📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এইচএসসি ২০১৯ এর বাংলা ১ম পত্র – জাদুঘরে কেন যাব

জাদুঘরে কেন যাব লেখক পরিচিতি: নাম: আনিসুজ্জামান

জাদুঘরে কেন যাব

লেখক পরিচিতি:

  • নাম: আনিসুজ্জামান
  • জন্ম:১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি
  • জন্মস্থল : কলকাতা
  • পিতা: এ. টি. এম. মোয়াজ্জম
  • মাতা:সৈয়দা খাতুন
  • পড়াশোনা:
    -১৯৫১ সালে প্রিয়নাথ স্কুল হতে প্রবেশিকা
    -১৯৫৩ সালে জগন্নাথ কলেজ হতে আইএ
    -ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান,স্নাতকোত্তর,PHD
    -শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর শিক্ষা
  • পেশাজীবন :
    -বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক,অধ্যাপক
    -দীর্ঘকাল ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা
    -বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক
  • গ্রন্থ :মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র,স্বরূপের সন্ধানে, আঠারো শতকের চিঠি, পুরানো বাংলা গদ্য, বাঙালি নারী, সাহিত্যে ও সমাজে, ইহজাগতিকতা ও অন্যান্য, চেনা মানুষের মুখ..
  • পুরস্কার : একুশে পদক,বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, ভারত সরকারের পদ্মভূষণ…

 

গল্পের উৎস:

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের রজতজয়ন্তী উপলক্ষ্যে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা
  • ঐতিহ্যায়ন (২০০৩)
  • প্রবন্ধ উপস্থাপিত মনোগ্রাহী ভাসা ও আকর্ষণীয় ঢঙে

 

গুরুত্বপূর্ণ উক্তি:

  • মিউজিয়মকে আপনারা জাদুঘর বলেন কেন? – উক্তি গভর্নর মোনায়েম খান
  • যাঃ পলায়েতে স জীবতি -প্রবাদ
  • নতুন ও সদ্য স্বাধীন দেশগুলোতে নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হয়- আত্মপরিচয়দানের প্রেরণায়
  • চোর পালালে বুদ্ধি বাড়ে- প্রবাদ

 

সংখ্যাবাচক তথ্য:

  • পৃথিবীর ১ম জাদুঘর প্রতিষ্ঠিত-খ্রিষ্টপূর্ব ৩য় শতাব্দীতে
  • যৌথ জাদুঘর নির্মাণ -ষোড়শ শতকে
  • অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা-৩ জন
  • ব্রিটিশ মিউজিয়মের প্রতিষ্ঠাতা- ৩জন
  • ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয় গত ৩০ বছরে
  • আলেকজান্দ্রিয়া নগর পতন হয়- খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দে
  • ফরাসি বিপ্লব – ১৭৮৯ সালে
  • রুশ বিপ্লব – ১৯১৭ সালে
  • টাওয়ার অফ লন্ডন নির্মাণ – ১০৭৮ সালে
  • অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠা-১৮৯৭ সালে
  • ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা- ১৭৫৩ সালে
  • বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা- ১৯১৩ সালে
  • ঢাকা নগর জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে
  • বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা-১৯৬৫ সালে
  • সামরিক জাদুঘর প্রতিষ্ঠা-১৯৮৭ সালে
  • বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা-১৯১০ সালে
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রতিষ্ঠা-১৯৭৩ সালে
  • গ্রেকো রোমান জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৯২ সালে
  • কায়রো জাদুঘর প্রতিষ্ঠা- ১৮৩৫ সালে

 

গদ্য আলোচনা:

  • পাশ্চাত্যদেশে জাদুঘরতত্ত্ব একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয়
  • প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়ায়
  • পৃথিবীর প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা,গ্রন্থাগার,উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা
  • পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মূলত দর্শন চর্চার কেন্দ্র
  • ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি হয়
  • প্রজাতন্ত্র সৃষ্টি করে ল্যুভ
  • ফরাসি বিপ্লবের পরে উন্মোচিত হয় ভের্সাই প্রাসাদের দ্বার
  • রুশ বিপ্লবের পর লেনিনগ্রাদের রাজপ্রাসাদ গড়ে উঠে হার্মিতিয়ে
  • গনতন্ত্রায়ণের ফলে টাওয়ার অফ লন্ডন প্রাসাদ ও তার সংগ্রহ সর্বজনের চক্ষুগ্রাহ্য হয়
    সতেরো শতকে ব্রিটেনে প্রথম পাবলিক জাদুঘর প্রতিষ্ঠা হয়
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রতিষ্ঠাতা- পিতাপুত্র দুই ট্র্যাডেসান্ট
    ও অ্যাশমোল
  • আঠারো শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায়য় তৈরি হয় ব্রিটিশ মিউজিয়ম
  • ব্রিটিশ মিউজিয়মের ভিত্তি সংগ্রহ করেন স্যার হ্যানস স্লোন, স্যার রবার্ট কটন,আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্লির
  • উনিশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি পায়
  • ত্রিশ বছরে ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়
  • জাদুঘরের সাধারণ লক্ষণ চমকপ্রদ ও লুপ্তপ্রায় জিনিস সংগ্রহ করে
  • ঢাকায় জাতীয় জাদুঘরের ভিত্তি স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান
  • জাতীয় জাদুঘরে সংগৃহিত আছে তুঘরা হরফে লেখা নুসরত শাহের শিলালিপি
  • জাতীয় জাদুঘরে সংগৃহিত আশরাফ শিলালিপি ষোল শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখন্ড
  • গভর্নর মোনায়েম খান দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী
  • উর্দুতে জাদুঘর কে বলা হয় আজবখানা
  • হিন্দিতে জাদুঘর কে বলা হয় অজায়েব ঘর
  • ইসা খার কামানে বাংলা লেখা দেখে লেখক মুগ্ধ
  • জাদুঘরের প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ
  • টাওয়ার অফ লন্ডনে কোহিনুর দেখতে সকলে ভিড় করে

 

পোস্ট টা পড়ার সময় বোর্ড বইটা সাথে পড়ে নিও।।আর শব্দার্থ ও টীকাসমূহ তোমরা সবাই নিজ দায়িত্বে পড়ে নিও।। প্রবন্ধ ও কবিতার সবকিছু আলোচনা করা সম্ভব না তাই আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্ঠা করলাম।

 

 

আরো পড়ুন:

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – বায়ান্নর দিনগুলো

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – মাসি পিসি

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – জীবন ও বৃক্ষ

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – আমার পথ

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – আহ্বান

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – চাষার দুক্ষু

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – অপরিচিতা

এইচএসসি ২০১৮এর বাংলা ১ম পত্র – বিড়াল

এইচএসসিইংরেজী ২য় পত্র – Narration

এইচএসসিইংরেজী ২য় পত্র – Connector/Linking Words

এইচএসসিইংরেজী ২য় পত্র – Words and Phrases

এইচএসসিইংরেজী ২য় পত্র – Preposition

এইচএসসিইংরেজী ২য় পত্র গ্রামার – Tense

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর রসায়ন ২য় পত্র সাজেশন

এইচএসসি পরীক্ষা ২০১৯ এর পদার্থ বিজ্ঞান ১ম পত্রের সাজেশন

এস.এস.সি এবং এইচ.এস.সি সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু কৌশল

   
   

0 responses on "এইচএসসি ২০১৯ এর বাংলা ১ম পত্র – জাদুঘরে কেন যাব"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved