২০১৭ সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে। এই তিনদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এই তিনদিন অথবা এর আগে বা পরে যেদিন সময় দিবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রনালয় সূত্রে জানা গেছে।
রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সকলের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়। সেজন্যই প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয়।
নির্ধারিত দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করবেন।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে সকল বোর্ডের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০১৭ জানা যাবে….
অনলাইনে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ও eboardresults.com ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।
অনলাইনে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষার ফলাফল ২০১৭ জানা যাবে এখানে
আরো পড়ুন:
0 responses on "এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে"