এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1087
10861. বাংলায় কতকগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় – কোন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এটি প্রযোজ্য?
- অভাগা
- ননদাই
- ঘোষ
- ক ও খ
10862. ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?
- কামিনী
- কুলিনী
- কামিন
- কামীনি
10863. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
- আধুনিকা
- অধ্যাপিকা
- কলিকা
- মল্লিকা
10864. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
- কুলটা
- শুভ্র
- চাতক
- কবিরাজ
10865. কোনটি জাতি অর্থে স্ত্রীবাচক শব্দ?
- মৃতা
- প্রথমা
- নবীনা
- কুমারী
10866. কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
- অতীত কালে
- ভবিষ্যৎ কালে
- বর্তমান কালে
- বর্তমান ও ভবিষ্যৎ কালে
10867. পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
- ননদ
- মুরগি
- খুকী
- জা
10868. নিচের কোনটি ‘নী’ প্রত্যয় যোগে গঠিত শব্দ?
- চাকরানী
- ডাক্তারনী
- হুজুরানী
- কাঙালিনী
10869. ‘বেঙ্গমা’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
- বেঙ্গমী
- বেঙ্গমানী
- বেঙামি
- বেঙ্গী
10870. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
- সৎমা
- অভাগি
- হুজুরাইন
- চৌধুরানি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3"