লেখক পরিচিতি :
- নাম: আখতারুজ্জামান ইলিয়াস
- জন্ম: ১৯৪৩ সালের ১২ ই ফ্রেবুয়ারি
- জন্মস্থান: গাইবান্ধার গোটিয়া গ্রামে মামা বাড়িতে
- পিতৃনিবাস: বগুড়ার উপকন্ঠে নারুলি গ্রামে
- পিতা: বি.এম. ইলিয়াস
- মাতা : মরিয়ম ইলিয়াস
- পিতৃপ্রদত্ত নাম : আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস
- পড়াশোনা : প্রথমে বগুড়া পরে ঢাকা
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর
- কর্মজীবন: সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক
- সাহিত্য রচনার বিষয়: দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি,রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা
- রচনাবলী : ৫ ছোটগল্পে, ২৮ টি গল্প, ২ টি উপন্যাস,১ টি প্রবন্ধ
- গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দোজখের ওম,জাল স্বপ্ন স্বপ্নের জাল, দুধভাতে উৎপাত
- উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা
- মৃত্যু : ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে
রচনার উৎস:
- প্রথম প্রকাশিত -১৯৯৫
- ২য় প্রকাশ- জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে(১৯৯৭)
- বর্তমান পাঠ- আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১
- বিষয়বস্তু- মুক্তিযুদ্ধের সময় তখনকার ঢাকার পরিস্থিতি ও গেরিলা আক্রমণ
- প্রেক্ষাপট -১৯৭১
সংখ্যাবাচক তথ্য:
- শনিতে বৃষ্টি- ৭ দিন
- মঙ্গলে বৃষ্টি – ৩দিন
- মিলিটারি লাগার পর নুরুল বাসা পাল্টায়-৪ বার
- নুরুল হুদার ছেলেমেয়ে -২ জন
- মেয়ের বয়স- আড়াই
- ছেলের বয়স-৫
- নুরুল বাসে উঠার সাথে সাথে নেমে যায়-২ জন
- বাসের সামনের সিটে বসা ছিল-৩ জন
- মাসের সংখ্যা-৩
- মগবাজারের ফ্ল্যাট – ২ কামরার
- দিনের সংখ্যা-৫
গুরুত্বপূর্ণ উক্তিসমূহ:
- মিসকিরিয়ান লোগ ইলেকটিরি টেরানসফার্মার তোড় দিয়া।অওর অয়াপস য়ানেকা টািম পিরিনসিপাল সাহাবকা কোঠিমে গেরেনড ফেকা।গেট তোড় গিয়া।- উক্তি প্রিন্সিপালের পিয়ন
- তুমি বরং মিন্টুর রেইনকোট টা নিয়া যাও- উক্তি নুরুল হুদার বৌ
- ভাবি আপনার ভাইকে তো দেখছি না- উক্তি পাশের ফ্ল্যাটের মহিলা
- আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না- উক্তি নিচের তলার ভদ্রলোক
- আব্বু ছোটমামা হয়েছে, আব্বু ছোটমামা হয়েছে-উক্তি নুরুল হুদার মেয়ে
- আব্বু তাহলে মুক্তিবাহিনী,তাই না?- উক্তি নুরুল হুদার ছেলে
- শোনেন, মিলিটারি যাদের ধরে, মিছামিছি ধরে না।সাবভার্সিভ অ্যাকটিভিটিজের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড।- প্রিন্সিপাল
গল্পের আলোচনা:
- রাস্তায় বেরুলে পাঁচ কালেমা রেডি রাখতে হয় ঠোটের ওপর
- প্রিন্সিপালের পিওনের নাম ইসহাক
- নুরুল হুদার বাড়ির দরজায় দুটি ছিটকিনি একটি খিল
- কলেজের মাঠের পাশে প্রিন্সিপালের কোয়ার্টার
- কলেজের দেওয়ালের পর বাগান,টেনিস লনে
- কলেজের জিমন্যাশিয়াম এখন মিলিটারি ক্যাম্প
- গত রাতে কলেজের দেওয়াল ঘেষে বোমা ফাটানো হয়
- কলেজে থাকা মিলিটারিদের নেতৃত্বে আছেন কর্ণেল
- ইসহাক এপ্রিলের শুরুতে বাংলা বলা ছেড়েছে
- নুরুল হুদার স্ত্রী আসমা
- এপ্রিলের মাঝামাঝি প্রিন্সিপাল সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর অনুরোধ করেন
- রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল
- দেশে গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর প্রেসিডেন্ট
- পাকিস্তানের শরীরের কাঁটা শহীদ মিনার
- জুলাইয়ের পহেলা তারিখ নুরুল বাসা চেঞ্জ করেন
- আসমার ভাইয়ের নাম মিন্টু
- আসমা ব্রিজ থেকে গুলির শব্দ শুনতে পায়
- মিন্টু মগবাজার ছেড়ে চলে যায় ২৩ জুন
- ওয়েলডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর সর্দার গোছের রাজাকার
- কলেজের প্রিন্সিপ্যালের নাম ডক্টর আফাজ আহমদ
- উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ
- জিওগ্রাফীর প্রফেসর আব্দুস সাত্তারর মৃধা
- বাসস্ট্যান্ডের রাস্তার পাশে ছোট পান বিড়ির দোকান
- দোকানদার ছেলেটা বাচাল গোছের
- মিরপুরে জিপ উড়িয়ে পাঁচ খানসেনা খতম
- আসাদগেটে বাস থামলে নয়জন বাসে উঠে
- নুরুল হুদা নিউমার্কেটে বাস থেকে নামে
- কলেজের জন্য আলমারী কেনা হয় দশটি
অফিসের তিনটি
বোটানি ডিপার্টমেন্ট দুটি
হিস্ট্রি ডিপার্টমেন্ট দুটি
জিওগ্রাফি ডিপার্টমেন্ট দুটি
ইংরেজী ডিপার্টমেন্ট একটি - মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে
- নুরুল হুদাকে ধরে নেওয়া হয় মিসক্রিয়েন্টদের সাথে যুক্ত থাকায়
- নুরুল হুদার শরীর ঝুলিয়ে দেওয়া হয় আংটার সাথে
- নুরুলকে এক্সটা তটস্থ থাকতে হয় মিন্টুর জন্য
- নুরুল হুদার হাপানির টান আছে
- পিয়নের গলা চিনচিনে
- মুয়াজ্জিন মিলিটারির গুলিতে নিহত হয় ভোরে
- নুরুল হুদার বাসে উঠল লম্বা ও ফরসা এক মিলিটারি
- আলমারি গুলো কলেজে আনা হয় ঠেলাগাড়িতে করে
- আলমারি গুলো যেসময় আনা হয় তখন ছিল বর্ষাকাল
- মিলিটারি নুরুল হুদাকে দুটি ঘুষি মারে
- গল্পের কথকের নাম নুরুল হুদা
- নুরুল হুদার মনে দেশপ্রেম ও সাহস জাগ্রত হয় মিন্টুর রেইনকোট পড়ে
- নুরুল হুদা নিয়মিত জুম্মার নামাজ পড়ে
- বন্দি অবস্থায় নুরুল হুদাকে খাওয়ানো হয় পাউরুটি ও দুধ
0 responses on "এইচএসসি ২০১৯ এর বাংলা ১ম পত্র – রেইনকোট"