকোনো নদীর চেয়ে সাগর অনেক বড়
Ο ঘ)
সকল নদীর স্রোত সাগরের কাছে আত্মসমর্পণ করে
সঠিক উত্তর: (ঘ)
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রোকন দেশপ্রেমিক। দেশের প্রকৃতিকে সে ভালোবাসে। নদীর সাথে তার আবাল্য সম্পর্ক। বিদেশে গেলে মন টেকে না। সব স্মৃতি থেকে একে একে ভেসে ওঠে মনের পর্দায়। সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতিবিজড়িত নদীটির কথা।
৪৯.
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়?
Ο ক)
কপোতাক্ষ নদ
Ο খ)
প্রাণ
Ο গ)
ঝর্ণার গান
Ο ঘ)
সাহসী জননী বাংলা
সঠিক উত্তর: (ক)
৫০.
‘কপোতাক্ষ নদ’ কবিতায় যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে তা হলো –
i. ভ্রান্ত আবেগে
ii. স্মৃতিকাতরতা
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
ii ও iii
Ο গ)
i ও iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
0 responses on "এসএসসি পড়ালেখা || বাংলা ১মপত্র অধ্যায় - ১৭: পদ্য - কপোতাক্ষ নদ"