এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1475
14741. একই পর্যায় বাম থেকে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কীরূপ পরিবর্তন ঘটে?
- ধাতু ধর্ম বৃদ্ধি পায়
- পরমাণুর আকার বাড়ে
- সক্রিয়তা কমে এবং পরে বাড়তে থাকে
- যোজনী কমে এবং আবার বাড়তে থাকে
14742. পর্যায় সারণির ৩য় পর্যায়ে কতটি মৌল বিদ্যামান?
- ২টি
- ৪টি
- ১৮টি
- ৩২টি
14743. Kr-এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
- 28
- 18
- 82
- 83
14744. আর্গনের পারমাণবিক সংখ্যা কত?
- 16
- 18
- 36
- 54
14745. একই ধর্মবিশিষ্ট মৌলকে একই শেণিভুক্ত করা হচ্ছে মৌলের ধর্ম বলতে-
- ভৌত ধর্মকে বুঝায়
- ধাতব ধর্মকে বুঝায়
- রাসায়নিক ধর্মকে বুঝায়
A,C
14746. মুদ্রা ধাতুসমূহের অবস্থান পর্যায় সারণির কত নং গ্রুপে?
- 11
- 12
- 13
- 14
14747. ২৪/১২ Mg মৌলটির সারণিতে নির্দিষ্ট স্থানে অবস্থানের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে?
- পারমাণবিক সংখ্যার
- পারমাণবিক ভরের
- প্রোটন সংখ্যার
- ইলেকট্রন বিন্যাসের
14748. পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন দ্বারা নির্ণয় করা যায়-
- গ্রুপ সংখ্যা
- পর্যায় সংখ্যা
- মৌলের যোজনী
A,C
14749. পটাসিয়ামের অবস্থান পর্যায় সারণির ৪র্থ পর্যায়ে-
- পটাসিয়াম পরমাণুতে ইলেকট্রনসমূহ চারটি স্তরে থাকে
- পটাসিয়ামের যোজনী এক
- পটাসিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে
A,B,C
14750. পর্যায় সারণি সম্পর্কে বলা যায় যে-
- এটিতে ১৮ টি গ্রুপ রয়েছে
- এটির তৃতীয় পর্যায় মৌল দ্বারা পূর্ণ
- এটির পর্যায় -৪ মৌল আছে ৩২টি
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
এসএসসি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1476
0 responses on "এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1475"