এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-উপন্যাস-লালসালু – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-উপন্যাস – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 753
7521. মজিদ মহব্বতনগরে স্কুলের পরিবর্তে কী প্রতিষ্ঠা করতে চায়?
- হাসপাতাল
- মাজার
- মসজিদ
- কলেজ
7522. ধলা মিয়াকে ব্যাপারী আ,য়ালপুরে যেতে বলেছিল কেন?
- আত্মীয় বাড়ি যেতে
- বিশেষ খবর পাঠাতে
- ব্যবসায়ের কাজে
- পানিপড়া আনতে
7523. মাজারে গিয়ে সন্তান কামনার এটিতে রহিমা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
- মাতৃ আকাঙ্ক্ষা
- বংশরক্ষা
- স্বামীর ইচ্ছাপূরণ
- স্বীয় মর্যাদা রক্ষা
7524. মজিদের শক্তি প্রতিফলিত হয় কার উপর?
- জমিলা
- আমেনা
- রহিমা
- হাসুনির মা
7525. আ,য়ালপুরের পীরকে মজিদ কী হিসেবে আখ্যায়িত করেছে?
- ঠগবাজ
- খাটাশ
- ইবলিশ
- গরু
7526. মজিদের কী খা,য়ার অভ্যাস ছিল?
- বিড়ি
- পান
- হুঁকা
- সিগারেট
7527. ঢেঙা বুড়োর অন্তরে কী বিদ্যমান?
- হিংসা
- লোভ
- অবিশ্বাস
- কুসংস্কার
7528. রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে?
- হাসুনির মা
- আমেনা
- তাহেরের বাপ
- জমিলা
7529. ‘লালসালু’ উপন্যাসে দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত কী?
- মাজার
- মজিদ চরিত্র
- রহিমা
- খালেক ব্যাপারী
7530. মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় কেন?
- ক্ষমতার দুর্বলতায়
- ভক্তি-শ্রদ্ধায়
- ধর্মের কারণে
- অভিশাপের ভয়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-উপন্যাস-লালসালু - এইচএসসি-বাংলা-1-উপন্যাস - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 753"