জীবন ও বৃক্ষ
লেখক পরিচিতি:
- নাম: মোতাহের হোসেন চৌধুরী
- জন্ম:১৯০৩ সালে
- জন্মস্থল :নোয়াখালী জেলার কাঞ্চনপুরে
- গ্রন্থ : সংস্কৃতি কথা (১৯৫৮), আমাদের দৈন্য, মুসলিম সাহিত্যিকদের চিন্তাধারা
- অনুবাদ গ্রন্থ : ক্লাইভ বেল এর civilization অবলম্বনে সভ্যতা, বারট্রান্ড রাসেলের conquest of happiness অবলম্বনে সুখ
- মৃত্যু:১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে
- বুদ্ধির মুক্তি আন্দোলন ‘ নামে মুসলমান সমাজের এক আন্দোলনের অন্যতম কান্ডারি
- সৌন্দর্যবোধ,মুক্তবুদ্ধি চেতনা ও মানবপ্রেমেরর আদর্শ অনুসারি
- কাজী আবদুল ওদুদ, আবুল হোসেন, আবুল ফজল,আবদুল কাদের এর সহযোগী
- মননশীল, চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্য রচয়িতা
- ঢাকা হতে প্রকাশিত “শিখা” পত্রিকার সাথে যুক্ত ছিলেন।
- বাংলা একাডেমী তার সকল প্রকাশিত ও অপ্রকাশিত রচনা “রচনাবলী ” আকারে প্রকাশ করেন
রচনার উৎস:
- প্রবন্ধটি “সংস্কৃতি কথা” গ্রন্থ থেকে সংকলিত
- প্রবন্ধে লেখক পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা করেছেন
গুরুত্বপূর্ণ তথ্যাদি:
- সমাজের কাজ-মানুষের বড় করে তোলা,বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগানো
- পৃথিবী স্বল্পপ্রাণ স্হুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে পূর্ণ
- স্বল্পপ্রাণ ও জবরদস্তিপ্রিয় মানুষের দেবতা অহংকার
- স্বল্পপ্রাণ ও জবরদস্তিপ্রিয় মানুষের কাজ অন্যের সফলতায় বাধা সৃষ্টি
- এরা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ পায়নি বলে নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি
- স্বল্পপ্রাণ ও জবরদস্তিপ্রিয় মানুষের বানী আন্তরিকতাশূন্য ও উপলব্ধিহীন
- স্বল্পপ্রাণ ও জবরদস্তিপ্রিয় মানুষের স্হানে আনতে হবে বড় সূক্ষ্মবুদ্ধি উদারহৃদয় ও গভীরচিত্ত ব্যক্তি
- সূক্ষ্মবুদ্ধি উদারহৃদয় ও গভীরচিত্ত ব্যক্তির জীবনাদর্শের প্রতীক সজীব বৃক্ষ
- বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা যায়
- তপোবন প্রেমিক – রবীন্দ্রনাথ ঠাকুর
- সজীব বৃক্ষের কাজ- ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া
- রবীন্দ্রনাথ নদীর গতির মাঝে মনুষ্যতের সাদৃশ্য পেয়েছেন
- কল্পনা ও অনুভূতির চোখ দিয়ে বৃক্ষের বেদনা উপলব্ধি করা যায়
- বৃক্ষের সাধনায় মানুষের সাধনার মতো ধীরস্হির ভাব দেখা যায়
- বৃক্ষ দোরের কাছে দাড়িয়ে অনবরত শান্তি ও সেবার বাণী প্রচার করে
- সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস
- নদীর সাগরে পতিত হওয়াটা আত্মবিসর্জন
- নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়
- বৃক্ষের সার্থকতার গান অনুভূতির কান দিয়ে শুনতে হয়
- মানুষের বৃদ্ধি দৈহিক ও আত্মিক
- সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা তাই আত্মা
- আত্মারূপ ফল স্রষ্টার উপভোগ্য
- মহাকবির মুখে শোনা যায় ripeness is all
- জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়না সেজন্য সাহিত্য ও শিল্পকলা লাগে
- মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়
- মানুষের বৃদ্ধিতে তাদের হাত আছে কিন্তু জীবজন্তুর বৃদ্ধিতে তাদের হাত নেই
- মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু সাধনা
- বৃক্ষের যে ছবি আমাদের চোখে প্রত্যহ পড়ে- ফুল ফোটানো ও ফল ধরানো
পোস্ট টা পড়ার সময় বোর্ড বইটা সাথে পড়ে নিও।।আর শব্দার্থ ও টীকাসমূহ তোমরা সবাই নিজ দায়িত্বে পড়ে নিও।। প্রবন্ধ ও কবিতার সবকিছু আলোচনা করা সম্ভব না তাই আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্ঠা করলাম।
আরো পড়ুন: