
এইচএসসি ইংরেজি পরীক্ষায় বহিষ্কার ১৭৯ জন এবং অনুপস্থিত ১৪ হাজার শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে বৃহস্পতিবার (৫ এপ্রিল) সারাদেশে ৭৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এ দিন অনুপস্থিত ছিল ১৪ হাজার ৮ জন পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার এইচএসসির ইংরেজি পরীক্ষায় (আবশ্যিক) ১ম পত্র ও কারিগরির ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় ৬৭, রাজশাহীতে ৭, কুমিল্লায় ৭, যশোর ১২, চট্টগ্রামে ৬, সিলেটে ২ বরিশালে ১৩, দিনাজপুরে ১৩ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫২ শিক্ষার্থীসহ বহিষ্কার হয় ১৭৯ জন।নিকশিক্ষা ডটকমে পাঠানো
২ হাজার ৮৪ টি কেন্দ্রে গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৩৭ হাজার ১০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বৃহস্পতিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১১ লাখ ২৩ হাজার ৯২ জন শিক্ষার্থী।
পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৫১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬২৪ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১৬৫ জন, যশোর বোর্ডে ১ হাজার ৩৭৪ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ১৪৯ জন, সিলেট বোর্ডে ৮৪৩ জন, বরিশাল বোর্ডে ৮২৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ১৮৯ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী।
৩২ জন পরীক্ষার্থী বহিষ্কার একই কেন্দ্রের
নিষিদ্ধ কালো গ্লাসের গাড়িতে এইচএসসির প্রশ্নপত্র বহন, অভিযুক্ত ছয়জনকে কারণ দর্শানোর নোটিস