এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1478
14771. A= 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2 মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
- Group-2
- Group-5
- Group-11
- Group-13
14772. O2 আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?
- 22
- 62
- 82
- 40
14773. হ্যালোজেন মৌলগুলোর পর্যায় সারণির কত নং গ্রুপে অবস্থিত?
- 14
- 15
- 16
- 17
14774. পর্যায় সারণির কোন পর্যায়ে পারমাণবিক সংখ্যা যতই বৃদ্ধি পায়, পরমাণুর আকার কী রূপ পরিবর্তন হয়?
- স্থির থাকে
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- স্ফীত হয়
14775. কোনটির আকার সবচেয়ে বড়?
- পটাসিয়াম
- রুবিডিয়াম
- সিজিয়াম
- সোডিয়াম
14776. হ্যালোজেনের মূল উৎস কী?
- খনিজ
- সামুদ্রিক লবণ
- মাটি
- সামুদ্রিক মাছ
14777. নিজে নিজেই ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দ্বি-মৌল অণু গঠন করে-
- ফ্লোরিন
- ব্রোমিন
- আয়োডিন
A,B,C
14778. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কোন গ্রুপে?
- 18
- 17
- 16
- 15
14779. পর্যায় সারণির বাম দিকের মৌলগুলো সাধারণত-
- অপধাতু
- অধাতু
- ধাতু
- মৃৎক্ষার
14780. জাকগাড়ি কী?
- দ্রুতগামী গাড়ি
- চিঠিপত্র বহনকারী গাড়ি
- ময়লা ফেলার গাড়ি
- মালগাড়ি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-4 - এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1478"