
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে ২৩ অথবা ২৪ জুলাই। এই দুই দিনের যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার আজ সোমবার এ তথ্য জানিয়ে বলেন, এখনো চূড়ান্ত তারিখ তাঁদের জানানো হয়নি।
প্রথা অনুযায়ী, পাবলিক পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ জন্য সময়ের এটি নির্ধারিত হয় প্রধানমন্ত্রীর সম্মতির ওপর। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়।
গত ২ এপ্রিল এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১৫ মে লিখিত পরীক্ষা শেষ হয়।
এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৭ সালের রেজাল্ট যেভাবে দেখবেন:
২০১৭ সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল/ রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ইশিখন.কম থেকে সহজে এবং দ্রুত ফলাফল দেওয়া হবে। এই দিন ইশিখন.কম ওয়েবসাইটে মার্কশীটসহ দ্রুত ফলাফল দেখার নিয়ম এবং ওয়েবসাইট লিঙ্ক পোস্ট করা হবে।