এসএসসি পড়ালেখা|| বাংলা ১মপত্র অধ্যায় – ১৩: গদ্য – একাত্তরের দিনগুলি

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ১৩: গদ্য – একাত্তরের দিনগুলি
১.

জাহানারা ইমাম বাঙালি জাতির কাছে পরিচিত –

Ο ক)

শিক্ষক হিসেবে

Ο খ)

কবি হিসেবে

Ο গ)

শিল্পী হিসেবে

Ο ঘ)

শহিদ জননী হিসেবে

সঠিক উত্তর: (ঘ)

২.

‘একাত্তরের দিনগুলি’ রচনায় যে ফুলের নাম উল্লেখ আছে –

i. বনি প্রিন্স

ii. এনা হার্কনেস

iii. পাসকালি

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩.

‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় সালেহ আহমদের ছদ্মনামে কে খবর পাঠ করতেন?

Ο ক)

হাসান ইমাম

Ο খ)

ইমাম হাসান

Ο গ)

মোহাম্মদ আলী

Ο ঘ)

আহমেদ চৌধুরী

সঠিক উত্তর: (ক)

৪.

বাগান পরিচর্যার সাথে সাদৃশ্যপূর্ণ শব্দ হলো –

Ο ক)

ড্রিল মেশিন

Ο খ)

হ্যাকসো ব্লেড

Ο গ)

খুরপি

Ο ঘ)

জোয়াল

সঠিক উত্তর: (গ)

৫.

১৯৭১ সালের ২৫ মে ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছিল?

Ο ক)

৪ জায়গায়

Ο খ)

৬ জায়গায়

Ο গ)

৮ জায়গায়

Ο ঘ)

১০ জায়গায়

সঠিক উত্তর: (খ)

৬.

জাহানারা ইমামের স্বামী শরীফ মাসখানে আগে পত্রিকায় কার কথা পড়েছিলেন?

Ο ক)

হামিদুর রহমানের কথা

Ο খ)

মতিয়ুর রহমানের কথা

Ο গ)

নূর মোহাম্মদের কথা

Ο ঘ)

মুন্সী আব্দুর রউফের কথা

সঠিক উত্তর: (খ)

৭.

একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?

Ο ক)

দুই দিন

Ο খ)

তিন দিন

Ο গ)

চার দিন

Ο ঘ)

পাঁচ দিন

সঠিক উত্তর: (গ)

৮.

‘একাত্তরের দিনগুলি’ পাঠে পাঠক অনুপ্রাণিত হবে, উদ্বুদ্ধ হবে –

Ο ক)

স্বভাষাপ্রীতিতে

Ο খ)

যেকোনো প্রাণীর প্রতি ভালোবাসায়

Ο গ)

দেশপ্রেমে

Ο ঘ)

স্বাধিকার চেতনায়

সঠিক উত্তর: (ঘ)

৯.

মুক্তিফৌজদের উদ্দেশ্য কী ছিল?

Ο ক)

দেশকে শত্রুমুক্ত করা

Ο খ)

প্রতিশোধ নেওয়া

Ο গ)

নিজেদের শক্তি সম্পর্কে অবহিত করা

Ο ঘ)

আত্মরক্ষা করা

সঠিক উত্তর: (ক)

১০.

রুমীর শোকে লেখিকা প্রথম চোটে কোন কথাটা বলেছিলেন?

Ο ক)

তুমি মুক্তিযুদ্ধে যোগদান কর

Ο খ)

তাই করা হোক

Ο গ)

এটা একটা আলটিমেটাম

Ο ঘ)

মা শিগগির এসো

সঠিক উত্তর: (খ)

১১.

সৈয়দ আব্দুল আলী পেশায় কী ছিলেন?

Ο ক)

শিক্ষক

Ο খ)

ডেপুটি ম্যাজিস্ট্রেট

Ο গ)

ডাক্তার

Ο ঘ)

সাংবাদিক

সঠিক উত্তর: (খ)

১২.

লেখিকার মন ভয়ানক ক্ষিপ্ত –

i. দেশের পরিস্থিতিতে

ii. ছেলে পরীক্ষায় ফেল করেছে

iii. বড় ছেলে যুদ্ধে যাবে বলে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i ও iii

সঠিক উত্তর: (ক)

১৩.

একাত্তরের দিনগুলি স্মৃতিচারণমূলক রচনায় ‘কিন্তু আমার মনে পাষাণভার’ উক্তিটি কার?

Ο ক)

লেখিকার

Ο খ)

জামীর

Ο গ)

রুমীর

Ο ঘ)

বাবুর

সঠিক উত্তর: (ক)

১৪.

‘দুপুর থেকে সারা শহরে চাঞ্চল্য ও উত্তেজনা’ – কেন?

Ο ক)

পাকিস্তান আর্মির আত্মসমর্পণের কারণে

Ο খ)

গোলাগুলির কারণে

Ο গ)

বুদ্ধিজীবীদের হত্যার কারণে

Ο ঘ)

গণিত লাশের স্তূপ দেখে

সঠিক উত্তর: (ক)

১৫.

কোন বানানগুচ্ছটি সঠিক?

Ο ক)

স্ফুলিঙ্গ, জ্বলা

Ο খ)

স্ফূলিঙ্গ, জ্বলা

Ο গ)

স্ফুলিংগ, জলা

Ο ঘ)

স্ফুলিঙ্গো, জ্বলা

সঠিক উত্তর: (ক)

১৬.

কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়?

Ο ক)

গজকচ্ছপ

Ο খ)

সাতটি তারার ঝিকিমিকি

Ο গ)

চাচা কাহিনী

Ο ঘ)

ক্যান্সারের সঙ্গে বসবাস

সঠিক উত্তর: (গ)

১৭.

১৯৭১ সালের ১৭ মে পত্রিকায় যেসব শিল্পী-বুদ্ধিজীবীর নামে বিবৃতি ছাপা হয়েছিল তাদের অধিকাংশই সই করেছিলেন –

i. বেয়েনেটের মুখে

ii. বিবৃতি না পড়েই

iii. বেঁচে থাকার কৌশল হিসেবে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮.

জাহানারা ইমামের উপাধি কী?

Ο ক)

বীর প্রতীক

Ο খ)

শহিদ জননী

Ο গ)

বীর উত্তম

Ο ঘ)

জগৎ জননী

সঠিক উত্তর: (খ)

১৯.

জাহানারা ইমামকে ‘শহিদ জননী’ বলা হয় কেন?

Ο ক)

ছেলে যুদ্ধে শহিদ হয়েছে বলে

Ο খ)

তাঁর নাম

Ο গ)

তাঁর বাবা আদর করে ডাকতেন

Ο ঘ)

অনেক মুক্তিযোদ্ধাকে বাঁচিয়েছেন

সঠিক উত্তর: (ক)

২০.

যদিও সারাদেশ থেকে পিস উধাও – বলতে কী বোঝানো হয়েছে?

Ο ক)

ভাষা আন্দোলনের কারণে রাজনৈতিক অস্থিরতা

Ο খ)

যুদ্ধের কারণে বিরাজমান অশান্তি

Ο গ)

বাংলাদেশে পিস ফুল পাওয়া যায় না

Ο ঘ)

পিস ফুল পৃথিবীতেই দুর্লভ

সঠিক উত্তর: (খ)

২১.

‘গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাবারই অবকাশ পাইনি’ – এখানে কোন নেশার কথা বলা হয়েছে?

Ο ক)

বাগান করার নেশা

Ο খ)

বই পড়ার নেশা

Ο গ)

রান্না করার নেশা

Ο ঘ)

পাঠদানের নেশা

সঠিক উত্তর: (ক)

২২.

‘একাত্তরের দিনগুলি’ রচনায় ‘হাত পা বাঁধা’ গুলিতে মরা লাশ’ – দেখা গিয়েছিল কোথায়?

Ο ক)

ডাস্টবিনে

Ο খ)

রাস্তায়

Ο গ)

নদীতে

Ο ঘ)

নর্দমায়

সঠিক উত্তর: (গ)

২৩.

‘একাত্তরের দিনগুলি’ রচনায় মে মাসের কত তারিখ থেকে প্রাইমারি স্কুল খোলা রাখার হুকুম জারি হয়েছিল?

Ο ক)

১ তারিখ

Ο খ)

২ তারিখ

Ο গ)

৫ তারিখ

Ο ঘ)

৯ তারিখ

সঠিক উত্তর: (ক)

২৪.

‘আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে।’ এখানে ‘দুর্যোগের মেঘ’ কীসের ইঙ্গিত দিচ্ছে?

Ο ক)

বিপদের

Ο খ)

বৃষ্টির

Ο গ)

বন্যার

Ο ঘ)

জলোচ্ছ্বাসের

সঠিক উত্তর: (ক)

২৫.

লেখিকার প্রথম সন্তান রুমী কোন সময়ে শহিদ হন?

Ο ক)

ভাষা আন্দোলনে

Ο খ)

যুদ্ধের প্রথমে

Ο গ)

যুদ্ধের মাঝামাঝি সময়ে

Ο ঘ)

যুদ্ধের শেষদিকে

সঠিক উত্তর: (ঘ)

২৬.

জাহানারা ইমাম বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন কেন?

Ο ক)

সাহিত্যকর্মে অবদানের জন্য

Ο খ)

মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য

Ο গ)

মুক্তিযুদ্ধে সন্তান হারানোর জন্য

Ο ঘ)

মুক্তিযুদ্ধে স্বামী হারানোর জন্য

সঠিক উত্তর: (ক)

২৭.

১৯৭১ সালে জোর করে শিল্পী-বুদ্ধিজীবীদের সই নিয়ে পত্রিকায় বিবৃতি ছাপানোর প্রকৃত উদ্দেশ্য কী?

Ο ক)

শিল্পী-বুদ্ধিজীবীদের হানাদারদের পক্ষে রাখা

Ο খ)

হানাদারদের অত্যাচার-নির্যাতনকে বৈধ প্রমাণ করা

Ο গ)

যুদ্ধের বিরুদ্ধে সুশীল সমাজের মতামত তুলে ধরা

Ο ঘ)

আন্তর্জাতিক মহল থেকে নিজের প্রতি সমর্থন আদায় করা

সঠিক উত্তর: (ঘ)

২৮.

স্বাধীন বাংলা বেতারে প্রচারিত চরমপত্রের মূল উদ্দেশ্য –

i. মৃত্যুর পূর্ব সময়ে লিখিত উপদেশ

ii. শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্র

iii. শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৯.

বাগান করা নেশার মাধ্যমে উপকৃত দিক –

i. দুঃখ-কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়

ii. মাখনের মতো রঙের ফুল হয়

iii. ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখা যায়

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩০.

মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকেন?

Ο ক)

বনানীতে

Ο খ)

গুলশানে

Ο গ)

বারিধারায়

Ο ঘ)

উত্তরায়

সঠিক উত্তর: (খ)

৩১.

মাখনের মতো রং কোন ফুলের?

Ο ক)

সিমোন

Ο খ)

পিস

Ο গ)

ল্যাভেন্ডার

Ο ঘ)

বুকানিয়ার

সঠিক উত্তর: (খ)

৩২.

কারও বাড়িতে যদি হাই-ব্রিড টি-রোজের গাছ থাকে এবং তাতে কালচে মেরুন রঙের গোলাপ ফোটে তাহলে সেই গোলাপের নাম হতে পারে –

i. বুকানিয়ার

ii. এনা হার্কনেস

iii. বনি প্রিন্স

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৩.

তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখব? এখানে ‘কাদের’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে?

Ο ক)

মুক্তিযোদ্ধাদের

Ο খ)

মিলিটারিদের

Ο গ)

পরিবারের সদস্যদের

Ο ঘ)

দরিদ্র মানুষদের

সঠিক উত্তর: (ক)

৩৪.

‘একাত্তরের দিনগুলি’ স্মৃতিচারণমূলক রচনায় বাগানে বেশ কটা কী গাছ আছে?

Ο ক)

রজনীগন্ধা

Ο খ)

বেলী ফুল

Ο গ)

জু৭েই

Ο ঘ)

গোলাপ

সঠিক উত্তর: (ঘ)

৩৫.

১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল?

Ο ক)

শনিবার

Ο খ)

রবিবার

Ο গ)

সোমবার

Ο ঘ)

মঙ্গলবার

সঠিক উত্তর: (ঘ)

৩৬.

সদরঘাট, সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না কেন?

Ο ক)

মানুষের ভিড়ে

Ο খ)

পচা মাছের দুর্গন্ধে

Ο গ)

পচা লাশের দুর্গন্ধে

Ο ঘ)

অতিরিক্ত যানবাহনের জন্য

সঠিক উত্তর: (গ)

৩৭.

চরমপত্র পড়া হয়েছিল –

i. বাংলা ভাষায়

ii. খাঁটি ঢাকাইয়া ভাষায়

iii. শুদ্ধ ভাষায়

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৮.

চরমপত্রের শেষ দুটি লাইন কোন ভাষায় ছিল?

Ο ক)

চট্টগ্রামের ভাষায়

Ο খ)

নোয়াখালির ভাষায়

Ο গ)

বরিশালের ভাষায়

Ο ঘ)

ঢাকাইয়া ভাষায়

সঠিক উত্তর: (ঘ)

৩৯.

ঢাকায় মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতার কথা কখন জাহানারা ইমামের পরিবারের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হলো?

Ο ক)

বাংলা সংবাদ শোনার পর

Ο খ)

চরমপত্র শোনার পর

Ο গ)

করিমের মুখে শোনার পর

Ο ঘ)

পত্রিকায় পড়ার পর

সঠিক উত্তর: (খ)

৪০.

‘মুক্তিফৌজ! কথাটা এত ভারী’ – এটি কোন ধরনের বাক্য?

Ο ক)

জিজ্ঞাসা সূচক

Ο খ)

প্রশ্নসূচক

Ο গ)

সমাপ্তিসূচক

Ο ঘ)

বিস্ময়সূচক

সঠিক উত্তর: (ঘ)

৪১.

৭১ সালের ২৫ মে সন্ধ্যায় জাহানারা ইমামের সারা শরীর কাঁটা দিয়ে উঠল কেন?

Ο ক)

হানাদারদের অত্যাচারের কথা শুনে

Ο খ)

ছেলে রুমীর বন্দি হওয়ার কথা শুনে

Ο গ)

মুক্তিফৌজের গেরিলা প্রতিঘাতের কথা শুনে

Ο ঘ)

বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার কথা শুনে

সঠিক উত্তর: (গ)

৪২.

বাগান করার নেশাটা কার ছিল?

Ο ক)

রুমীর

Ο খ)

লেখিকার

Ο গ)

জামীর

Ο ঘ)

শরীফের

সঠিক উত্তর: (খ)

৪৩.

‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকা বাগানে গিয়েছেন কখন?

Ο ক)

নাশতা খাবার আগে

Ο খ)

নাশতা খেতে খেতে

Ο গ)

নাশতা খাবার পর

Ο ঘ)

সন্ধ্যার কিছুক্ষণ পর

সঠিক উত্তর: (গ)

৪৪.

‘একাত্তরে দিনগুলি’ রচনায় শান্তিনগরে –

i. বাবুর মামার বাসা

ii. করিমের বাসা

iii. করিমের দুলাভাইয়ের বাসা

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৫.

জাহানারা ইমাম ও করিমের কথোপকথন থেকে জানা যায় –

i. ঢাকায় হানাদাররা গণহত্যা চালাচ্ছিল

ii. ঢাকার কোন স্থানই আর নিরাপদ ছিল না

iii. করিমের বাড়ি এলিফ্যান্ট রোডে অবস্থিত

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৬.

শরীফের কুলখানি ছিল কত তারিখে?

Ο ক)

২৫ মে, ১৯৭১

Ο খ)

৫ সেপ্টেম্বর, ১৯৭১

Ο গ)

১১ অক্টোবর, ১৯৭১

Ο ঘ)

১৬ ডিসেম্বর, ১৯৭১

সঠিক উত্তর: (ঘ)

৪৭.

‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি’ – কোন মতকে?

Ο ক)

মার্সি পিটিশন করার সিদ্ধান্তকে

Ο খ)

মার্সি পিটিশন না করার সিদ্ধান্তকে

Ο গ)

রুমীকে দেখতে না যাওয়ার সিদ্ধান্তকে

Ο ঘ)

রুমীকে দেখতে যাওয়ার সিদ্ধান্তকে

সঠিক উত্তর: (খ)

* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:

ছিনতাইয়ের অভিযোগে কামাল সাহেবের একমাত্র ছেলে লাবিবকে ধরে নিয়ে গেছে পুলিশ। খবর পেযেও কামাল সাহেব থানায় যান নি। তিনি মনেপ্রাণে ছেলের শাস্তি কামনা করেন।

৪৮.

উদ্দীপকের কামাল সাহেবের সাথে ‘একাত্তরের দিনগুলি’ রচনার লেখিকার স্বামীর মধ্যে কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে?

Ο ক)

আদর্শের দিক থেকে

Ο খ)

বয়সের দিক থেকে

Ο গ)

থানায় না যাওয়ার দিক থেকে

Ο ঘ)

শাস্তি কামনার দিক থেকে

সঠিক উত্তর: (ক)

৪৯.

উদ্দীপকের লাবিবের সাথে ‘একাত্তরের দিনগুলি’ রচনার বৈসাদৃশ্য মূলত –

i. চেতনায়

ii. অপরাধে

iii. বন্দিত্বে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫০.

উদ্দীপকের লাবিবের তুলনায় ‘একাত্তরের দিনগুলি’ রচনার রুমীর বন্দিত্ব সর্বাংশেই –

i. অপমানের

ii. গৌরবের

iii. দেশপ্রেমের

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline