মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2064
এসএসসি ভুগোল ও পরিবেশ | 20631. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিটিন সময় লাগে?
- ৮ মিনিট ১৯ সেকেন্ড
- ৮ মিনিট ০৯ সেকেন্ড
- ১১ মিনিট ১৯ সেকেন্ড
- ১৩ মিনিট ১৯ সেকেন্ড
20632. ধূমকেতুর লেজ কখন লম্বা হতে থাকে?
- সূর্যের চারদিকে পরিক্রমণের সময়
- সূর্য থেকে যত দূরে যায়
- পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
- সূর্যের কাছাকাছি আসতে থাকলে
20633. মহাকাশের বৈশিষ্ট্য হলো-
- আদিহীন 2. অন্তহীন 3. জ্যোতিষ্ক দিয়ে গঠিত
A,B,C
20634. একটি ছায়াপথ কতগুলো নক্ষত্র মিলে গঠিত হয়?
- লক্ষ লক্ষ নক্ষত্র মিলে
- কোটি কোটি নক্ষত্র মিলে
- হাজার কোটি নক্ষত্র মিলে
- লক্ষ কোটি নক্ষত্র মিলে
20635. উল্কাকে বলা হয়-
- নক্ষত্রপতন না তারা খসা 2. নক্ষত্র 3. ছুটন্ত তারা
A,B,C
20636. উনবিংশ শতাব্দীতে প্রথম কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?
- ১৯১০ সালে
- ১৯১১ সালে
- ১৯১২ সালে
- ১৯১৩ সালে
20637. মহাকাশে কোন গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল?
- উপবৃত্তাকার সর্পিলাকার
- বৃত্তাকার
- অর্ধবৃত্তাকার
- নিম্ন বৃত্তাকার
20638. জ্যোতিষ্ক গঠিত হয়-
- চন্দ্র সূর্য গ্রহ নিয়ে
- নক্ষত্র ধূমকেতু উল্কা নিয়ে
- নীহারিকা নিয়ে
A,B,C
20639. এক একটি নীহারিকার মাঝে নক্ষত্র থাকতে পারে-
- হাজার হাজার
- লক্ষ লক্ষ
- কোটি কোটি
- কয়েক লক্ষ কোটি
20640. মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
- ধূমকেতু
- উল্কা
- নীহারিকা
- ছায়াপথ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি ভুগোল ও পরিবেশ - 2 - মহাবিশ্ব ও আমাদের পরিবেশ - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2064"