📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?

ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?

ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ আমার মতে উজ্জ্বল। কারণ গুলোও সুস্পষ্ট, প্রথমত, ধীরে ধীরে আপনি ওয়ার্ডপ্রেস ব্লগার থেকে একজন ডিজাইনার হবেন কারণ আপনি এইচটিএমএল, সিএসএস শিখবেন। এরপর যখন আপনি পিএইচপি এবং মাইসিকুয়েল শিখবেন নিজেকে ওয়েব ডিজাইনার থেকে ওয়েব ডেভেলপার এর দিকে নিয়ে যাবেন। তার মানে কি দাঁড়াল? আপনি শুরু করলেন ওয়ার্ডপ্রেস দিয়ে, হয়ে গেলেন ওয়েব ডেভেলপার। আর একজন ভাল ওয়েব ডেভেলপার চাহিদা বা মূল্য যাই বলি না কেন, অনেক বেশি। দ্বিতীয়ত, আপনি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে ব্লগিং করে অর্থ ও উপার্জন করতে পারেন। বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় ফ্রীলান্সিং। ফ্রীলান্সিং মার্কেট গুলোতে একজন ভাল মানের ওয়েব ডেভেলপারের কদর বেশ। আপনি খুব সহজেই ভাল মানের ফ্রীলান্সার হিসেবে নিজেকে একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। তৃতীয়ত, আপনি যদি কোন আইটি ফার্ম খুলতে চান, তাহলে আপনাকে মেন্টালি সাহায্য করবে, এক জন ডেভেলপার হিসেবে। এর বাহিরেও আর ও অনেক বিষয় আছে যা আমি এখানে আলোচনা করতে চাইছি না। এক কোথায় বলা যায়, ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ সব থেকে পরিষ্কার এবং সম্ভাবনাময়।

 

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম কি?

ওয়ার্ডপ্রেস এর ইতিহাসঃ

ম্যাট মুলেনওয়েগ হলেন ওয়ার্ডপ্রেসের জনক। তিনি ২০০৩ সালের ২৭ শে মে মাসে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশ করেন।
ওয়ার্ডপ্রেস সর্বপ্রথম ২০০৩ সালে ম্যাট মুলেনওয়েগ ওবং মাইক লিটিল কর্তৃক বি২ ইভুলুয়েশন এর একটি ছোট প্রেজেক্ট ছিল।

বর্তমানের যে ওয়ার্ডপ্রেস এটাকে ম্যাট মুলেনওয়েগ এর বন্ধু ক্রিস্টিন সেল্লেক ট্রিমুলেট এর পছন্দ করে দেয়া নাম।

ওয়ার্ডপ্রেসের সাফল্যের চাবিঃ

ওয়ার্ডপ্রেস এর সাফল্যের মূল চাবি হল এর আধুনিকায়ন। যুগের সাথে তাল মিলাতে ওয়ার্ডপ্রেসের পরিধি প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে।যা এর ব্যবহারকারীদেরকে জন্য নতুনত্তের ছোঁয়া নিয়ে আসে। তাছাড়া ওয়ার্ডপ্রেস হল সহজ,নিরাপদ এবং আধুনিক একটি কন্টেন্ট মেনেনেজমেন্ট সিস্টেম।

ওয়ার্ডপ্রেসের রয়েছে নিজস্ব থিম এবং প্লাগিন ডাইরেক্টরি যেখানে আছে অসংখ্য থিম এবং প্লাগিন।এর জনপ্রিয়তার এটিও একটি কারন।

 

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন

ওয়ার্ডপ্রেসের সুবিধা সমূহঃ

ওয়ার্ডপ্রেসের সুবিধার কথা শুরু করলে শেষ করা যাবে না। তারপরেও ওয়ার্ডপ্রেসের প্রধান কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করছিঃ

ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স সিএমএস বিধায় এর জন্য কোন অর্থ প্রদান করতে হয় না।

  • ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যা অদক্ষ ব্যবহারকারীও খুব সহজেই এটা ব্যবহার শিখে নিতে পারেন।
  • ওয়ার্ডপ্রেসের রয়েছে অগণিত থিম এবং প্লাগিন এর ফ্রি ডাইরেক্টরি, যা আপনার কাজকে সহজ ও গতিময় করে তুলবে।
  • ওয়ার্ডপ্রেসের মাধ্যমে  ব্লগসাইট, বিজনেস সাইট, ই-কমার্স সাইট, বিভিন্ন ওয়েব এপ্লিকেশন সাইটসহ যেকোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়।
  • ওয়ার্ডপ্রেসের রয়েছে অসাধারন একটি টেক্সট এডিটর যেখানে আপনি একসাথে ভিজুয়াল এবং HTML দুটোতেই লিখতে পারবেন।
  • ওয়ার্ডপ্রেসে রয়েছে বিল্ট-ইন মিডিয়া আপলোডার, যার মাধ্যমে খুব  লেখার মাঝে ছবি, অডিও, ভিডিও ইত্যাদি যুক্ত করতে পারবেন খুব সহজেই।
  • ওয়ার্ডপ্রেসে রয়েছে ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন সিস্টেম। যা, আপনার ওয়েবসাটকে সুন্দর এবং সহজ করে তুলবে।
  • ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের সাথে যুক্ত করতে পারবেন। এতে বিশ্বের সাথে আপনার ওয়েবসাইটটি পরিচিত হবে খুব সহজেই।
  • ওয়ার্ডপ্রেস একটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি CMS,যার মাধ্যমে সার্চ ইঞ্জিন গুলোতে আপনার ওয়েবসাইট এক ধাপ এগিয়ে থাকবে।
  • ওয়ার্ডপ্রেসে  ইউআরএল স্ট্রাকচার নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে। ফলে  এটাকে পরিবর্তন করতে পারবেন আপনি আপনার ইচ্ছামতো।

ওয়ার্ডপ্রেসকে ব্লগিং জগতের রাজা বলা হয়। বর্তমানে ব্লগিং এর কথা বলতে গেলেই ওয়ার্ডপ্রেসের নাম চলে আসে।

আরো দেখুন:কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট

 

কিভাবে হবেন একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভলপার-

একটা কথা সত্যি যে, একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া যথেষ্ট কঠিন কাজ। তবে পরিকল্পিতভাবে লেগে থাকলে অবশ্যই শেখা সম্ভব। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই এইচটিএমএল,সিএসএস জানতে হবে। সেই সঙ্গে জেকুইয়ারী, জাভাস্ক্রিপ্ট এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্যে পিএইচপি এবং মাইএসকিউএল জানার প্রয়োজন হবে। আর কেবল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য এইচটিএমএল,সিএসএস এবং ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কেরও ব্যবহার জানা থাকলেই চলবে। তবে কিছু টিউটোরিয়াল পড়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল আর কিছু কাস্টমাইজেশন করতে পারলেই কেউ দক্ষ ডেভেলপার হয়ে যেতে পারেনা। সেজন্যে তাকে হয়তো এক্সপার্ট বলা চলে।দক্ষ হতে গেলে প্রচুর শ্রম, মেধা এবং সময়ের প্রয়োজন।

 

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম কি?

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন

আরো দেখুন:কোথা থেকে শিখবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্টের বর্তমান চাহিদা

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার আগে আপনাকে জানতে হবে-

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট- পূর্ণাঙ্গ গাইডলাইন

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করার পদ্ধতিসমুহ

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস পরিচিতি

আরো দেখুন:ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?

   
   

0 responses on "ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ কি?"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved