এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1231
12301. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
- দ্বিতীয়া
- শূন্য
- ষষ্ঠীদ্বিতীয়া
- ষষ্ঠী বা শূন্য”;}}
12302. কাজটা ভালো দেখায় না। – বাক্যটি কোন বাচ্য?
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্তৃবাচ্য
- কর্মকর্তৃবাচ্য
12303. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়?
- কর্ম-কর্তৃবাচ্যে
- কর্তৃবাচ্যে
- কর্মবাচ্যে
- ভাববাচ্যে
12304. কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
- কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
- করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
- শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
- কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়
12305. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
- কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
- কর্মে ১মা এবং ক্রিয়া উত্তম পুরুষ
- কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
- কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়
12306. কর্তৃবাচ্যের বাক্য কোনটি?
- ছাত্ররা অঙ্ক কষছে
- আমার যাওয়া হবে না
- তোমাকে হাঁটতে হবে
- বাঁশি বাজে ঐ মধুর লগনে
12307. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?
- দ্বিতীয়া
- তৃতীয়া
- প্রথমা
- সপ্তমী
12308. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে –
- প্রযোজক
- উত্তম পুরুষের
- দ্বিকর্মক
- প্রথম পুরুষের
12309. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?
- কর্মকে
- কর্তাকে
- ভাবকে
- অর্থকে
12310. যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে –
- কর্তৃবাচ্য বলে
- কর্মবাচ্য বলে
- ভাববাচ্য বলে
- কর্মকর্তৃবাচ্য বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1231"