এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1021
10201. আড়ঙে না যাওযার ব্যাপারে মায়ের কথার জবাবে ছেলে তুলনা উপস্থাপন করে –
- করিমের
- রহিম চাচার
- আজিজের
A,C
10202. পল্লিজননী কবিতায় মন বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
- হৃদয়
- অন্তর
- হিয়া
- মর্ম
10203. চোখের জলে বুক ভাসিয়ে ঊর্ধ্বে তুলে হাত,৪৯.অনুযোগ|অসহায়ত্ব|বিনয়|আকুতি
- অনুযোগ
- অসহায়ত্ব
- বিনয়
- আকুতি
10204. যে চরণগুলোতে উল্লিখিত ভাবের অভিব্যক্তি আছে –
- পান্ডুর গালে চুমো খায় মাতা। সারা গায়ে দেয় হাত
- ভালো করে দাও আলা রসুল ভালো করে দাও পীর
- পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেরে দেয় তারি সাথ
B,C
10205. রুগ্ন ছেলে কার পায়ে পড়ে?
- বাবার
- মায়ের
- বড় বোনের
- রহিম চাচার
10206. পারে যদি বুকে যত স্নেহ আছে – এখানে যত স্নেহ বলতে কী বোঝানো হয়েছে?
- অপরিসীম স্নেহ
- রুগ্ন পুত্রের প্রতি স্নেহ
- পুত্রের রোগমুক্তি কামনা
- দুখিনী মায়ের হৃদয়ের হাহাকার
10207. সুপারি বাগান কীসে আলোড়িত হয়?
- ঝাপটা বাতাসে
- বাদুড়ের পাখার বাতাসে
- পাখির ডাকে
- বাদুড়ের ডাকে
10208. কানাকুয়ো কোথায় থাকে
- বাঁশ বনে
- সুপারি গাছে
- হিজল গাছে
- বটগাছে
10209. মা দরগায় দান মানত করেন, কারণ তাঁর বিশ্বাস –
- দরগাবাসীর দোয়ায় ছেলে সুস্থ হবে
- দরগাবাসীর চিকিৎসা করে ছেলেকে ভালো করে দেবে
- দরগাবাসীর কুদরতে ছেলে ভাল হয়ে যাবে
A,C
10210. ছেলে কাকে লাটােই যত্ন করে রাখতে বলে?
- বড় বোনকে
- করিমকে
- মাকে
- আজিজকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-8-পল্লিজননী - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1021"