এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 487
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 4861. হাজী মুহম্মদ মুহসীন কত বছর পর দেশে ফিরে আসেন?
- ২০ বছর
- ২৪ বছর
- ২৭ বছর
- ৩০ বছর
4862. রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজের উপাসনালয় প্রতিষ্ঠা করেন?
- 1830
- 1831
- 1832
- 1833
4863. তিতুমীর কত খ্রিস্টাব্দে নারিকেলবাড়িয়ায় খাঁটি স্থাপন করেন?
- 1830
- 1831
- 1832
- 1833
4864. রাজা রামমোহন রায় এর অন্যতম কৃতিত্ব কোনটি?
4865. মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় গড়ে ওঠে?
- হুগলি
- নদীয়া
- যশোর
- কলকাতা
4866. হাজী শরীয়তুল্লাহ কর্তৃক ধর্মীয় সংস্কার আন্দোলনের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
- ফকির বিদ্রোহ
- সন্ন্যাসী বিদ্রোহ
- ফরায়েজি আন্দোলন
- কুসংস্কারবোধ আন্দোলন
4867. কৃষক বিদ্রোহের সময়কাল কত?
- অষ্টাদশ শতকের শেষাবধি থেকে উনিশ শতকের শেষার্ধ
- সপ্তদশ শতকের মাঝামাঝি থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি
- ষষ্ঠ শতকের শেষ থেকে ৭ম শতকের শেষ
- ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে ৭ম শতকের প্রথমার্ধ
4868. কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়?
- মাইকেল মধুসূদন দত্তকে
- রামধীনি গুপ্তকে
- প্যারিচাঁদ মিত্রকে
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
4869. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসাধারণ যুগপ্রবর্তক মহাপুরুষ বলা হয়-
- পাণ্ডিত্যের কারণে
- তেজস্বীতার কারণে
- সমাজ সংস্কারের কারণে
A,B,C
4870. হাজী শরীয়তুল্লাহর উপদেশের মধ্যে নিচের কোনটি অধিক উপযোগী?
- নিয়মিত নামায পড়া
- ভালো কাজ করা
- জ্ঞানার্জন করা
- অবৈধ কর থেকে বিরত থাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 487"