এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1407
14061. খনিজে ভেজাল হিসেবে থাকে –
- সিলিকা
- পাথর
- কাদামাটি
- সবগুলো
14062. নিচের কোনটি তরল খনিজ?
- ম্যাগনেটাইট
- হেমাটাইট
- বক্সাইট
- পেট্রোলিয়াম
14063. ডাই তৈরিতে ব্যবহৃত H2SO4 এর পরিমাণ H2SO4 উৎপাদনের –
- 0.055
- 0.025
- 0.015
- 0.02
14064. ধাতু নিষ্কাশন একটি –
- তাপীয় বিক্রিয়া
- তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া
- আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়া
- বিজারণ প্রক্রিয়া
14065. নতুন তামার জিনিসপত্র কিছুদিন রেখে দিলে কোন বর্ণ ধারণ করে?
- কালো
- খয়েরি
- বাদামি
- গোলাপি
14066. বাত্যাচুল্লিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়?
- Ca
- Al
- Na
- Fe
14067. তাম্রমল এর বৈশিষ্ট্য নিচের কোনটি?
- তরল
- হলুদাভ
- ক্ষারীয়
- পানিতে দ্রবণীয়
14068. বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?
- সিলেট
- চট্টগ্রাম
- মধুপুর
- নেত্রকোণা
14069. মাটির বিভিন্ন রং রঙীন এর কারণ কোনটি?
- পানির অনুপস্থিতি
- রং এর উপস্থিতি
- বিভিন্ন খনিজের উপস্থিতি
- পানির উপস্থিতি
14070. তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীভবন করা হয় না নিচের কোন আকরিক?
- ম্যাগনেটাইট
- জিঙ্ক ব্লেড
- গ্যালেনা
- চেলকোসাইট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-10 - এসএসসি-রসায়ন-10"