এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 778
7771. সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখে রায়বাহাদুর কীরকম অভিব্যক্তি প্রকাশ করলেন?
- তিরস্কার
- অট্টহাস্য
- ভর্তসনা
- চিৎকার
7772. ‘কিছুতেই টাকার জোগাড় আর হয় না’ কীসের টাকা?
- সংসার খরচের টাকা
- পণের টাকা
- ঋণের টাকা
- বিয়ের খরচের টাকা
7773. ভানুসিংহ কার ছদ্মনাম?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গোলাম মোস্তফা
7774. নিরূপমা কোন মাসের হিসের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা রাখে?
- কার্তিক
- অগ্রহায়ণ
- পৌষ
- মাঘ
7775. ‘দেনাপাওনা’ গল্পে কেন্দ্রীয় চরিত্রের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কোন চরিত্রে?
- রামসুন্দর
- রায়বাহাদুর
- হরিমোহন
- নিরূপমা
7776. ‘দেনাপাওনা’ গল্পে লেখক ঘৃণা করেছেন –
- যারা যৌতুক প্রদান করেন
- যারা যৌতুকের প্রতি আগ্রহী
- যারা যৌতুকের কারণে নির্যাতন চালায়
B,C
7777. যৌতুকপ্রথা এবং সামাজিক কুসংস্কারের শিকার হৈমন্তী অকালেই পাড়ি জমায় না ফেরার দেশে। হৈমন্তীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো –
- অনুপমা
- রায়বাহাদুর
- নিরূপমা
- কাঙালী
7778. রায়বাহাদুর নিজের সন্তানের মধ্যে কী প্রত্যক্ষ করলেন?
- অনুগত মনোভাব
- বিদ্রোহী মনোভাব
- বর্তমান শিক্ষার বিষময় ফল
- আধুনিক শিক্ষার সুফল
7779. ‘আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি’ – উক্তিটি নিরূপমার –
- চাকরের
- শ্বশুরের
- শাশুড়ির
- স্বামীর
7780. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
- 1344
- 1346
- 1348
- 1350
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-গদ্য-2-দেনাপাওনা - এসএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 778"