এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 464
4631. এসএসসি বাংলাদেশের ইতিহাস | মধ্যযুগে বাংলার মুসলমানদের মধ্যে কারা লুঙ্গি ও টুপি পরত?
- অভিজাতরা
- ডাক্তাররা
- গরিবরা
- উকিলরা
4632. মুসলমান শাসকগণ শাসনকালে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেছিলেন-
- বিভিন্ন প্রাসাদ
- বিভিন্ন মসজিদ
- বিভিন্ন দরগাহ
A,B,C
4633. মধ্যযুগে মুসলমান শাসকগণ কেমন রাজ্যপ্রাসাদে বাস করতেন?
- সাধারণ
- অসাধারণ
- জমকালো
- চমকহীন
4634. হিন্দুরা বিভিন্ন পূজা করত, কারণ-
- সন্তান লাভের জন্য
- ভাগ্যের উন্নতির জন্য
- রোগমুক্তির জন্য
A,B,C
4635. মধ্যযুগে বাংলার নিম্নশ্রেণির হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে আসে-
- উচ্চশ্রেণি হিন্দুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
- মুসলমান সমাজে উচ্চতর নৈতিক আদর্শ
- ব্রাহ্মণ শ্রেণি কর্তৃক শূদ্রদের নির্যাতনে
A,B,C
4636. মসলিন কী?
- ধানের জাত
- সুক্ষ্ম সুতি বস্ত্র
- গমের জাত
- আলুর জাত
4637. ধর্মীয় শিক্ষার জন্য মুসলমান শিশুদের কোথায় পাঠানো হতো?
- মসজিদে
- মাদ্রাসায়
- মক্তবে
- মক্কায়
4638. রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বাংলা সাহিত্যে বিখ্যাত কেন?
- ফার্সি সাহিত্য চর্চায়
- সংস্কৃত সাহিত্য চর্চায়
- আরবি সাহিত্য চর্চায়
- উর্দু সাহিত্য চর্চায়
4639. মধ্যযুগে বাংলার অর্থনীতির অন্যতম মেরদণ্ড হচ্ছে কোনটি?
- সূক্ষ্ম সুতীবস্ত্র
- লোহাশিল্প
- কাঁচশিল্প
- স্বর্ণশিল্প
4640. মুসলমানগণ নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বভাবকে সুদৃঢ় করত-
- কুশল বিনিময় করে
- দাওয়াত বিনিময় করে
- দান খয়রাত করে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 464"