“১। প্রতিষ্ঠা- ১৭৭২ সালে ।
২। নামকরণ- ঢাকেশ্বরী দূর্গ থেকে
।
৩। জাহাঙ্গীরনগর নামকরণ- সুবেদার
ইসলাম
খাঁ ।
৪। Dacca থেকে Dhaka হয়- ১৯৮২ সালে ।
৫। রাজধানী হয়- ৪ বার ।
৬। ১ম রাজধানী স্থাপক- সুবেদার
ইসলাম খাঁ ।
৭। ঢাকা গেট- মীর জুমলা ।
৮। ছোট কাটরা- শায়েস্তা খাঁ ।
৯। বড় কাটরা- শাহ সুজা ।
১০। লালবাগ দূর্গের পূর্ব নাম- আওরঙ্গবাদ
দূর্গ ।
১১। লালবাগ দূর্গে সিপাহী বিদ্রোহ
হয়-
১৮৫৭সালে।
১২। হোসেনী দালান নির্মান করেন-
মীর
মুরাদ ।
১৩। তারা মসজিদ- শায়েস্তা খাঁ ।
১৪। ঢাকা কলেজ- ১৮৪১ সালে ।
১৫। ঢাকা ক্লাব- ১৮৫১সালে ।
১৬। কার্জন হল- ১৯০৫ সালে ।
১৭। গভর্ণর হাউসকে বঙ্গভবন করা হয়-
১৯৭২ সালে ।
১৮। অপরনাম- মসজিদের, রিক্সার শহর ।
১৯। পৃথিবীর ১১তম মেগাসিটি ঢাকা
শহর ।
২০। পৃথিবীর ৯ম বৃহত্তম শহর ।
২১। ঢাকা পৌরসভা- ১৮৬৪ সালে ।
২২। ঢাকা পৌরসভা কর্পোরেশন-
১৯৭৮ সালে ।
২৩। ঢাকা সিটি কর্পোরেশন-
১৯৮৯ সালে ।
২৪। প্রথম নির্বাচিত মেয়র- মোঃ
হানিফ
(১৯৯৪সাল) ।
২৫। ঢাকাই মসলিন গ্রন্থটির রচয়িতা-
ডঃ
আব্দুল করিম।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
0 responses on "এক নজরে রাজধানী ঢাকার ইতিহাস"