এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-10-আমি-কোনো-আগন্তুক-নই – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 838
8371. আমি কোনো আগন্তুক নই কবিতায় ধ্বনিত হয়েছে –
- জন্মভূমির প্রতি ঘনিষ্ঠতার অবিচ্ছেদ্য সম্পর্ক
- গাঁয়ের নানা উপাদানের সাথে চেনা-জানা
- গ্রাম ও জনপদের সাথে আত্মার আত্মীয়তা
A,B,C
8372. কবি আহসান হাবীবের জন্ম কোন জেলায়?
- খুলনা
- ঢাকা
- বরগুনা
- পিরোজপুর
8373. আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির কোন দিকটি ফুটে উঠেছে?
- দায়িত্ববোধ
- কর্তব্যবোধ
- দেশের প্রতি ভালোবাসা
- বিদেশের প্রতি টান
8374. সাক্ষী পুকুরটি কোন দিকের?
- উত্তরের
- পশ্চিমের
- দক্ষিণের
- পুবের
8375. আহসান হাবীবের লেখা ছোটদের কবিতার বই কোনটি?
- জোছনা রাতের গল্প
- সারা দুপুর
- মেঘ বলে চৈত্রে যাবো
- ছায়া হরিণ
8376. কদম আলী ও জমিলার মা হলো –
- দারিদ্র্যতার প্রতীক
- গাঁয়ের অকাল বার্ধক্যের নিদর্শন
- গ্রাম্য লোকের অনাহারের নিদর্শন
A,B,C
8377. কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ –
- রাত্রিশেষ
- ছায়াহরিণ
- সারা দুপুর
8378. নিশীত রাত্রি শব্দটির কথ্যরূপ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
- নিশিরাত
- নিশীতরাত
- নিশিরাইত
- গহিন রাত
8379. কবির জীবনখানি বাঁধা কীসের সঙ্গে?
- গ্রামের পথের সঙ্গে
- হিজল গাছের সঙ্গে
- গ্রামীণ জনপদের সঙ্গে
- ধান-শালিকের সঙ্গে
8380. জমিন শব্দটি কোন শব্দের অভিধায় দেখা যায়?
- সংস্কৃত
- দেশি
- বিদেশি
- আঞ্চলিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-10-আমি-কোনো-আগন্তুক-নই - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 838"