📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এসএসসি পড়ালেখা|| বাংলা ১মপত্র অধ্যায় – ১: গদ্য – পালামৌ

এসএসসি (ssc) বা মাধ্যমিকি || বাংলা ১মপত্র
অধ্যায় – ১: গদ্য – পালামৌ
১.

‘পালমৌ’ রচনায় লেখক চমৎকৃত হয়েছেন কেন?

Ο ক)

ছাত্রদের শয়নকক্ষ দেখে

Ο খ)

শিক্ষকের থাকার ব্যবস্থা দেখে

Ο গ)

কলাকাঁদির হিসাব দেখে

Ο ঘ)

কোল নারীদের নাচ দেখে

সঠিক উত্তর: (গ)

২.

কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা?

Ο ক)

মাধবীলতা

Ο খ)

পালামৌ

Ο গ)

দামিনী

Ο ঘ)

জলপ্রতাপ চাঁদ

সঠিক উত্তর: (খ)

৩.

‘পেনাল কোড যত ভালো হয় সাহস তত অন্তর্হিত হয়’- ‘পেনাল কোড’ দ্বারা লেখক কী বুঝিয়েছেন?

Ο ক)

ফৌজদারী মামলা দন্ডবিধি

Ο খ)

দেওয়ানী মামলার দন্ডবিধি

Ο গ)

দ্রুতবিচার মামলার দন্ডবিধি

Ο ঘ)

আন্তর্জাতিক মামলার দন্ডবিধি

সঠিক উত্তর: (ক)

৪.

পর্বত সম্বন্ধে দুরত্ব স্থির করা বাঙালির পক্ষে কঠিন কারণ-

i. অনভিজ্ঞ

ii. বুদ্ধির অভাব

iii. শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i ও iii

সঠিক উত্তর: (ক)

৫.

পালামৌর বনে কোন গাছ একেবারেই নেই?

Ο ক)

তাল

Ο খ)

তমাল

Ο গ)

শাল

Ο ঘ)

হিন্তাল

সঠিক উত্তর: (ঘ)

৬.

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পান্ডিত্য অর্জন করেন-

i. ইংরেজী সাহিত্যে

ii. ইতিহাস

iii. বিজ্ঞানে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৭.

পাহাড়ের দূরত্বকে পাঁচ মিনিটের পথ ভেবে পনেরো মিনিট হাঁটার পর পাহাড়কে আরও কত মিনিটের দুরত্ব মনে হলো?

Ο ক)

পাঁচ মিনিটের

Ο খ)

দশ মিনিটের

Ο গ)

পনেরো মিনিটের

Ο ঘ)

বিশ মিনিটের

সঠিক উত্তর: (ক)

৮.

যে পাহাড় দেখে লেখক চমৎকৃত হয়েছিল তার বৈশিষ্ট্য কী?

Ο ক)

কালো পাথরে গঠিত

Ο খ)

জঙ্গলে পরিপূর্ণ

Ο গ)

অখন্ড পাথরে গঠিত

Ο ঘ)

সাদা পাথরে গঠিত

সঠিক উত্তর: (গ)

৯.

‘দামিনী’ সঞ্জীবচন্দ্রের কোন ধরনের গ্রন্থ?

Ο ক)

প্রবন্ধগ্রন্থ

Ο খ)

নাটক

Ο গ)

উপন্যাস

Ο ঘ)

গল্পগ্রন্থ

সঠিক উত্তর: (ঘ)

১০.

3

‘পালামৌ’ রচনায় লেখকের ধারণা ছিল, পালামৌ একটি-

i. পরগণা

ii. প্রবল শহর

iii. সুখের স্থান

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১১.

লেখকের গাড়ি কোন নদীর পারে থামল?

Ο ক)

বরাকর

Ο খ)

বরাক

Ο গ)

সুরমা

Ο ঘ)

দামোদর

সঠিক উত্তর: (ক)

১২.

পালামৌ পরগনার অধিবাসী সম্পর্কে লেখকের অভিব্যক্তি হলো-

i. প্রস্তরময়

ii. কণ্টকাকীর্ণ

iii. কদাচারী

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৩.

‘সেখানে একবার একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম।’ সেই পাহাড়টি ছিল-

i. একশিলা বিশিষ্ট

ii. জঙ্গলাকীর্ণ

iii. পরিষ্কার পরিচ্ছন্ন

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

i ও ii

Ο ঘ)

ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪.

লেখক কখন একটি সুন্দর পর্বতের নিকট দিয়ে যাচ্ছিলেন?

Ο ক)

পূর্বাহ্ণে

Ο খ)

মধ্যাহ্ণে

Ο গ)

অপরাহ্ণে

Ο ঘ)

প্রত্যুষে

সঠিক উত্তর: (গ)

১৫.

লিখতে বসে পালামৌর স্মৃতি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সঠিকভাবে স্মরণ হচ্ছিল না কেন?

Ο ক)

বহুদিন পর লিখেছিলেন বলে

Ο খ)

স্মৃতিশক্তি নষ্ট হয়েছিল বলে

Ο গ)

বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বলে

Ο ঘ)

পালামৌর স্মৃতি দুঃসহ ছিল বলে

সঠিক উত্তর: (ক)

১৬.

কলাকাঁদির হিসাব দেখে লেখক চমৎকৃত হয়েছেন কারণ-

i. পূর্বে এ রকম দেখেন নি

ii. নিজেদের দেশের সাথে মিলেছে বলে

iii. তাদের পরিবারে এমনা ছিল বলে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

i ও ii

Ο ঘ)

iii

সঠিক উত্তর: (ক)

১৭.

‘পালামৌ’ ভ্রমণকাহিনী একটি-

i. আত্মজীবনীমূলক রচনা

ii. গবেষণাধর্মী রচনা

iii. স্মৃতিচারণমূলক রচনা

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১৮.

‘সাহেব একটি পয়সা, সাহেব একটি পয়সা’- এই চিৎকার-

i. কোলদের বালক বালিকার

ii. কুলিদের বালক বালিকার

iii. সম্ভ্রান্ত বঙ্গবাসীদের বালক বালিকার

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৯.

লেখক যখন পালামৌতে যান, তখন ছিল-

Ο ক)

শীতকাল

Ο খ)

গ্রীষ্মকাল

Ο গ)

বর্ষাকাল

Ο ঘ)

হেমন্তকাল

সঠিক উত্তর: (ক)

২০.

পাহাড়ের ফাটলে কী গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে?

Ο ক)

তমাল

Ο খ)

বকুল

Ο গ)

শাল

Ο ঘ)

অশ্বত্থ

সঠিক উত্তর: (ঘ)

২১.

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের –

i. সহোদর

ii. অনুজ

iii. অগ্রজ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২২.

কোল সম্প্রদায়-

i. বন্য জাতি

ii. খর্বাকৃতি

iii. কৃষ্ণবর্ণ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৩.

লেখক তাঁর বন্ধুদের উপহাস করত, কারণ তারা –

Ο ক)

নিরন্তর পালামৌয়ের বৃত্তান্ত রচনা করতে বলত

Ο খ)

তাঁর চেহারা নিয়ে কটু কথা বলত

Ο গ)

হাস্যকর ভঙ্গিমা করে দেখাত

Ο ঘ)

মেধায় লেখকের সমকক্ষ ছিল না

সঠিক উত্তর: (ক)

২৪.

পালামৌ প্রবেশ করে লেখক দেখলেন-

i. নদী

ii. গ্রাম

iii. পর্বত

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৫.

লেখক যে শিশুটিকে পয়সা দিয়েছিলেন তার বয়স কত?

Ο ক)

দুই বছর

Ο খ)

আড়াই বছর

Ο গ)

তিন বছর

Ο ঘ)

চার বছর

সঠিক উত্তর: (ক)

২৬.

পালমৌর নিকট স্থান কোনটি?

Ο ক)

কাঠি

Ο খ)

রাঁচি

Ο গ)

চেন্নাই

Ο ঘ)

রাজস্থান

সঠিক উত্তর: (খ)

২৭.

লেখকের কোথায় যাওয়া একান্ত স্থির হলো?

Ο ক)

মামার বাড়ি

Ο খ)

আফগানিস্তান

Ο গ)

পালামৌ

Ο ঘ)

কাবুল

সঠিক উত্তর: (গ)

২৮.

‘বঙ্গবাসীদের কেবল মাঠ দেখার অভ্যাস।’ এই পঙ্কক্তি দ্বারা লেখক বুঝিয়েছেন-

i. বঙ্গবাসীরা সমতল ভূমির বাসিন্দা

ii. মাঠই তাদের জীবিকার প্রধান উৎস

iii. তারা পাহাড়ী অঞ্চল সচরাচর দেখে না।

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৯.

