
উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে প্রায় তিন ঘণ্টাব্যাপী থেমে থেমে অবরোধ করে রাখে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রীপুরের মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের এসব শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধের সৃষ্টি করে। ফরম পূরণের সুযোগের দাবিতে শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের ডোম ফেলে অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিগত বছরে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছিল। এবারও এ সুযোগ দেয়ার জন্য আমরা আন্দোলন করছি।
শ্রীপুরের মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, নির্বাচনী পরীক্ষায় ১৯০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। গ্রেস দেয়ার পর প্রায় তিনশ’ শিক্ষার্থী কৃতকার্য হয়। গত বছরের অকৃতকার্যসহ মোট ৪৮১ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক অকৃতকার্য শিক্ষার্র্থীদের ফরম পূরণের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা এজন্য কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য কামাল ফকির জানান, অকৃতকার্য শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে। পরে অধ্যক্ষ পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তাদের সেখান থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনে। ঘণ্টাখানেক পর কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে আবারও কলেজ ক্যাম্পাসের বাইরে মাওনা-কালিয়াকৈর সড়কে পটকা ফাটিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীরা থেমে থেমে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে কলেজ পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
আরো পড়ুন: