এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1453
14521. কঠিন পদার্থ আছে-
- যার ওজন ও আয়তন আছে
- যা স্থান দখল করে
- যা বল প্রয়োগে বাধা প্রদান করে
A,B,C
14522. আন্তঃকণা সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
- আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম হলে তা গ্যাসীয়
- আন্তঃকণা শক্তির কারণে অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকতে চায়
- আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হলে পদার্থটি তরল
A,B
14523. পানি হতে তাপ বের হলে কী ঘটবে?
- বরফ
- তরল
- পানি
- জলীয় বাষ্প
14524. সি.এন.জি কী?
- সম্প্রসারিত প্রাকৃতিক গ্যাস
- সংকুচিত প্রাকৃতিক গ্যাস
- সংকুচিত বিউটেন গ্যাস
- এক ধরনের বেবী ট্যাক্সি
14525. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
- পানি
- লবণ
- মোম
- নাইট্রোজেন
14526. চিনির শরবত হচ্ছে-
- অসমসত্ব মিশ্রণ
- সমসত্ব মিশ্রণ
- মৌলিক পদার্থ
- যৌগিক পদার্থ
14527. কোন অবস্থায় পদার্থের কণাগুলো গতিশীল?
- কঠিন
- তরল
- গ্যাসীয়
- সকল অবস্থায়
14528. পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
- আকৃতি
- আয়তন
- ভর
B,C
14529. পদার্থে অণুসমূহ সর্বদা কম্পনশক্তি বজায় রাখে। কখন অণুসমূহ এর কম্পনশক্তি বিভিন্ন দিকে চলাচল করার মতো শক্তি সঞ্চয় করে?
- স্ফুটনের আগে
- স্ফুটনের পরে
- গলনের আগে
- গলনের পরে
14530. আয়োডিন উদ্বায়ী কারণ-
- 12 অপোলার অণু
- তরল ভৌত অবস্থা থাকে না
- অধিক তাপমাত্রায় কঠিন পদার্থ হতে বায়বীয় পদার্থে পরিণত হয়
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-2 - এসএসসি-রসায়ন-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1453"