লেখকের গাড়ি কোন নদীর পাড়ে গিয়ে থেমেছিল?

Ο ক)

দামোদর

Ο খ)

যমুনা

Ο গ)

গঙ্গা

Ο ঘ)

বরাকর

সঠিক উত্তর: (ঘ)

৩০.

‘গল্প করা এ বয়সের রোগ’- এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?

Ο ক)

বদ অভ্যাস

Ο খ)

বয়সের বাতিক

Ο গ)

বাচালতা

Ο ঘ)

পান্ডিত্য

সঠিক উত্তর: (খ)

৩১.

বঙ্গবাসীরা মৃত্তিকার সামান্য স্তুপ দেখেও আনন্দ পায, কারণ-

Ο ক)

তারা মাটি খুব পছন্দ করে

Ο খ)

তারা প্রত্যহ এটি দেখেই অভ্যস্ত

Ο গ)

মৃত্তিকা পূজার সুবিধা হবে ভেবে

Ο ঘ)

তাদের কেবল মাঠ দেখা অভ্যাস

সঠিক উত্তর: (ঘ)

৩২.

রামেশ্বরের অদৃষ্ট গল্পগ্রন্থের রচয়িতা কে?

Ο ক)

রঙ্গলাল বন্ধ্যোপাধ্যায়

Ο খ)

হেমন্ত বন্দ্যোপাধ্যায়

Ο গ)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Ο ঘ)

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: (ঘ)

৩৩.

পালামৌ থেকে প্রত্যাগমনের পর বন্ধুরা লেখককে সে বিষয়ে লিখতে বললে তিনি তখন কী করতেন?

Ο ক)

এড়িয়ে যেতেন

Ο খ)

উড়িয়ে দিতেন

Ο গ)

মুচকি হাসতেন

Ο ঘ)

উপহাস করতেন

সঠিক উত্তর: (ক)

৩৪.

‘পাথুরে ছেলে’ বলতে লেখক বুঝিয়েছেন-

i. কৃষ্ণবর্ণ ছেলে

ii. পাহাড়ি ছেলে

iii. পাষাণের মতো ছেলে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৫.

ক্ষুদ্র প্রান্তরে কোল বালকেরা কী করছিল?

Ο ক)

ছোটাছুটি করছিল

Ο খ)

ভেড়া চরাচ্ছিল

Ο গ)

মহিষ চরাচ্ছিল

Ο ঘ)

ঘাস কাটছিল

সঠিক উত্তর: (গ)

৩৬.

‘পালামৌ’ রচনায় ব্যবহৃত ‘নদী’, ‘পাহাড়’, ‘শালবন’, প্রভৃতি কীসের পরিচয় বহন করছে?

Ο ক)

গ্রামবাংলার সংস্কৃতি

Ο খ)

গ্রামবাংলার ঐতিহ্য

Ο গ)

বাংলার ঐতিহ্য

Ο ঘ)

বাংলার সৌন্দর্য

সঠিক উত্তর: (ঘ)

৩৭.

বালক পয়সা কুড়িয়ে নিলে কার সাথে কলহ বাধল?

Ο ক)

গাড়োয়ানের সাথে

Ο খ)

শিশুটির বোনের সাথে

Ο গ)

শিশুটির বাবার সাথে

Ο ঘ)

শিশুটির মায়ের সাথে

সঠিক উত্তর: (খ)

৩৮.

পালামৌ অঞ্চলের অধিবাসীদের লেখকের চোখে এখন কেমন মনে হয়?

Ο ক)

কদাচারী

Ο খ)

অচেনা

Ο গ)

কিম্ভূতকিমাকার

Ο ঘ)

রহস্যময়ী

সঠিক উত্তর: (ক)

৩৯.

বরাকরে লেখক গাড়ওয়ানকে গাড়ি থামাতে বলেছিলেন, কারণ-

i. তিনি চাইলেন গাড়ওয়ান একটু জিরিয়ে নিক

ii. তিনি একটু দূরের পাহাড়ে যেতে চাইলেন

iii. দুই বছরের শিশুটির বাড়ানো হাতে দুটি পয়সা দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

ii

Ο গ)

i ও ii

Ο ঘ)

iii

সঠিক উত্তর: (খ)

৪০.

কোল পুরষদের জীবনীশক্তি কমে আসে কেন?

Ο ক)

প্রকৃতির নিয়মে

Ο খ)

কর্মহীনতার কারণে

Ο গ)

মদ্যপানের কারণে

Ο ঘ)

অতি পরিশ্রমের কারণে

সঠিক উত্তর: (খ)

৪১.

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পালামৌ’ রচনায় প্রকাশ পেয়েছে-

i. সাবলীল ভাষা

ii. সিনেম্যাটিক ঢঙ

iii. রসাত্মক ও কৌতূহলোদ্দীপক কাহিনী

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর:

৪২.

লেখক পালামৌয়ের বনভুমিকে ভয়ানক বলেছেন কেন?

Ο ক)

বন্য হাতি ও বাঘের ভয়ে

Ο খ)

বন্য শূকর ও শিয়ালের ভয়ে

Ο গ)

দুর্গম ও ছেদ নেই বলে

Ο ঘ)

কোলদের হিংস্রতার ভয়ে

সঠিক উত্তর: (গ)

৪৩.

‘পালমৌ’ রচনায় বঙ্গবাসীর কোন গুণটি ‍উৎকৃষ্টরুপে ফুটে উঠেছে?

Ο ক)

কর্মবিমুখতা

Ο খ)

লৌকিকতা

Ο গ)

অতিথিপরায়ণতা

Ο ঘ)

স্বার্থপরতা

সঠিক উত্তর: (গ)

৪৪.

কুলিদের বালক-বালিকার সাথে কত বছরের একটি শিশু এসে দাঁড়িয়েছিল?

Ο ক)

এক বছরের

Ο খ)

দুই বছরের

Ο গ)

তিন বছরের

Ο ঘ)

চার বছরের

সঠিক উত্তর: (খ)

৪৫.

‘পালামৌ’ কোন জাতীয় গ্রন্থ?

Ο ক)

উপন্যাস

Ο খ)

নাটক

Ο গ)

কবিতা

Ο ঘ)

ভ্রমণকাহিনী

সঠিক উত্তর: (ঘ)

৪৬.

‘পালমৌ’ রচনায় কুলি ডাকতে গেল কে?

Ο ক)

লেখক

Ο খ)

লেখকের বন্ধু

Ο গ)

গাড়োয়ান

Ο ঘ)

অপরিচিত লোক

সঠিক উত্তর: (গ)

৪৭.

নিচের কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস?

Ο ক)

দামিনী

Ο খ)

রামেশ্বরের অদৃষ্ঠ

Ο গ)

জালপ্রতাপ চাঁদ

Ο ঘ)

পালামৌ

সঠিক উত্তর: (গ)

৪৮.

আকাশের দিকে মুখ তুলে হাত পেতে দাঁড়িয়ে থাকা শিশুটির বয়স কত ছিল?

Ο ক)

এক বছর

Ο খ)

দুই বছর

Ο গ)

তিন বছর

Ο ঘ)

চার বছর

সঠিক উত্তর: (খ)

অনুচ্ছেদটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

* কলিম আহমেদ এককালে জাঁদরেল পুলিশ অফিসার ছিলেন তার অভিজ্ঞতাও প্রচুর। এককালে তার চারপাশে জীবনের গল্প শোনার লোকের অভাব ছিল না অথচ আজ খুঁজেও কাউকে কাছে পান না ।

৪৯.

উদ্দীপকটিকে ‘পালামৌ’ ভ্রমণকাহিনীর কোন বক্তব্যটি ফুটে উঠেছে?

Ο ক)

এক্ষণে আমায় কেহ অনুরোধ করে না, অথচ আমি সেই বৃত্তান্ত লিখিতে বসিয়াছি

Ο খ)

অনেকদিনের কথা লিখিতে বসিয়াছি, সকল স্মরণ হয় না

Ο গ)

গল্প করা এ বয়সের রোগ, কেহ শুনুক বা না-শুনুক

Ο ঘ)

এক্ষণে আমি নিজে বৃদ্দ, কাজেই প্রায় বৃদ্ধকে সুন্দর দেখি

সঠিক উত্তর: (গ)

৫০.

উদ্দীপকটিতে ‘পালামৌ’ ভৃমণকাহিনীর কোন বক্তব্যটি ফুটে উঠেছে?

i. নিলীহ বাঙালি

ii. প্রত্যুপকার

iii. পালামৌ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

i ও iii

Ο গ)

ii ও iii

Ο ঘ)

i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

   
   

0 responses on "এসএসসি পড়ালেখা|| বাংলা ১মপত্র অধ্যায় - ১: গদ্য - পালামৌ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved