এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1189
11881. ঘটমান বর্তমান কালের সাধুরীতির উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি?
- ইতেছি
- ইয়াছি
- ইলাম
- ইতেছ
11882. নহ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
- নহ্
- নহে
- নই
- নয়
11883. সাধারণ মধ্যম পুরুষের পুরাঘটিত অতীত কালের কর ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কী?
- করিয়েছিলে
- করাচ্ছিলে
- করিয়াছিলে
- করালে
11884. দে ধাতুর প্রথম পুরষের ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?
- দিতেছে
- দিত
- দিয়েছিল
- দিচ্ছে
11885. অসম্পূর্ণ ধাতু কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- ছয়টি
11886. সিটকা কোন আদিগণের ধাতু?
- ছোবলা
- উলটা
- বিগড়া
- চটকা
11887. সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে কর ধাতুর ভবিষ্যৎ কালের ক্রিয়াপদের রূপ কী?
- করিও
- করো
- করিস
- সবগুলোই
11888. কোন ধাতুগুলো কাট্ আদিগণের অন্তর্ভুক্ত?
- চাহ্ বাহ্ নাহ্
- গাঁথ্ চাল্
- আক্কহ্
11889. নিচের কোন ধাতুটিতে মূলস্বর আ-কারান্ত?
- শেখো
- যেতো
- শোনেন
- দিতাম
11890. যেসব ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাকে বলে –
- অজ্ঞাতমূল ধাতু
- অসম্পূর্ণ ধাতু
- সাধিত ধাতু
- সংযোগমূলক ধাতু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1189"